(১/৬) একদিকে মহার্ঘ ভাতার (DA) দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ (West Bengal)। রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, উপেক্ষা করে মহানগরী কলকাতার রাস্তায় অবস্থান বিক্ষোভ করছেন। মমতা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।
(২/৬) অন্যদিকে মোদি সরকারের (Central Government) কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেই সূত্রের খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA আবারও বাড়তে চলেছে।
(৩/৬) ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর পরই কেন্দ্র সরকারের অধীনস্থ কর্মীদের ন্যূনতম মৌলিক বেতন বাড়বে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) শীঘ্রই বাড়িয়ে দিতে পারে সরকার, তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এ বিষয়ে করা হয়নি।
🔥 আরও পড়ুন:
👉 PAN Card: আপনার ব্যক্তিগত তথ্য প্যান কার্ডের ১০ নম্বরেই রয়েছে, কোন নম্বরের কি অর্থ জানেন?
🔥 আরও পড়ুন:
👉 ১০ হাজার টাকা স্কলারশিপ পাবেন মাধ্যমিক পাশ করলেই! এই ভাবে আবেদন করতে হবে
🔥 আরও পড়ুন:
(৪/৬) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জন্য দাবি করে আসছিলেন। সূত্রের খবর সেই দাবীকে গুরুত্ব দিয়েই কেন্দ্র সরকার ডিএ (DA) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে। ডিএ (DA) বৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মৌলিক মজুরি হবে ১৮,০০০ থেকে বেড়ে ২৭,০০০ টাকা।
(৫/৬) প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র সরকার কর্মচারীদের DA বছরে দুবার বৃদ্ধি করে থাকে। এই বৃদ্ধি প্রযোজ্য হবে ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত। সূত্রের খবর, চলতি বছরের জুলাই মাসে কেন্দ্র সরকার DA আরও ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। এর আগে চলতি বছরের মার্চ মাসেই বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA)। যাক কার্যকর হয়েছিল ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে। বর্তমানে ৪২ শতাংশ হাড়ে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার (DA) সুবিধা দেওয়া হচ্ছে।
(৬/৬) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 এবার আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করুন এই ভাবে!
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার