Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার ঘর পেতে আবারো নতুন নিয়ম জারি করলো কেন্দ্র! কি করতে হবে? জেনে নিন।

১/১০: আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। কিন্তু এই প্রকল্পের অধীনে ঘর পাওয়া এখন যেনো বড়সড় একটা পরীক্ষা। বিভিন্ন সময়ে নাম বাদ দেওয়া, নতুন নতুন লিস্ট প্রকাশ করা, এই প্রকল্প থেকে কোনোকিছুই বাদ যায়নি।

২/১০: এই প্রকল্প নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। তাহলে চলুন নতুন এই আপডেট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

৩/১০: কিন্তু এবং রাজ্য সরকারের একটি মিলিত প্রকল্প হলো আবাস যোজনা (Awas Yojana)। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ৬০% টাকা দেয় এবং রাজ্য সরকার দেয় ৪০% টাকা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 NPS: মাসে ৫০০০ টাকা রেখে হতে পারেন কোটিপতি, এই সরকারি স্কিমে পাবেন সুবিধা, জেনে নিন কীভাবে?

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 আপনার কথায় উঠবে বসবে রেল! আরও সহজ হবে টিকিট বুকিং, এলো নতুন প্রযুক্তি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 LPG Price: হোলির আগে বাম্পার অফার! সস্তায় গ্যাস সিলিন্ডার পেয়ে যান এই উপায়ে! বুক করুন এখনই

৪/১০: কেন্দ্রীয় সরকার আবাস যোজনা আবেদনকারীদের বারবার ভেরিফাই করার কথা প্রকাশ করেছে। সেই অনুযায়ী একাধিকবার বিভিন্ন আবেদনকারী যেমন নতুন করে যুক্ত হচ্ছেন, তেমনই আবাস যোজনার তালিকা থেকে অযোগ্যদের নাম বাতিলও হয়েছে।

৫/১০: নতুন খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে পুনরায় একটি চিঠি পাঠিয়েছে। কেন্দ্রীয় সরকার এই চিঠিতে নতুন করে কিছু শর্ত আরোপ করেছে। এই শর্ত যদি না মানা হয়, তাহলে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা দেবে না।

৬/১০: রাজ্য সরকার এই চিঠি পেয়ে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছে। নবান্ন এই চিঠির উত্তরে কেন্দ্রকে চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে।

৭/১০: নতুন যে চিঠি কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো হয়েছে তাতে কিছু শর্তের উল্লেখ করা রয়েছে। সেই শর্তগুলো হলো- আবাস যোজনায় যারা অনিয়ম করেছে এবং আবাস যোজনার অধীনে না পড়েও যারা আবেদন করেছে, তাদের বিরুদ্ধে FIR করতে হবে। কড়া ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে।

৮/১০: এই নোটিশে এও বলা হয়েছে যে, কেন্দ্রকে আগামী ১০ মার্চের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে। যদি রাজ্য সরকার তা না করে, তাহলে কেন্দ্রীয় সরকার কোনো অবস্থাতেই এই প্রকল্পের টাকা দেবে না।

The government of India has issued new rules to get a Pradhan Mantri Awas Yojana house

৯/১০: এই পরিস্থিতিতে রাজ্যের বক্তব্য, বিভিন্ন রকমের তাল-বাহানা করে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখছে। রাজ্য আরও বলেছে যে, কেন্দ্রীয় সরকার এই একই অজুহাতে ১০০ দিনের কাজের টাকাও আটকে রেখেছিল

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 মাধ্যমিক পাশেই রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ চলছে, কি ভাবে আবেদন করবেন? জেনে নিন

👉 Pan Card ও Aadhaar Card নিয়ে বিরাট ঘোষণা! না মানলে ১০,০০০ হাজার জরিমানা! শীঘ্রই জেনে নিন

👉 পুরোনো ১০০ টাকার নোটে লুকিয়ে রয়েছে গভীর রহস্য! জানেন? জানলে বিস্মিত হবেন!

👉 Reliance Jio-র এই প্ল্যানে 900 GB ডেটা পাবেন! সারা বছর রিচার্জের টেনশন নেই

👉 কেন্দ্রীয় সরকারের বিশাল ঘোষণা! কার্যকর পুরনো পেনশন প্রকল্প, সরাসরি সুবিধা পাবেন!

Leave a Comment