ফ্রি-তে চলবে ইন্টারনেট! করতে হবে না রিচার্জও, এই App ডাউনলোড করে নিশ্চিন্তে OTT দেখুন

১/৬: বর্তমানে ইন্টারনেট (Internet) ছাড়া যেনো আমরা এক পাও চলতে পারি না। এই নেটমাধ্যমে সমস্ত কিছুই উপলব্ধ রয়েছে। আজ আমরা আপনাদের এমন একটি পরিষেবা সম্পর্কে জানাবো, যা প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য কাজ করছে।

২/৬: SugerBox হলো একটি ওপেন ক্লাউড পরিষেবা। এটি একটি অ্যাপ ভিত্তিক পরিষেবাওOTT অ্যাপসগুলিকেও আপনি এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। SugerBox হলো একটি অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ। এর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই OTT অ্যাপ ব্যবহার করা যায়। শুধু তাই নয়, এর মাধ্যমে কেনাকাটা এবং অন্যান্য অনলাইন পরিষেবাগুলিও পাওয়া যায়।

এটি কিভাবে ব্যবহার করবেন-

৩/৬:  (১) প্রথমে আপনাকে অ্যাপেল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে SugerBox অ্যাপটিকে ডাউনলোড করতে হবে।

(২) তারপর আপনাকে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে SugerBox অ্যাপের ওয়াই-ফাই কানেক্টিভিটি চালু করতে হবে।

(৩) তারপর আপনাকে SugerBox-কে ওয়াই-ফাই-এর সাথে কানেক্ট করতে হবে।

(৪) এরপরই আপনি সম্পূর্ণ বিনামূল্যে হাই কোয়ালিটি মিউজিক এবং শো উপভোগ করতে পারবেন।

(৫) সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে, এই অ্যাপটি আপনি স্মার্ট টিভি এবং ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar link: মোবাইল নম্বর বদলেছেন? মাত্র ৫০ টাকা দিয়ে এভাবে আধারের সাথে লিঙ্ক করুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 মাসে মাসে ৩০০০ টাকা করে, মিলবে ৪৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 New Scholarship: ছেলেদের জন্য ৩০,০০০ টাকা ও মেয়েদের জন্য ৩৬,০০০ টাকা এই স্কলারশিপের মাধ্যমে! (Apply Now!)

ফ্রি-তে চালানো যাবে ওয়াই-ফাই-

৪/৬: SugerBox ওয়াই-ফাই পরিষেবাটি অ্যাক্সেস করা যায়, কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেএর মাধ্যমে উপলব্ধ করা যাবে একটি হাইপারলোকাল এজ ক্লাউড টেকনোলজি সলিউশন। এই সার্ভিস ইতিমধ্যেই আমাদের দেশে লঞ্চ হয়ে গেছে। এই ওয়াই-ফাই-এর রেঞ্জ হলো ১০০ মিটার। এর ফলে ইন্টারনেট ছাড়াই OTT অ্যাপগুলিকে ইউজাররা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি গেমিং এবং সোশ্যাল মিডিয়াও আপনি এই পরিষেবার মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

The Internet will run for free! No need to recharge, download this app and watch OTT safely

ইন-ফ্লাইট কানেক্টিভিটি পাওয়া যাবে-

৫/৬: এই পরিষেবা ইতিমধ্যেই গ্রামীন এলাকাতেও চালু হয়ে গেছে। এতে দেওয়া হচ্ছে ইন-ফ্লাইট পরিষেবাও। এর ফলে হাজার ফুট উচ্চতায় ফ্লাইট থাকলেও আপনি সহজেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। এমনকি এই পরিষেবা পাহাড়ি এলাকাতেও কাজ করবে। এই পরিষেবাটি শিক্ষাক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।

৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Asha Karmi Recruitment 2023 West Bengal

👉 ৫ লাখ টাকা মাথাপিছু অ্যাডভান্স প্রাইমারি-আপার প্রাইমারির জন্য! ৫০ হাজার টাকা শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য!

👉 রেশন কার্ড থাকলেই কেল্লাফতে! এবার থেকে ফ্রিতে মিলবে এই জিনিস প্রতিমাসে

👉 ৭৫ হাজার টাকা দেবে সরকার মেয়ের জন্ম হলেই! কিভাবে পাবে টাকা? জেনে নিন

👉 Lottery Sambad: ১৬ হাজার কোটি লটারিতে জিতে রতন টাটাকে টপকে গেলেন! ২০০ কোটির বাড়িই কিনে ফেললেন যুবক!

Leave a Comment