১/১১: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE Madhymaik Exam 2023) মাধ্যমিক পরীক্ষার রুটিন (Madhyamik Routine 2023) প্রকাশ করলো। অপরদিকে, উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষার (WBCHSE HS Exam 2023) রুটিন (WB HS Routine 2023) প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
২/১১: এছাড়াও ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার রুটিন। সার্কুলার জারি করে দশম এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার সময়সূচি জানিয়েছে সিবিএসই বোর্ড (CBSE Board Exam 2023)।
বিষয় তালিকা
- 1 CBSE Board নির্ধারিত সময়ের এত আগে তাদের স্কুলগুলির দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ফাইনাল পরীক্ষার রুটিন এবং সময়সূচি ঘোষণা করে দিলো কেনো?
- 2 তাহলে চলুন CBSE Board কবে থেকে ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য রুটিন জারি করেছে তা জেনে নেওয়া যাক-
- 3 পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা ২০২৩ কবে থেকে শুরু হবে?
- 4 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 রুটিন-
- 5 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
CBSE Board নির্ধারিত সময়ের এত আগে তাদের স্কুলগুলির দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ফাইনাল পরীক্ষার রুটিন এবং সময়সূচি ঘোষণা করে দিলো কেনো?
৩/১১: CBSE Board জানিয়েছে যে, দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা শুরু হবে একই দিনে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Breaking News: শিক্ষক নিয়োগের জন্য নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো SSC ! এক ক্লিকে দেখে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 UGC NET December 2022 পরীক্ষার বিজ্ঞপ্তি জারি! কোন কোন তারিখে কি করতে হবে? জানুন বিস্তারিত
৪/১১: যাতে দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য হাতে কিছুটা সময় পায় তাই নির্ধারিত দিনের অনেক আগেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করে দেওয়া হয়েছে।
৫/১১: দশম এবং দ্বাদশ শ্রেণীর Final Examination Routine ঘোষণা করার সময় মাথায় রাখা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথাও।
তাহলে চলুন CBSE Board কবে থেকে ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য রুটিন জারি করেছে তা জেনে নেওয়া যাক-
৬/১১: দশম এবং দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা শুরু হবে একই সাথে।
CBSE Board আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে এই ফাইনাল পরীক্ষা নিতে চলেছে।
৭/১১: দশম শ্রেণীর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা আগামী ১৫ ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত। এই পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।
৮/১১: দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা আগামী ১৫ ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৫ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। এই পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।
CBSE Board এই ২টি ক্লাসের ফাইনাল পরীক্ষা একই দিনে শুরু করার নির্ঘণ্ট প্রকাশ করেছে।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা ২০২৩ কবে থেকে শুরু হবে?
৯/১১: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023 Routine) আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৩- প্রথম ভাষার পরীক্ষা
২৪ ফেব্রুয়ারি ২০২৩- দ্বিতীয় ভাষার পরীক্ষা
২৫ ফেব্রুয়ারি ২০২৩- ভূগোল
২৭ ফেব্রুয়ারি ২০২৩- ইতিহাস
২৮ ফেব্রুয়ারি ২০২৩- জীবন বিজ্ঞান
২ মার্চ ২০২৩- অংক
৩ মার্চ ২০২৩- ভৌত বিজ্ঞান
৪ মার্চ ২০২৩- ঐচ্ছিক বিষয়
পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 রুটিন-
১০/১১: ১৪ মার্চ ২০২৩- মাতৃভাষা অথবা First Language (বাংলা (এ), ইংলিশ (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি ভাষা)
১৬ মার্চ ২০২৩- Second Language (বাংলা (বি), ইংলিশ (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ)
১৭ মার্চ ২০২৩- হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, IT & ITES, ইলেকট্রনিকস, টুরিসম এবং হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন- ভোকেশনাল সাবজেক্ট
১৮ মার্চ ২০২৩- বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিক্যাল সায়েন্স
২০ মার্চ ২০২৩- ম্যাথামেটিকস, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনোমি, হিস্ট্রি
২১ মার্চ ২০২৩- কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিস, হেল্থ এবং ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়্যাল আর্টস
২২ মার্চ ২০২৩- কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারীস অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি।
২৩ মার্চ ২০২৩- ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
২৪ মার্চ ২০২৩- ইকোনমিকস
২৫ মার্চ ২০২৩- কেমিস্ট্রি, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরাবিক, ফ্রেঞ্চ ভাষা
২৭ মার্চ ২০২৩- স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৬,০০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পে! এভাবে আবেদন করে তুলে নিন ফায়দা
👉 নতুন বছরের শুরুতেই সুখবর! এবার আয়ের ওপর ধার্য হবে মাত্র ৫% Tax, অর্থমন্ত্রী কি নির্দেশ দিলেন? দেখুন
👉 Awas Plus Yojana: আবাস প্লাস যোজনা ঘরের টাকা কে এবং কবে পাবেন? দেখুন List-এ নাম @pmayg.nic.in