১/৫: সম্প্রতি ঝাড়খণ্ড (Jharkhand) রাজ্যে বার্ড ফ্লু (Bird Flu) রোগ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই সরকারের তরফে ৪ হাজার হাঁস-মুরগি নিধনের নির্দেশ দেওয়া হয়েছে। এই রোগে ৮০০ মুরগি ইতিমধ্যেই মারা গেছে। এই সমস্যা থেকে উদ্ধার পেতে রাজ্য সরকার এবার বড়ো সিদ্ধান্ত নিচ্ছে।
২/৫: সরকার কড়কনাথ মুরগি এবং হাঁসগুলোকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে। ফলত ঝাড়খণ্ডের বোকারো জেলায় এই পরিস্থিতি থেকে রেহাই পেতে বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে যে, অধিকাংশ মুরগি H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কবলে পড়ছে।
৩/৫: এই ভাইরাসের জন্য ৮০০ মুরগির প্রাণ ইতিমধ্যেই চলে গেছে। এই ভাইরাসটি মারাত্মক আকার ধারণ করার আগে কালিং করা হবে ১০৩টি মুরগিকে। তবে এই সমস্ত মুরগিসহ মোট ৩ হাজার ৮৫৬টি পাখিকে সেখানে মেরে ফেলা হবে। সেই তালিকার অন্তর্গত রয়েছে হাঁসসহ অন্যান্য অনেক পাখি।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Free আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Reliance Jio! এই ট্রিক এখনই কাজে লাগান
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মাসে মাসে লাখ টাকা ইনকাম করুন এই ব্যবসা করে! মিলবে সরকারি সাহায্য, অল্প পুঁজিতেই শুরু করুন এই ব্যবসা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 DA Update: অবশেষে DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্য সরকারী কর্মীদের! কত টাকা বাড়ছে বেতন? নতুন নিয়ম জেনে নিন।
৪/৫: প্রশাসনের নির্দেশ অনুযায়ী, যে সমস্ত জায়গায় এই ভাইরাসের কোপ পড়েছে তার ১ কিমি ব্যাসার্ধের মধ্যে সমস্ত খামারের পাখিকে মেরে ফেলা হচ্ছে। এছাড়াও সরকার আক্রান্ত খামার থেকে ১০ কিমি এলাকাকে ‘আক্রান্ত এলাকা’ চিহ্নিত করা হয়েছে।
৫/৫: এই পরিস্থিতির দিকে ডাক্তারাও কড়া নজর রাখছেন। পাখিগুলোর জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের মতো চিহ্ন দেখা মাত্রই প্রশাসন সতর্ক হয়ে যাচ্ছে। যদি কোনো স্থানে মৃত অবস্থায় পড়ে থাকা পাখি লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই প্রশাসনকে জানাতে হবে। সর্বোপরি বার্ড ফ্লু রোগের কারণে গোটা রাজ্যে মুরগির দাম কমার আশঙ্কা রয়েছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সরাসরি SBI-তে প্রচুর বেতনে নিয়োগ চলছে! দেরি না করে এখনই আবেদন করে ফেলুন!
👉 Post Office Recruitment 2023 Apply Online
👉 Atal Bihari Vajpayee Scholarship 2023