(১/৮) বর্তমানে সমগ্র দেশ জুড়ে DA নিয়ে আন্দোলন চলছে। দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি কর্মীরা এসে এই আন্দোলনে সামিল হচ্ছেন। সরকারি নির্দেশ অনুযায়ী গত মাসেই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য যথাক্রমে মহার্ঘ ভাতা এবং ডিআর বাড়ানো হয়েছিল। অর্থাৎ একবারেই এই DA চার শতাংশ বাড়ানো হয়েছিল।
(২/৮) নতুন ভাবে জারি করা এই নির্দেশ পালিত হয়েছিল এই বছর জানুয়ারি মাস থেকেই। এই নিয়ম অনুযায়ী এই বৃদ্ধির পর এখন সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে ভাতা পাচ্ছেন। তবে অনেকেই মনে করছেন আগামী দিনে এই ভাতা আরো বাড়তে পারে। আশা করা যাচ্ছে এটি ৪৬% হতে পারে। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
(৩/৮) কেন্দ্রীয় সরকারের জারি করা সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে তারা মহার্ঘ ভাতার সুবিধাও পাচ্ছে। DA এর পরিমান বর্তমানে ৪২ শতাংশ যা কর্মচারীদের মূল বেতনের (বেসিক বেতন) উপর ধার্য করা হয়।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Govt Scheme 2023: ৫ লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে, এই ভাবে আবেদন করে ফেলুন এখনই!
🔥 আরও পড়ুন:
👉 Pan Aadhaar link: এই বিরাট পরিবর্তন আনা হলো প্যান-আধার কার্ড লিংক -এর নিয়মে! বিপদে পড়বার আগে জানুন
🔥 আরও পড়ুন:
(৪/৮) রিপোর্ট অনুযায়ী জানা গেছে ৬৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৫২ লক্ষ পেনশনভোগীদের জন্য সরকার এমন একটি নিয়ম তৈরি করতে চলেছে যাতে ডিএ বেড়ে ৫০ শতাংশ হলে সরকারি কর্মীদের বেতন আপনাআপনি বেড়ে যাবে। তবে এই বিষয়টি নিয়ে সরকার এখনও কিছু জানাননি।
(৫/৮) আবার অন্যদিকে মহার্ঘ ভাতা নিয়ে নতুন আশঙ্কা করা হচ্ছে। মনে করা হচ্ছে এই বছরের মধ্যেই এই মহার্ঘ ভাতা বাড়বে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণা শীঘ্রই করা হবে। সরকার দ্বিতীয়ার্ধের ডিএবৃদ্ধির অনুমোদন দেন সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। তবে এই সম্পর্কে লাইভহিন্দুস্তানের এক রিপোর্টার বলেছেন এই বছর আগস্ট মাসের মধ্যে সেটি ঘোষণা করা হবে বলে আশা করা যায়।
(৬/৮) এইবার মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মচারীদের মূল বেতনের ৪৬ শতাংশ ভাতা হবে অর্থাৎ DA এর পরিমাণ হবে ৪৬ শতাংশ।
(৭/৮) এই পরিমাণটি আর কয়েক শতাংশ বেড়ে যদি ৫০ শতাংশ হয় তবে সরকারি কর্মীদের বেতন আপনাআপনি বেড়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। এর পর থেকে এই DA বাড়বে কি না সেটা নির্ভর করছে কর্মীদের বেতনের ওপর। সরকার যদি DA এর পরিমাণ আশানুরূপ বাড়িয়ে দেন তবে এতে লাভবান হবেন সরকারি কর্মীরা।
🔥 আরও পড়ুন:
👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই
👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন
👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন