বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) হলো আমাদের গুরুত্বপূর্ণ একটি আইডি প্রুফ। অর্থাৎ আমাদের পরিচয়ের অতি গুরুত্বপূর্ণ একটি নথি হলো আধার কার্ড। তবে এখন এই আধার কার্ডকে (Aadhaar Card) শুধুমাত্র আর পরিচয়পত্র বলা যায় না। আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই আধার কার্ডের প্রয়োজন। ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি, সব ক্ষেত্রেই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়।
তবে শুধু আধার কার্ড নয়, এর সাথে প্যান কার্ডকেও (PAN Card) গুরুত্বপূর্ণ নথি হিসেবে গণ্য করা হয়।
এই আধার কার্ড অন্যান্য আইডি প্রুফের থেকে আলাদা। নাগরিকের বায়োমেট্রিক তথ্য রয়েছে এই আধার কার্ডে। যাতে স্ক্যান করা হয় নাগরিকের আঙুলের ছাপ, চোখের রেটিনা।
নাগরিকদের সুবিধার্থে অনেক ধরনের আধার কার্ড তৈরি করা হয়েছে। এই সমস্ত আধার কার্ডে নাগরিকের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রয়েছে।
আরও পড়ুন: 👇👇👇
🔥 WB JOB Recruitment 2022: দুয়ারে সরকার থেকেই বাংলার ঘরে ঘরে হবে চাকরি, বিরাট বড় ঘোষনা!
🔥 Punjab and Sind Bank Recruitment 2022
🔥 Post Office Group D Recruitment 2022
বিষয় তালিকা
Aadhaar Card Types-
আধার লেটার-
দেশের সমস্ত নাগরিকের কাছে UIDAI আধার কার্ড পাঠায় চিঠি আকারে। এটি মোটা কাগজের আধার কার্ড। এখানে আমাদের অর্থাৎ দেশের নাগরিকদের সমস্ত তথ্য রেকর্ড করা থাকে। এই আধার কার্ড UIDAI সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করে এবং দায়িত্ব সহকারে তা নাগরিকের বাড়ির ঠিকানায় পাঠায়।
mAadhaar কার্ড-
mAadhaar হলো একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে আধার কার্ডকে সফট কপি আকারে সুরক্ষিত রাখা যায়। এই অ্যাপটি Google Play Store থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি এই অ্যাপে আপনার আধারের বিবরণ পূরণ করে আধার সফট কপি হিসেবে স্টোর করে রাখতে পারেন।
পিভিসি আধার কার্ড-
পিভিসি আধার কার্ড ক্রেডিট কার্ডের মতো দেখতে হয়। বিশেষ নির্দেশিকার পর তৈরি করা হয়েছে এই আধার কার্ডটি। এই আধার কার্ডে রয়েছে একটি ডিজিটাল QR কোড। এই QR কোডে নাগরিকের যাবতীয় তথ্যের উল্লেখ থাকে। UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ৫০ টাকা মূল্য দিয়ে আপনি এই কার্ডটি অর্ডার করতে পারেন।
ই-আধার কার্ড-
আধার কার্ডের একটি ইলেকট্রনিক সংস্করণ হলো ই-আধার। এই কার্ডে রয়েছে একটি সুরক্ষিত QR কোড। এই QR কোড স্ক্যান করে আপনি সমস্ত তথ্য রাখতে পারেন।
তবে এই কার্ডটি খোলার জন্য প্রয়োজন একটি পাসওয়ার্ডের। কারণ এই কার্ডটি সুরক্ষিত রাখার জন্য এতে পাসওয়ার্ড দিয়ে রাখা হয়।
UIDAI আধার কার্ড সুরক্ষিত রাখার জন্য ইস্যু করে মাস্কড ই-আধার কার্ডও। এই কার্ডে শুধুমাত্র শেষ ৪টি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার উল্লেখ থাকে না। এতে আপনার আধার কার্ডের ডেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে না।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇
🔥 WB SSC নিয়ে Breaking News সামনে এলো! কি সিদ্ধান্ত নিলো SSC?
🔥লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়েই রাজ্য সরকারের অধীনে চাকরির সুযোগ (Apply Now!)
🔥 Post Office-এ মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে সারাজীবন আয় করুন! জানুন কিভাবে?