১/৫: গত সাধারণ বাজেটে আয়করের নিয়মে একাধিক পরিবর্তন আনা হয়েছে। সেই নিয়মগুলি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। এই নিয়মগুলি যদি আগে থেকেই আপনি জেনে রাখেন, তাহলে আপনার আয়কর বাঁচানোর চিন্তা অনেকটাই কমবে।
২/৫: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেটেই ঘোষণা করেছিলেন। চাকুরীজীবীদের আয়কর কাঠামোয় অনেক পরিবর্তন এসেছে। ১ এপ্রিল থেকে শুরু হতে চলা নতুন অর্থবর্ষেই সেই সমস্ত নিয়ম চালু হবে।
৩/৫: আয়কর বাঁচানোর জন্য বছরের শেষে গিয়ে অনেকেই অনেককিছু করেন। তবে আর্থিক বছরের শুরু থেকেই নিয়ম জেনে বিনিয়োগ করাই হলো বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন নতুন অর্থবছরে কোন ১০ টি নিয়মে পরিবর্তণ আসছে তা জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এই বড় পরিবর্তন আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে! জেনে নিন এখনই
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Primary TET Certificate Date: অপেক্ষার অবসান! প্রাইমারী টেট সার্টিফিকেট কবে? জেনে নিন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৫: (১) নতুন কর ব্যবস্থার অধীনে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপরে পাওয়া যাবে কর ছাড়।
(২) পুরনো ব্যবস্থার মাধ্যমে কর দেওয়ার বিকল্প বেছে নিলে এই ছাড় পাওয়া যাবে না।
(৩) স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোনরকমের পরিবর্তন হচ্ছে না। ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পুরনো কর ব্যবস্থার অধীনে রাখা হয়েছে।
(৪) ১৫.৫ লক্ষ টাকা আয়ের জন্য পেনশনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে ৫২,৫০০ টাকা।
(৫) ০ থেকে ৩ লক্ষের জন্য নতুন কর ব্যবস্থার আওতায় কর দিতে হবে না। ৩ লক্ষের ওপর থেকে ৬ লক্ষের জন্য ৫%, ৬ লক্ষের ওপর থেকে ৯ লক্ষের জন্য ১০%, ৯ লক্ষের ওপর থেকে ১২ লক্ষের জন্য ১৫%, ১৫ লক্ষের উপরে যদি আয় হয়, তাহলে ৩০% কর দিতে হবে।
(৬) বাড়ছে এলটিএ সীমাও। বেসরকারি কর্মচারীদের জন্য ২০২২ সাল থেকে ‘লিভ এনক্যাশমেন্ট’ অথবা ছুটির বিনিময়ে নগদ অর্থের সর্বোচ্চ সীমা ছিল ৩ লক্ষ টাকা। এই সীমা বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা।
(৭) এলটিসিজি করের সুবিধা ডেট মিউচুয়াল ফান্ডে দেওয়া হবে না। অর্থাৎ মূল্যবৃদ্ধির জন্য ১০% কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করের আওতায় আসবে ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। স্বল্পমেয়াদি মূলধন সম্পদ মার্কেট লিংক ডিবেঞ্চারে বিনিয়োগ হবে। এর ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে।
(৮) জীবন বীমা প্রিমিয়াম যদি বার্ষিক ৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে তা করের অধীনে পড়বে।
(৯) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে বিনিয়োগের সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ লক্ষ টাকা।
(১০) ই-গোল্ডে কোনো ট্যাক্স নেই। ফিজিক্যাল গোল্ডকে যদি ই-গোল্ড রশিদে রূপান্তরিত করা হয়, তাহলে মূলধন লাভ করার জন্য কোনো কর দিতে হবে না।
৫/৫: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PAN Aadhaar Link: এই ১০ কাজ হবে না প্যান আধার কার্ড লিঙ্ক না থাকলে! সময় থাকতে জেনে নিন
👉 চাকরি পাচ্ছেন না? এবার টাকা আসবে সরাসরি অ্যাকাউন্টে! জানুন কিভাবে পাবেন
👉 ১২,৫৮৯ জন প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা হাইকোর্টকে জানাল SSC
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন
👉 Post Office Recruitment 2023