১লা এপ্রিল থেকে বদলে যাবে এই ১০ আর্থিক নিয়ম! টান পড়বে পকেটে, জেনে নিন সময় থাকতে

Financial Rules-

আর মাত্র কয়েকটা দিন হাতে রয়েছে। নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে ১ এপ্রিল থেকেবেশ কিছু আর্থিক নিয়মে মাসের প্রথম দিন থেকেই বড়ো বদল ঘটতে চলেছে।

নতুন অর্থবর্ষ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। মাসের প্রথম দিন থেকেই বেশ কিছু আর্থিক নিয়মে বড়ো পরিবর্তন ঘটতে চলেছে। সাধারণ মানুষের পকেটে যার সরাসরি প্রভাব পড়বে।

১) নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান-

PAN এবং Aadhaar লিংক করার জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে এই দুটি কার্ড লিংক না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে PAN। এটিকে আবার সক্রিয় করে আধার কার্ডের সাথে লিঙ্ক করার জন্য আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 DA দাবির মাঝেই বিরাট সুখবর! বড় এই ঘোষণা করল নবান্ন! সরকারি কর্মীদের মধ্যে খুশির জোয়ার

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Ration Card: রেশন কার্ড নিয়ে এই বড়ো সুখবর দিল কেন্দ্র! উপকৃত হবেন কোটি কোটি মানুষ

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বেকার বসে না থেকে এই ৩ ব্যবসা শুরু করতে পারেন, মোটা টাকা আয় হবে মাস গেলে!

২) দামি হবে অনেক কোম্পানির গাড়ি-

ভারত স্টেজ-২ বাস্তবায়িত করার জন্য খরচ বাড়তে চলেছে অটোমোবাইল কোম্পানিগুলোর। এর ফলে দাম বাড়তে চলেছে টাটা মোটরস, মারুতি সুজুকি, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ, টয়োটা এবং অডির মতো বহু সংস্থার গাড়ির। আগামী ১ এপ্রিল ২০২৩ থেকে নতুন রেট কার্যকর করা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত কোম্পানি। বিভিন্ন কোম্পানির গাড়ির দাম ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

৩) ৬ ডিজিটের হলমার্ক ছাড়া বিক্রি করা যাবে না সোনা-

দেশের সোনা বিক্রির নিয়মে আগামী ১ এপ্রিল ২০২৩ থেকে বড়ো পরিবর্তন ঘটতে চলেছে। গয়না বিক্রেতারা কেবলমাত্র ৬ সংখ্যার HUID নম্বর রেজিস্টার করা গয়নাই বিক্রি করতে পারবেন। এই নিয়ম কার্যকর হবে আগামী ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। উপভোক্তা বিভাগ গ্রাহকদের স্বার্থে ১৮ জানুয়ারি ২০২৩ তারিখ এই সিদ্ধান্ত নিয়েছে। HUID এর আগে ছিল ঐচ্ছিক। গ্রাহকরা পুরনো গয়না হলমার্ক চিহ্ন ছাড়াই বিক্রি করতে পারবেন।

৪) বেশি প্রিমিয়ামসহ বীমা পলিসিতে দিতে হবে কর-

৫ লক্ষ টাকার বেশি বার্ষিক প্রিমিয়াম পলিসি কিনতে চাইলে, এই খবরটি আপনাকে অবাক করে দিতে পারে। ২০২৩ সালের বাজেটে সরকার ঘোষণা করেছে যে, ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়ামসহ বীমা প্রকল্প থেকে আয়ের উপর কর দিতে হবে আগামী ১ এপ্রিল ২০২৩ থেকে। তবে ইউলিপ প্ল্যান এতে অন্তর্ভুক্ত করা হয়নি

৫) ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি আবশ্যক-

ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনি জমা দিতে হবে আগামী ১ এপ্রিল ২০২৩ তারিখের আগেএই কাজ সম্পন্ন না হলে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। SEBI-এর সার্কুলার অনুযায়ী, ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে নমিনিকে যুক্ত করা প্রয়োজন। তাই এই কাজ সম্পন্ন না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্ট

৬) মিউচুয়াল ফান্ডে নমিনি প্রয়োজনীয়-

সমস্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের তাদের নমিনের কাজ শেষ করতে হবে আগামী ৩১ মার্চের আগে। এমনটাই নির্দেশ দিয়েছে বাজার নিয়ন্ত্রক SEBIএই কাজ করতে ব্যর্থ হলে বিনিয়োগকারীদের পোর্টপোলিও ফ্রিজ করা হবে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকেবিস্তারিত বিবরণ জমা দেওয়ার পরই তা পুনরায় চালু করা হবে।

৭) দিব্যাঙ্গদের জন্য বাধ্যতামূলকভাবে UDID-

১ এপ্রিল থেকে দিব্যাঙ্গ অথবা বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন কার্ড অর্থাৎ UDID বাধ্যতামূলক করা হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, ইউডিআইডি না থাকলে ইউডিআইডি এনরোলমেন্ট নম্বর সম্পর্কে তথ্য দিতে হবে। তারপরই ১৭ টি সরকারি প্রকল্পের সুবিধা তিনি নিতে পারবেন।

৮) ব্যাংক বন্ধ থাকবে এতদিন-

এপ্রিল মাসে ছুটি থাকে ব্যাংকগুলোতে। সমগ্র দেশে বিভিন্ন উৎসব এবং বার্ষিকীর জন্য বিভিন্ন রাজ্যের মোট ১৫ দিনের জন্য ব্যাংকগুলি বন্ধ থাকবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, ঈদ-উল-ফিতরের মতো দিনের ছুটি।

৯) ৬% লেনদেন ফি বন্ধ করা হবে NSE-তে-

নগদ ইকুইটি ফিউচার অপশন সেগমেন্টে যেকোনো ধরনের লেনদেনের জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ NSE ৬% ফি চার্জ করেছিল। এটি প্রত্যাহার করা হবে আগামী ১ এপ্রিল থেকে। এই ফি ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছিল।

These 10 financial rules will change from April 1! It will be tight in the pocket

১০) পরিবর্তন হতে পারে এলপিজি ও সিএনজির দামে-

সরকারি তেল কোম্পানিগুলো গ্যাস এবং সিএনজির দাম পরিবর্তন করে প্রত্যেক মাসের প্রথম তারিখে। এবার বাণিজ্যিক এবং গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দামে সাধারণ মানুষ স্বস্তি পায় নাকি আবারও মধ্যবিত্তের মাথায় হাত পড়ে সেটাই দেখার অপেক্ষা।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Salary Hike: দেশে চাকরিজীবীদের এবার কতটা বেতন বাড়বে? কী বলছে সমীক্ষা? জেনে নিন

👉 এই আরও ৪টি প্রকল্প যুক্ত হলো দুয়ারে সরকার প্রকল্পে, কি কি সুবিধা পাবেন? জেনে নিন এখনই

👉 ১লা এপ্রিল থেকে স্কুল বন্ধ থাকবে, নোটিশ দিয়েই বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর!

👉 ১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI

👉 WB Bandhan Bank Recruitment 2023

Leave a Comment