এই আরও ৪টি প্রকল্প যুক্ত হলো দুয়ারে সরকার প্রকল্পে, কি কি সুবিধা পাবেন? জেনে নিন এখনই

১/১২: দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) এবার নতুন ৪ টি প্রকল্প

২/১২: এখন যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলেই সেই সমস্যার সমাধান করার জন্য আপনাকে সরকারের কোনো নির্দিষ্ট অফিসে আর যেতে হয় না। সরকারের দুয়ারে সরকার প্রকল্পের (Duare Sarkar Camp) মাধ্যমে আমাদের বাড়ির কাছেই অনেক কাজ হয়ে যায়।

৩/১২: সরকারি অফিসে যাওয়ার কথা মাথায় আসতেই আগেই সাধারণ মানুষ চিন্তায় পড়ে যেত। কারণ ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও সরকারি অফিসের অফিসার অথবা কর্মী সেই কাজের সমাধান যে করে দেবেন তার কোনো নিশ্চয়তা নেই।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉১লা এপ্রিল থেকে স্কুল বন্ধ থাকবে, নোটিশ দিয়েই বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা

৪/১২: তারা হয়তো পরের আরেকটি তারিখ দেবে, সেইদিন আবার আপনাকে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে। তাই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাধারণ মানুষের এই কষ্টের কথা মাথায় রেখেই দারুন পদক্ষেপ নিয়েছেন।

৫/১২: সরকারি পরিষেবাকে তিনি মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন। কাজের জন্য বাংলার মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না। বাংলার মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে সরকারি অফিস। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পের (Duare Sarkar) মাধ্যমে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন।

৬/১২: গোটা রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে পুনরায় ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। তারপর ১০ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সেই ক্যাম্পগুলি থেকে পাওয়া আবেদন কার্যকর করা হবে। অর্থাৎ ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে শিবিরের সম্পূর্ণ প্রক্রিয়া। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই দুয়ারে সরকার শিবির থেকে।

কি কি সুবিধা পাওয়া যাবে?

৭/১২: এই ক্যাম্পে কন্যাশ্রী (Kanyashree Prakalpa), শিক্ষাশ্রী (Shikshashree Prakalpa), খাদ্য সাথী (Khadya Sathi), স্বাস্থ্যসাথী (Swasthya Sathi), লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar Prakalpa), রূপশ্রী, জাতিগত শংসাপত্র, সরকারি বিভিন্ন স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডসহ (Students Credit Card) অনেক প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে।

৮/১২: সরকারের তরফে এবার দুয়ারে সরকার শিবির থেকে নতুন ৪টি প্রকল্পের পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে। এই নতুন ৪ টি প্রকল্প হলো মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন এবং স্পিংলার সেচের জন্য সরকারি আর্থিক সাহায্যের জন্য আবেদন। তাহলে চলুন নতুন এই ৪টি প্রকল্পের বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নতুন কি কি সুবিধা পাওয়া যাবে?

১) মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প (Medhasree Scholarship)-

৯/১২: এই প্রকল্পের মাধ্যমে OBC পড়ুয়াদের বার্ষিক ৮০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কয়েক মাস আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেধাত্রী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। ইতিমধ্যেই মেধাশ্রী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এছাড়াও এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন করা যাবে।

২) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Vobissot Credit Card)-

১০/১২: এই প্রকল্পের জন্য বাজেটে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করা হয়েছে রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্যছোট, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তৈরি করার জন্য উদ্যোগী ২ লক্ষ যুবক-যুবতীকে আর্থিক সহায়তা বাবদ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে লোন দেওয়া হবে। আর এই ধরনের শিল্প ইউনিট তৈরি হলে নতুন কর্মসংস্থানও হবে। রাজ্য সরকার হবে এই ঋণের গ্যারান্টারভর্তুকি দেওয়া হবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত।

৩) প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন (PH Certificate)-

১১/১২: দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে রাজ্যের যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি এই প্রকল্পের মাধ্যমে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

These 4 more projects are added to Duare Sarkar Camp Prakalpa, what benefits will you get

৪) স্পিংলার সেচের জন্য সরকারি আর্থিক সাহায্যের জন্য আবেদন (Spinkler Irrigation Project)-

১২/১২: জানানো হয়েছে যে, এই প্রকল্পের জন্য আর্থিক সাহায্য করা হবে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা। এই সুবিধা পাওয়ার জন্য ইতিমধ্যেই ৮৫ হাজার কৃষক আবেদন জানিয়েছেন

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Govt New Scheme: নগদ ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের এই নয়া প্রকল্পে আবেদন করলেই! বিস্তারিত জেনে নিন

👉 সুবর্ণ সুযোগ! মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার এই স্কিম আনল LIC! জানুন বিস্তারিত

👉 ৭৫ হাজার টাকা দেবে সরকার মেয়ের জন্ম হলেই! কিভাবে পাবে টাকা? জেনে নিন

👉 ৫০০০ টাকা করে রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতীদের দিচ্ছে সরকার এই প্রকল্পের মাধ্যমে! এর লাভ উঠিয়ে নিন বিস্তারিত জেনে

👉সরাসরি লিখিত পরীক্ষা ছাড়াই IRCTC-তে কর্মী নিয়োগ চলছে! জেনে নিন বিস্তারিত, কলকাতাতেও পোস্টিং রয়েছে।

Leave a Comment