PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখনই

PAN Aadhaar Link করা কি সকলের ক্ষেত্রে বাধ্যতামূলক? কাদের ক্ষেত্রে এটি না করলেও চলবে?

(১/৯) সম্প্রতি পঞ্চম দফায় প্যান (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে। এই সময় ৩০ জুন পর্যন্ত ধার্য করা হয়েছে। তবে এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে প্যান আধার লিংক করা কি সকলের ক্ষেত্রে বাধ্যতামূলক? কাদের ক্ষেত্রে এটি না করলেও চলবে? চলুন জেনে নেওয়া যাক।

(২/৯) ১৯৬১ সালের আয়কর আইন একটি নির্দেশিকা জারি করেছিল। সেই আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী, ১ জুলাই, ২০১৭ সালের পর থেকে যাঁরা আধার কার্ড পাওয়ার জন্য যোগ্য, তাঁরা যদি PAN-এর জন্য আবেদন করতে চাই সেক্ষেত্রে আয় কর রিটার্ন দেওয়ার সময় তাদের আধার কার্ড নম্বর উল্লেখ করতেই হবে।

(৩/৯) প্যান কার্ড (PAN Card) বহুবিধ কাজের জন্য প্রয়োজন হয় আর্থিক লেনদেন থেকে শুরু করে ভিসা, সরকারি ট্যাক্স ইত্যাদি সমস্ত ক্ষেত্রে এটি কাজে লাগে। আবার কোনও ব্যক্তি বা সংস্থার করযোগ্য আয় থাকলেই সেক্ষেত্রে PAN কার্ডের প্রয়োজন হয়।

🔥আরও পড়ুন:

👉 মানিব্যাগে এই নোট থাকলে এখনই হয়ে যাবেন লাখপতি! জানুন কি ভাবে?

🔥আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

🔥আরও পড়ুন:

👉 Aadhaar Card: ১৪ই জুনের মধ্যে আধার কার্ডের এই কাজ করে ফেলুন! নইলে বড়সড় সমস্যায় পতে হবে

(৪/৯) তবে এমনও কিছু লেনদেন রয়েছে যাদের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয় না। কম বয়সী স্কুলের ছাত্র-ছাত্রী যাদের বয়স ১৮ পূর্ণ হয়নি তাদের প্যান কার্ড না থাকায় এক্ষেত্রে তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর প্রয়োজন নেই। আবার সাধারণ গৃহবধূ যাদের প্যান কার্ড নেই তাদের ক্ষেত্রে প্যান আধার লিংক করানোরও কোনো প্রয়োজন নেই।

(৫/৯) তবে ১৮ বছরের উর্ধ্বে যে সমস্ত ব্যক্তির প্যান কার্ড রয়েছে তাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার থাকুক, বা না থাকুক সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক।

(৬/৯) যদিও সেই ব্যক্তির কোনও প্রকার আয়ের উৎস থাক, বা না-থাক। ফলে সে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও ৩১ মার্চ, ২০২৩ তারিখের পর PAN-এর সঙ্গে সংযুক্ত আধার নম্বর লাগবে। এবং এটি বাধ্যতামূলক।

(৭/৯) যদি কোন ব্যক্তির কাছে প্যান কার্ড থেকে থাকে এবং সে প্যান আধার লিঙ্ক না করে থাকে, তবে সেক্ষেত্রে তার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং এই নির্দিষ্ট সময়সীমার পর প্যান আধার লিঙ্ক করতে গেলে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।

They do not have to do PAN Aadhaar Link! Who is getting rid

(৮/৯) তবে এক্ষেত্রে কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। যেমন—

• যে সমস্ত ব্যক্তি ভারতের নাগরিক নয় তাদের লিংক করতে হবে না।

• ২০২২-২৩ অর্থবর্ষে যেসব নাগরিকের বয়স ৮০ বছর বা তারও বেশি।

• যারা জম্মু ও কাশ্মীর, আসাম এবং মেঘালয়ের বাসিন্দা।

• আনাবাসী ভারতীয় করদাতা এই চার শ্রেণির মানুষের ক্ষেত্রে PAN-আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক নয়।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 DA News: দারুন খবর! এবারে ২ লাখ টাকা এক ধাক্কায় আসবে কর্মীদের অ্যাকাউন্টে, বিস্তারিত জানুন

👉 Axis Bank Recruitment 2023

👉 নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! টেট-উত্তীর্ণ শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব CBI-এর

👉 WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন

👉 Dhirubhai Ambani Scholarship 2023

Leave a Comment