Awas Yojana Status: আবাস যোজনার স্ট্যাটাসে আনা হলো বিরাট এই পরিবর্তন! আপনি অনুদানের টাকা পাবেন তো? জেনে নিন

১/৯: কেন্দ্রীয় সরকার (Government of India) দেশের গৃহহীন মানুষকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। এই যোজনা নিয়ে দেশের নাগরিকদের মধ্যে প্রশ্নের অন্ত নেই। এবার আবাস যোজনা এমন একটি আপডেট প্রকাশ্যে এসেছে, যার জন্য পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে।

২/৯: বিভিন্ন রিপোর্টে তথ্য প্রকাশ পেয়েছে তা অনুযায়ী জানা গেছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে যারা নিজেদের নাম আগেই নথিভুক্ত করেছিলেন, আবেদনের স্ট্যাটাসে (PM Awas Yojana Status) হঠাৎ করেই তাদের বিশেষ পরিবর্তন করা হয়েছে। যার জন্য আবেদনকারীরা কার্যত চিন্তায় পড়ে গেছেন যে, আবাস যোজনার অধীনে পরবর্তীতে বাড়ি তৈরিতে অনুমোদন এবং অনুদান তারা আদেও পাবেন কিনা। এই নিয়েই রাজ্যের সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে জল্পনার।

৩/৯: সূত্রের দাবি, যে সমস্ত আবেদনকারীর অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড ছিল, সেই সমস্ত আবেদনকারীদের স্ট্যাটাস ইতিমধ্যেই পরিবর্তন করে করা হয়েছে Pending with PFMS

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 হু হু করে কমবে মুরগির দাম! নামবে ১০০ টাকারও নীচে! এই কারণে নেওয়া হচ্ছে বড় সিদ্ধান্ত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 RBI Rules! এই ৫ টি ব্যাংকে একাউন্ট থাকলে আর টাকা তুলতে পারবেন না গ্রাহকেরা, টাকা পয়সা সব জলে!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বাতিল হয়ে যাবে PAN Card! ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ

৪/৯: অপরদিকে, এই সমস্ত ব্যক্তিদের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Beneficiary Details চেক করলেই Account Status-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, Frozen by not send to PFMS লেখা রয়েছে। আর এটিই চিন্তায় পড়েছেন এই সমস্ত আবেদনকারীরা।

৫/৯: তবে আপনাকে জানিয়ে রাখি যে, এটি নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আবেদন করার সময় আপনি যে আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জমা দিয়েছিলেন, সেগুলি ভেরিফিকেশনের সময় সেই আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের যদি লিংক না থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের স্ট্যাটাস পরিবর্তন করে করে দেওয়া হচ্ছে Frozen by not send to PFMS

৬/৯: আপনার আধার নম্বরের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, পরবর্তীকালে সেটির ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হলেই আপনার স্ট্যাটাস (Awas Yojana Status) পুনরায় ভেরিফাইড করে দেওয়া হবে।

৭/৯: কিন্তু যদি কোনোভাবে ভেরিফিকেশনের সময় ব্যাংক অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় অথবা অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি রিজেক্ট দেখায়, তাহলে কিন্তু চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। সেইক্ষেত্রে আপনাকেই এই সমস্যার সমাধান করতে হবে।

This big change has been brought to the Pradhan Mantri Awas Yojana Status

৮/৯: আধার আপডেটের প্রক্রিয়াটি বর্তমানে গ্রাম পঞ্চায়েত সম্পন্ন করছে। যার জন্য স্ট্যাটাসের ক্ষেত্রে লেখা রয়েছে Pending with PFMS। যদি সমস্ত তথ্য ঠিক থাকে, তাহলে এই প্রকল্পের অধীনে আপনি খুব শীঘ্রই অনুদান পাবেন।

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Health Recruitment 2023 Apply Online, Official Notice Pdf Download 

👉 সরাসরি SBI-তে প্রচুর বেতনে নিয়োগ চলছে! দেরি না করে এখনই আবেদন করে ফেলুন!

👉 Post Office Recruitment 2023 Apply Online

👉 Free আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Reliance Jio! এই ট্রিক এখনই কাজে লাগান

👉 মাসে মাসে লাখ টাকা ইনকাম করুন এই ব্যবসা করে! মিলবে সরকারি সাহায্য, অল্প পুঁজিতেই শুরু করুন এই ব্যবসা

Leave a Comment