১/৯: বর্তমানে ভারতীয় নাগরিকের কাছে পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি নথি হলো আধার কার্ড (Aadhaar Card)। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কাজে অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবন, প্রায় সব জায়গায় এই নথি ব্যবহৃত হয়। বিশেষত এই নথি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেও কাজে লাগে।
২/৯: আধার কার্ডে ঠিকানা আপডেট করার একটি নতুন উপায় চালু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India, UIDAI)।
৩/৯: যদি কোনো ব্যক্তি তার আধার কার্ডে ঠিকানা আপডেট করতে চান তাহলে তিনি পরিবারের প্রধানের (Head of Family, HoF) মাধ্যমে আধার কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন। যদি কোনো বাসিন্দার আত্মীয়দের কাছে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র না থাকে, তাহলেও HoF-এর সাহায্যে তিনি তাঁদের অনলাইনে আধারের ঠিকানা আপডেট করতে পারবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Voter List: নতুন ভোটার তালিকায় আপনার নাম বাদ যায়নি তো ? কীভাবে দেখবেন? জানুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Budget 2023: প্যান কার্ড নিয়ে বাজেটে বড় সিদ্ধান্ত! এঁরা পাবেন সুবিধা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৩ মাসের রিচার্জ বিনামূল্যে দিচ্ছে এই সংস্থা Jio-কে টেক্কা দিতে! এভাবে তুলে নিন ফায়দা!
৪/৯: UIDAI এই বিষয়ে জানিয়েছে যে, নিজের শহর ছেড়ে যে সমস্ত মানুষ অন্য জায়গায় থাকছেন, এই সুবিধা পেয়ে বিশেষত তারা উপকৃত হবেন। UIDAI দ্বারা নির্ধারিত যেকোনো একটি বৈধ ঠিকানার শংসাপত্র দেখিয়ে এই ঠিকানা পরিবর্তন করা যাবে। এমনকি, কোনো ব্যক্তির বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হলেই তিনি সহজেই HoF হয়ে তার ঠিকানা বাকি সদস্যদের সাথে শেয়ার করতে পারবেন।
বিষয় তালিকা
যে নথিপত্রগুলির প্রয়োজন-
৫/৯: ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে মার্কশিট, বিবাহের শংসাপত্র, পাসপোর্ট অথবা রেশন কার্ডের মতো নথির প্রয়োজন হবে। কিন্তু, আপনাকে এমন কোনো নথি দেখাতে হবে যেখানে আবেদনকারীদের সাথে HoF-এর সম্পর্কের বিষয়টি উল্লেখ করা থাকবে। এই বিষয়টি যাচাই করা হবে OTP-এর মাধ্যমে। UIDAI আরও জানিয়েছে যে, আবেদনকারীদের সাথে HoF-এর যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তারা সেলফ ডিক্লারেশন জমা দিতে পারবেন।
ঠিকানা বদল করতে হবে এইভাবে-
৬/৯: আধার কার্ডে ঠিকানা আপডেট করার জন্য আপনাকে প্রথমে মাই আধার পোর্টালে গিয়ে পরিবারের প্রধানের অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর সেখানে HoF-এর আধার নম্বর দিতে হবে। আধার নম্বরের যাচাইকরণের প্রক্রিয়া সমাপ্ত হলে HoF-এর সহিত আবেদনকারীর পরিবারের প্রধানের সম্পর্কের নথি জমা দিতে হবে। এরজন্য আপনাকে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
৭/৯: কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে HoF যদি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট না করেন অথবা প্রক্রিয়া চলাকালীন বিষয়টি প্রত্যাখ্যাত হয়, তাহলে সেইক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন না।
৮/৯: এরপর আপনাকে পরের ধাপে সেই ব্যক্তিকে একটি Service Request Number দেওয়া হবে। ঠিকানা বদল করার জন্য HoF-কে একটি এসএমএস পাঠানো হবে। তাকে বিজ্ঞপ্তিটি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে ‘মাই আধার’ পোর্টালে লগ ইন করে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু যদি HoF ঠিকানা না দিয়ে চান কিংবা Service Request Number তৈরি হওয়ার ৩০ দিনের মধ্যে রিকোয়েস্টে সম্মতি না জানান তাহলে এই প্রক্রিয়াটি তখনই বন্ধ হয়ে যাবে।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 একাদশ-দ্বাদশে কমপক্ষে ৯০৭ জনের ওএমআর শিটে জালিয়াতি! সিবিআইয়ের স্ক্যানার ২১টি স্কুল
👉 Income Tax Department Recruitment 2023
👉 ৫০% পর্যন্ত বিদ্যুতের বিল কম আসবে শীত কালে এই ছোট্ট টিপস ফলো করলে! জেনে নিন টিপসগুলি
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় এবার কি ভাবে কতগুলি বাড়ি পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত