১/৭: দেশের করদাতাদের (Incom Tax payers) জন্য নতুন বছরের শুরুতেই রয়েছে দারুন খবর! আপনিও যদি আয়কর দিয়ে থাকেন তাহলে এখন থেকে আপনাকে কর (Incom Tax) দিতে হবে মাত্র ৫%। নতুন বছরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) দেশের মানুষকে বড়ো উপহার দিয়েছেন।
২/৭: সমগ্র দেশে জোরকদমে চলছে বাজেটের প্রস্তুতি। এই আবহে মধ্যবিত্ত থেকে শুরু করে চাকুরিজীবী প্রায় প্রত্যেকেই প্রত্যাশা করছেন বড়ো ধরণের কর ছাড়ের।
বিষয় তালিকা
যেকোনো সিস্টেমেই সুবিধা পাওয়া যাবে-
৩/৭: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে বলেন যে, অনেককেই এখন থেকে মাত্র ৫% কর দিতে হবে। এমনকি আপনি যদি নিউ ট্যাক্স রিজিম গ্রহণ করে থাকেন অথবা ওল্ড ট্যাক্স সিস্টেমের মধ্যে থেকে থাকেন, তাহলেও আপনাকে এখন থেকে আর বড়ো কর দিতে হবে না।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 D El Ed Part 2 Result: পরীক্ষার ফলাফল প্রকাশিত, এবার এত জন পরীক্ষার্থী অসফল হয়েছেন! বিস্তারিত দেখুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন? এই ভাবে দেখে নিন তা অনুমোদন হয়েছে কী না ঘরে বসেই!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Happy New Year 2023: নতুন বছরে উৎসবে আনন্দের আগে জেনে নিন নিয়ম! নইলে সমস্যায় পড়তে হবে!
৫% ট্যাক্স কারা দেবেন-
৪/৭: এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে, যে সমস্ত ব্যক্তি ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে আয় করেন সেই সমস্ত ব্যক্তিদের এখন থেকে মাত্র ৫% হারে কর দিতে হবে। তাঁদেরকে আর এর থেকে বেশি ট্যাক্স দিতে না। অপরদিকে, যে সমস্ত ব্যক্তি ২.৫ লক্ষ টাকার কম আয় করেন তাঁদেরকে ১ টাকাও কর দিতে হবে না।
ট্যাক্স ফ্রি ইনকামের স্ল্যাব বাড়তে পারে-
৫/৭: সরকার এবারের বাজেটে ট্যাক্স ফ্রি ইনকামের পরিধি বাড়াতে পারে। বর্তমানে, মাত্র ২.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রায় কয়েক লক্ষ মানুষ কর ছাড়ের সুবিধা পান। সেইক্ষেত্রে এই সীমা বাড়ানো যেতে পারে ৩ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। সরকার দেশের প্রায় কয়েক কোটি করদাতাকে বড়ো সুবিধা দিতে পারে।
২০১৪ সালে সর্বশেষ পরিবর্তন হয়েছিল-
৬/৭: সরকার শেষ বার ট্যাক্স লিমিট বৃদ্ধি করেছিল ২০১৪ সালে। এর পূর্বে এই সীমা ছিলো ২ লক্ষ টাকা। এরপর সেটা করা হয় বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা। অপরদিকে, সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ বিনিয়োগের জন্য বেশি টাকার সুবিধা পায়।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Forest Survey Of India Recruitment 2023
👉 Jio Happy New Year 2023 Plans: নতুন বছরের জন্য এই ২ টি ধামাকা অফার আনল রিলায়েন্স জিও!
👉 WB Primary TET: অবশেষে প্রাইমারী টেট নিয়ে এই বড় সিদ্ধান্ত নিলো পর্ষদ! কি সিদ্ধান্ত? জানুন