বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

(১/৯) সরকারি কর্মচারীদের জন্য আবার খুশির খবর দিলেন। তাই আপনিও যদি একজন সরকারি কর্মচারী হন তাহলে এখনই জেনে নিন কি সেই খবর। কর্মচারীদের জন্য সরকার নতুন করে ছুটির তালিকা তৈরি করেছেন। যাতে ছুটির পরিমাণ পূর্বের তালিকার থেকেও বেশি রয়েছে।

(২/৯) কেন্দ্র সরকারের অধিনস্ত কর্মচারীরা এখন অঙ্গ দান করার পরে ৪২ দিনের বিশেষ নৈমিত্তিক ছুটি পাবে। যদি কোনও কর্মচারী নিজের শরীরের কোনও অংশ দান করেন, তবে এটি একটি বড় অস্ত্রোপচার এবং এর জন্য হাসপাতালে ভর্তির পাশাপাশি সুস্থ হতেও অনেক সময় লাগে, ডিওপিটি দ্বারা জারি করা অফিসিয়াল মেমোরেন্ডামে এমনটাই বলা হয়েছে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(৩/৯) কোন মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে অথবা কেন্দ্রীয় কর্মচারী দের অঙ্গ দান প্রচারের উদ্দেশ্যে যে কোন কর্মচারীকে সরকারি ভাবে ৪২ দিনের ছুটি দেওয়া হবে। নতুন ছুটি নিয়ে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে যেটি ২৫ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে।

🔥আরও পড়ুন:

👉 মানিব্যাগে এই নোট থাকলে এখনই হয়ে যাবেন লাখপতি! জানুন কি ভাবে?

🔥আরও পড়ুন:

👉 Madhyamik 2023 Resultমাধ্যমিকের রেজাল্ট নিয়ে এই বড় আপডেট দিলো পর্ষদ! জেনে নিন এখনই

🔥আরও পড়ুন:

👉 বিনামূল্যে জমি দেবে সরকার রাজ্যের বাসিন্দা হলেই! এভাবে করতে হবে আবেদন

(৪/৯) ক্যালেন্ডার এ বছরের নৈমিত্তিক ছুটি হিসেবে ঘোষণা করা হয় ৩০ দিন। সেখানে সরকারী ভাবে ৪২ দিনের ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হল।

(৫/৯) তবে সরকারি ভাবে জারি করা এই নিয়মটি সমস্ত কর্মচারীদের উদ্দেশ্যে প্রযোজ্য হবে না। যে সমস্ত কর্মচারীরা সিসিএস নিয়মের অধীনে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না। DoPT দ্বারা জারি করা স্মারকলিপিতে এমনটাই বলা হয়েছে।

(৬/৯) এর সঙ্গে সঙ্গে রেলের কর্মচারী, অল ইন্ডিয়া সার্ভিসের কর্মচারীদের জন্যও এই নিয়মটি নয়। নির্বাচিত কর্মীদের উপরেই এই নিয়মটি কার্যকর করা হচ্ছে।

(৭/৯) সরকারের জারি করা এই বিজ্ঞাপনে বলা হয়েছে, দাতার অঙ্গ অপসারণের ক্ষেত্রে অস্ত্রোপচারের জন্য ছুটির সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ৪২ দিন।

This time you will get 42 days off together! The government of India has issued new rules for this holiday

(৮/৯) অস্ত্র প্রচারের জন্য হাসপাতালে ভর্তির এক সপ্তাহ আগে থেকে এ ছুটির জন্য আবেদন করা যেতে পারে। তবে সরকার কর্তৃক ছুটি চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে কিছুটা পরিবর্তিত হতে পারে।

(/৯) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 DA News: দারুন খবর! এবারে ২ লাখ টাকা এক ধাক্কায় আসবে কর্মীদের অ্যাকাউন্টে, বিস্তারিত জানুন

👉 Axis Bank Recruitment 2023

👉 নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! টেট-উত্তীর্ণ শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব CBI-এর

👉 WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন

👉 Dhirubhai Ambani Scholarship 2023

Leave a Comment