১/১২: নবান্ন (Nabanna) রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস বুক নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। Service Book হলো একজন সরকারি কর্মীর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি নথি। একজন সরকারি কর্মীর জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, চাকরিতে যোগদানের তারিখ, অবসর গ্রহণের তারিখসহ সমস্ত কিছুই এই বইতে উল্লেখ করা থাকে। সংশ্লিষ্ট সরকারি কর্মী চাকরি চলাকালীন যাবতীয় রেকর্ড রাখা থাকে এই Service Book-এর ওপর নির্ভর করে।
সকলের ই-সার্ভিস বুক বাধ্যতামূলক-
২/১২: রাজ্য অর্থ দপ্তর ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে, রাজ্য সরকারের যেকোনো কর্মী যে বিভাগে কর্মরত, সংশ্লিষ্ট কর্মীর ম্যানুয়াল সার্ভিস বুক সেই দপ্তরের প্রধান আধিকারিক ডিজিটাল ই-সার্ভিস বুকে (Government Employee Service Book Digitization) রূপান্তরিত করতে পারবেন। HRMS পোর্টালের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।
৩/১২: একজন সরকারি কর্মীর পরিচিতি হচ্ছে তার সার্ভিস বুক। দেওয়ার সময় থেকেই সংশ্লিষ্টকর্মী যে দপ্তরে যখন যখন চাকরি করেন, সেখানেই রাখা থাকে সার্ভিস বুক। এই বইতে সরকারি কর্মী সমস্ত তথ্য রেকর্ড করা থাকে। চাকরি চলাকালীন অবস্থায়, এমনকি অবসর গ্রহণ করার পরও নিয়মিত পেনশনসহ অন্যান্য আর্থিক সমস্ত প্রাপ্য সরকারি কর্মীরা ওই সার্ভিস বুকের যাবতীয় তথ্যের ওপর ভিত্তি করেই পেয়ে থাকেন। অর্থাৎ একজন সরকারি কর্মীর অবসর গ্রহণ করার পরও পেনশনসহ সমস্ত ধরনের টাকা-পয়সা পাওয়ার ক্ষেত্রে সার্ভিস বুক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে UPSC, কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এবার ২০০ টাকা ভর্তুকি মিলবে LPG গ্যাসে! কেন্দ্রের ঘোষণায় গোটা দেশে খুশির হাওয়া
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি
৪/১২: সরকারি কর্মীর সার্ভিস বুকে তার নিজের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি চাকরি চলাকালীন কার্যক্ষেত্রের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করা থাকে। এই নথিতে চাকরিতে যোগদানের তারিখ, অবসর গ্রহণের তারিখ, বেতন কাঠামো, পদোন্নতি, সংশ্লিষ্ট কর্মীর সাসপেনশন কখনো হয়েছে কিনা, অন্য কোনো কারণবশত সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে সরকারের তরফে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই ধরনের সমস্ত কিছু রেকর্ড করা থাকে।
৫/১২: এতদিন সরকারি কর্মীদের চাকরি যাবতীয় তথ্য ম্যানুয়াল সার্ভিস বুকে (Manual Service Book) রেখে দেওয়া হতো। তবে রাজ্য সরকার এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত সরকারি কর্মীদের ম্যানুয়াল বুকে রূপান্তরিত করা হবে ডিজিটাল ই-বুকে (Service Book Digitization)। এর ফলে এই Service Book হারিয়ে যাওয়ার অথবা তথ্য নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না।
৬/১২: এতে সংশ্লিষ্ট সরকারি কর্মীর সমস্ত তথ্য ডিজিটাল প্রযুক্তিতে মুহূর্তের মধ্যেই জেনে নেওয়া সম্ভব হবে। ম্যানুয়াল সার্ভিস বুককে ডিজিটাল ই-বুকে (E-Service Book) রূপান্তরিত করার জন্য তৈরি করা হয়েছে একটি ওয়ার্ক ফ্লো চেন। সমস্ত সরকারি কর্মী ম্যানুয়াল সার্ভিস বুক এই E-Service Book-এ রূপান্তরিত করা হবে।
৭/১২: বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে DA মেটানোর দাবিতে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে কখনো তারা পেন ডাউন, কখনো কর্মবিরতি, কখনো ধর্মঘট, কখনো ডিজিটাল স্ট্রাইক এর মত কর্মসূচি ঘোষণা করে রাজ্য সরকারের সাথে অসহযোগিতা করছেন।
৮/১২: রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে একদিনের যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সমস্ত সরকারি কর্মীরা সেই দিন নিজের দপ্তরে উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে শোকজ করার পাশাপাশি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
৯/১২: যাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাদের রেকর্ড সার্ভিস বুকে থাকবে। অবসর গ্রহণ করার পর পেনশনসহ যাবতীয় টাকা-পয়সা পাওয়ার ক্ষেত্রে সরকার সেই তথ্যের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বিষয়ে এক সরকারি কর্মী বলেছেন যে, ম্যানুয়াল সার্ভিস বুক ডিজিটাল ই-সার্ভিস বুকে যদি রূপান্তরিত হয়, তাহলে সরকারি কর্মীসহ প্রশাসনেরও যথেষ্ট সুবিধা হবে। এটি সার্ভিস বুক নষ্ট হয়ে যাওয়ার কিংবা হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না।
১০/১২: তাই সরকার এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরকারি কর্মীদের তথ্য সংরক্ষণ করতে চাইছে। কোনো সরকারি কর্মীর চাকরি চলাকালীন রেকর্ড যাতে হারিয়ে না যায় কিংবা নষ্ট না হয় সেই কারণেই এই পদক্ষেপ। তার কারণ অবসর নেওয়ার পরও এই সার্ভিস বুক একজন সরকারি কর্মীর ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
১১/১২: E-Service Book যাদের হয়ে যাবে, তাদের সমস্ত ডিটেইলস এক ক্লিকেই জানা যাবে। পেমেন্টের ক্ষেত্রেও এক ক্লিকেই কাজ হয়ে যাবে। এরিয়ার বছরের পর বছর আর আটকে থাকবে না। অপরদিকে, ম্যানুয়াল থাকলে বেতন পেনশন পাওয়ার ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হবে। ফলে ম্যানুয়াল সার্ভিস বুক এবার ডিজিটাল ই-সার্ভিস বুকে রূপান্তরিত হতে চলেছে।
১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Salary Hike: বেতন বৃদ্ধি নিয়ে এই বিরাট ঘোষণা রাজ্য সরকারের! কত টাকা বেশি পাবেন? জেনে নিন
👉 ১লা এপ্রিল থেকে বদলে যাবে এই ১০ আর্থিক নিয়ম! টান পড়বে পকেটে, জেনে নিন সময় থাকতে
👉 Ration Card: রেশন কার্ড নিয়ে এই বড়ো সুখবর দিল কেন্দ্র! উপকৃত হবেন কোটি কোটি মানুষ
👉 DA দাবির মাঝেই বিরাট সুখবর! বড় এই ঘোষণা করল নবান্ন! সরকারি কর্মীদের মধ্যে খুশির জোয়ার