(১/৮) ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় গরমের আমেজ পড়তে শুরু করেছে। তাপমাত্রা প্রায় ৪০ ছুঁই ছুঁই। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আর কিছুদিন পরেই গরমের ছুটি দেওয়া হবে। এই অবস্থায় ছুটির মধ্যে পড়ুয়াদের কি কি কাজ করতে হবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর (West Bengal Education Department)।
(২/৮) প্রতিটি শ্রেণীর জন্য আলাদা করে ছুটির কাজ নির্ধারণ করে দিলেন স্কুল শিক্ষা পর্ষদ। এক্ষেত্রে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য থাকবে আলাদা কাজ। পড়ুয়াদের যেন প্রকৃতির সঙ্গে নিবিড় সম্মন্ধ তৈরি হয়, এরূপ ভেবেই এরকম সিদ্ধান্ত।
(৩/৮) গরমের ছুটির পূর্বে তাদের কাজগুলি দেওয়া হবে এবং গরমে ছুটি শেষ হবার পর যখন স্কুল গুলি শুরু হবে তখন প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজের নিজের কাজগুলি শিক্ষককে দেখাতে হবে।
🔥 আরও পড়ুন:
৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
🔥 আরও পড়ুন:
WB DA Update: সুখবর! রাজ্যের ডিএ নিয়ে এলো এই বিরাট আপডেট! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন:
ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
(৪/৮) এই কাজের মাধ্যমে শিক্ষকরা বুঝতে পারবেন প্রতিটি শিক্ষার্থীর অবস্থান। তারা কতটা কি কাজ করেছে। এবং এর মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং থাকবে নম্বরও।
(৫/৮) পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের জন্য প্রকৃতি পর্যবেক্ষণ নিয়ে কিছু গবেষণা করতে হবে। এরপরে সে গবেষণায় প্রাপ্ত তথ্য রিপোর্ট আকারে লিখে শিক্ষককে জমা করতে হবে। এ কাজটি করার জন্য তাদের পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।
(৬/৮) আবার সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য কোন বিজ্ঞান কেন্দ্র বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রতে গিয়ে সেখানে পর্যবেক্ষণ করতে হবে। এ প্রশিক্ষণ কেন্দ্রের দূরত্ব হবে স্কুল থেকে তিন কিলোমিটারের মধ্যে সেখান থেকে প্রাপ্ত তথ্য তারা লিখে রাখবে রিপোর্ট আকারে। এবং পরবর্তীতে স্কুল খুললে সেটি শিক্ষককে দেখাবে।
(৭/৮) দশম শ্রেণীর পড়ুয়াদের যে কাজে নির্দেশ দেওয়া হয়েছে তা হলো কোন হাসপাতাল ব্যাংক গ্রন্থাগার কলেজ কিংবা কোন হস্তশিল্প কেন্দ্রে গিয়ে প্রায় এক সপ্তাহ ধরে সেই কাজের গতিপ্রকৃতি ধরন ইত্যাদি পর্যবেক্ষণ করতে হবে। এবং গবেষণায় প্রাপ্ত তথ্য রিপোর্ট আকারে লিখে শিক্ষককে জমা করতে হবে।
(৮/৮) অন্যান্য শ্রেণীর মত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়াদের কেউ গবেষণালব্ধ কোন কাজই দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে কোন কেন্দ্রে গিয়ে সেখানকার প্রশিক্ষণ নিতে হবে এবং তার উপর প্রাপ্ত তথ্যের মাধ্যমে একটি রিপোর্ট বানাতে হবে। এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে শিক্ষা দপ্তরের পাশাপাশি জেলা ব্লক ডেভেলপমেন্ট অফিসারও নজর রাখবেন এবং প্রয়োজনে তাদের সাহায্যও করবেন।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 এবার ৯০,০০০ টাকা প্রতি মাসে বাড়িতে বসেই রোজগার করুন SBI-এর সাহায্যে! কি ভাবে? জেনে নিন
👉 SIM Card আপনাকে জেলের ভাত খাওয়াতে পারে! এসব ভুল ভুলেও করবেন না!
👉 PAN Aadhaar Link করতে এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে? জেনে নিন