WB Primary TET 2023: এই বছরেই প্রাইমারী টেট হবে! কোন মাসে পরীক্ষা? জেনে নিন এখনই

১/৭: দীর্ঘ প্রায় ৮ বছর পর গত বছর অর্থাৎ ২০২২ সালের ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষার ফলাফলও শীঘ্রই প্রকাশ করা হয়। গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

২/৭: প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালেও নতুন করে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হবে। পর্ষদ সভাপতি আরও বলেছিলেন যে, প্রাথমিক টেট পরীক্ষা (Primary TET) এবার থেকে প্রত্যেক বছরই অনুষ্ঠিত হবে।

বিষয় তালিকা:

WB Primary TET 2023

৩/৭: ২০১৪ এবং ২০১৭ সালে যে সমস্ত প্রার্থীরা টেট পরীক্ষায় (Primary TET Exam) উত্তীর্ণ হয়েছিলেন, বর্তমানে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে২০২২ সালে টেট পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ। এর মধ্যে ১ লক্ষ ৫০ হাজারেরও অধিক প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। বর্তমানে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই ২০২২ সালের উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

🔥 আরও পড়ুন:

👉 Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নবান্নের! না জানলে আর টাকা পাবেন না!

🔥 আরও পড়ুন:

👉 এবার স্কুলে গরমের ছুটিতে বাড়িতে বসে করতে হবে এই কাজ! ছাত্র-শিক্ষকদের নির্দেশ দিল শিক্ষা দপ্তর।

🔥 আরও পড়ুন:

👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?

৪/৭: সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে যে, পুজোর আগেই সম্ভবত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত প্রাইমারি টেট ২০২৩ (Primary TET 2023) নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেনি।

৫/৭: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল গত ১০ ফেব্রুয়ারি ২০২২ সালের প্রাইমারি টেট পরীক্ষার ফল প্রকাশ করার সময় বলেন যে, এবার থেকে বছরে ২ বার করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা যথাযথ নিয়ম-বিধি মেনে নেওয়া হবে। তবে সেইক্ষেত্রে শিক্ষা দপ্তরের অনুমোদন আবশ্যক

This year will be WB Primary TET 2023 exam! What month will the exam be

৬/৭: সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যে, হাজারেরও বেশি শূন্যপদ পুরন করার জন্য নতুন বিজ্ঞপ্তি পুজোর আগেই জারি হতে পারে। সেই ক্ষেত্রে ২০২৩ সালের ডিসেম্বর মাসেই এই টেট পরীক্ষা হতে পারে।

৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন:

👉 WB DA Update: সুখবর! রাজ্যের ডিএ নিয়ে এলো এই বিরাট আপডেট! জানুন বিস্তারিত

👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন

👉 WB Clerk Assistant Teacher Recruitment 2023

👉 Aadhaar link: এইসব প্রকল্পে আধার লিঙ্ক না করা থাকলে আর চলবে না! সতর্ক করে দিল নবান্ন

👉 Big News: এবার Aadhaar Card তৈরিতে থাকবে হবে এই যোগ্যতা! জেনে নিন এখনই

Leave a Comment