Karma sathi Prakalpa: বেকারদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার কর্মসাথী প্রকল্পের মাধ্যমে! কি ভাবে আবেদন করবেন? জানুন

through karmasathi prakalpa the west bengal government is giving 2 lakh rupees to the unemployed apply now

Karmasathi Prakalpa For Unemployed Youth-

রাজ্য বেকারদের নিজের পায়ে দাঁড় করতে বরাবরই উদ্যোগী সরকার। সেই কারণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের নাম হলো- ‘কর্মসাথী প্রকল্প’ (Karmasathi Prakalpa)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মহীন যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। যারা চাকরি পাননি অথবা যাদের চাকরি হয়নি এই প্রকল্প কেবমাত্র তাদেরই জন্য।

রাজ্য বেকারদের নিজের পায়ে দাঁড় করতে বরাবরই উদ্যোগী সরকার। সেই কারণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের নাম হলো- ‘কর্মসাথী প্রকল্প’ (Karmasathi Scheme)

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মহীন যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। যারা চাকরি পাননি অথবা যাদের চাকরি হয়নি এই প্রকল্প কেবমাত্র তাদেরই জন্য। রাজ্যের প্রায় ১ লক্ষ যুবক কিছু সহজ শর্তে ঋণ নিয়ে আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে পারবে। এই প্রকল্পে আপনি ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhar Pan Card Link: আধার-প্যান লিঙ্ক করার শেষ তারিখ কবে? কি কি ডকুমেন্টস লাগবে? এখনই জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio-র ১৪১ টাকার ৩ মাসের জব্বর প্ল্যান! বিপুল ডেটা, আনলিমিটেড কলিং সহ অফারের সমাহার! জেনে নিন প্ল্যানটি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 DA Update: অবশেষে বাড়ছে ডিএ! কোন স্তরের কর্মীরা কত টাকা বেশি পাবেন? এখনই জেনে নিন

এই কর্মসাথী প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা- 

১) এই প্রকল্পে জন্য আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

৩) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

৪) আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ঠিকানার প্রমাণ দিতে হবে।

আবেদন প্রক্রিয়া-

১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর আপনাকে হোমপেজে গিয়ে ‘স্কিম’ অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর ‘Karma Sathi prakalpa scheme’ অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি ফর্ম আসবে।

৪) সেই ফর্মটি আপনাকে সঠিক তথ্য দিয়ে ফিলআপ করতে হবে।

৫) তারপর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করতে হবে।

through karmasathi prakalpa the west bengal government is giving 2 lakh rupees to the unemployed apply now

৬) আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে অথবা সাইবার ক্যাফেতে গিয়ে এই কাজ করতে পারবেন।

এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে আপনি আপনার ব্যবসা অথবা অফিস শুরু করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এইক্ষেত্রে আপনি সরকারি দপ্তরের সহায়তাও পাবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Kolkata Metro Recruitment 2023

👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনা নিয়ে আবারও বড়ো ঘোষণা! টাকা পাওয়া সহজ হলো! জেনে নিন এখনই

👉 North Bengal University Recruitment 2023

👉 রাজ্যের স্কুলে স্থায়ীপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে! এখনই আবেদন করুন (Apply Now!)

👉 শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে নয়া মোড়! পাওয়া গেল অতি প্রভাবশালী এক ‘কাকু’র খোঁজ!

Leave a Comment