WB Primary TET: ‘নিয়োগ দেওয়া যায় না’- আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের যা জানালেন পর্ষদ সভাপতি!

২০১৪-এর প্রাইমারি টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের দাবি আইন সম্মত নয়। তাঁরা অন্যায্য দাবি করছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আজ সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করলেন। 

wb primary tet 2022

সেই সাথে যারা ২০১৪ সালে টেট (TET) উত্তীর্ণ করেছেন, তাদের তিনি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ করতে বললেন। পর্ষদ সভাপতি পরিষ্কার ভাবে জানিয়ে দেন- ‘নীতিগতভাবে নিয়োগ দেওয়া যায় না। কারণ, ২০১৬ সালের নিয়োগ নীতি আইন মেনেই নিয়োগ করতে হবে। আজকে যারা নন-ইনক্লুডেড ক্যানডিডেট, তাঁরা পর পর দুবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তা সত্ত্বেও তাঁরা এমপ্যানেলড হননি। এখন আইন মেনেই নিয়োগ করতে হবে। তাই নন-ইনক্লুডদের নিয়োগ দেওয়া যায় না।’ 

২০১২ সাল থেকে টেট পাস সকল প্রার্থী যদি বয়স থেকে থাকে, তবে সকলেই নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আর ৪০ বছর বয়স হয়ে গিয়ে থাকলে, সেক্ষেত্রে বয়সসীমায় ছাড় দিলে নিয়োগ প্রক্রিয়ায় তাঁরাও অংশ নিতে পারবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও SSC, WB Primary সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 WB Primary TET 2022: বিশাল বড় আপডেট! প্রাইমারি টেট-এ নম্বরের ক্ষেত্রে আবার নিয়মের বদল!

🔥 WB Primary Tet 2022: আপনার প্রাইমারি টেট-এর ফর্ম এই সব কারণে বাতিল হতে পারে! (বিস্তারিত দেখুন!)

🔥 Madhyamik Test Exam

🔥 WB Primary TET 2022 পরীক্ষায় ১৫০/১৫০ পেলেও পাবেন না চাকরি, কিন্তু কেন? জানুন বিস্তারিত!

🔥 Indian Railway Recruitment 2022 

🔥 WB Primary Scam

🔥 WB SSC: ‘যোগ্যরা চাকরি পাবেন’- শিক্ষক নিয়োগ নিয়ে মন্তব্য SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

Leave a Comment