Pradhan Mantri Vaya Vandana Yojana, Pradhan Mantri Vaya Vandana Scheme
সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক এক জনপ্রিয় যোজনা সম্পর্কে সকলেই খুব উৎসাহিত। উক্ত যোজনার নাম প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা, যার মাধ্যমে নববিবাহ সম্পন্ন করা দম্পতিরা পেতে পারেন মাসিক পেনশন।
এই স্কিমটি শুরু হয়েছিল ২০২০ সালের ২৬ মে তারিখ। এই বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ২০২৩ সালের ৩১ মার্চ অবধি যদি দম্পতিরা এই স্কিমে বিনিয়োগ করেন তবে ৬০ বছরে তারা উভয়ে এই পেনশন যোজনার দ্বারা উপকৃত হবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি সেই স্কিম?
প্রকৃতপক্ষে এই স্কিমটি একটি সামাজিক নিরাপত্তা যোজনা, যার মাধ্যমে এই স্কিমে বিনিয়োগকারীগণ মাসিক পেনশন পাবেন। যে কোম্পানি এর দায়িত্বে রয়েছে তা আর কেউ নয় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)।
সূত্রানুসারে, যদি কোনো দম্পতির দুজনেই ৬০ বছর বা তার বেশি বয়সের অধিকারী হয়ে থাকেন তবে তারাও এই স্কিমে যুক্ত হতে পারেন। সেইক্ষেত্রে সেই দম্পতি এই স্কিমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। পূর্বে এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ছিল ৭.৫ লক্ষ টাকা, কিন্তু বর্তমানে সরকার তা বাড়িয়ে দ্বিগুণ টাকা করেছেন।
৩/৫, যদি এই স্কিমে স্বামী এবং স্ত্রী উভয়েই উপকৃত হতে ইচ্ছুক তাহলে সেক্ষেত্রে তাদের দুজনকেই সমান পরিমাণ অর্থ এই স্কিমে বিনিয়োগ করতে হবে, তাহলেই তারা এর মাধ্যমে ৭.৪ শতাংশ বার্ষিক সুদ পাবেন যা বিনিয়োগ শেষে মাসিক ১০,০০০ টাকা পেনশন হিসেবে পাবেন।
এই স্কিমের একজন ব্যক্তিই কেবলমাত্র ইনভেস্ট করতে পারবেন, এমনটাই পরিকল্পনা রয়েছে। এছাড়াও আরও একটি আকর্ষণীয় খবর রয়েছে যার মাধ্যমে কোনো ব্যাক্তি যদি এককালীন ৮,১০,৮১২ টাকা বিনিয়োগ করেন তবে সময় হলে প্রত্যেক মাসে ৫০০০ টাকা পেনশন হিসাবে পেতে পারেন।
প্রকৃতপক্ষে এটি একটি ১০ বছরব্যাপী স্কিম। এই সময় কালে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে তাই পরে মাসিক পেনশন হিসাবে আপনার কাছে ফেরত আসবে। যদি আপনি ১০ বছরের জন্য টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি ১০ বছর পরই এই টাকা ফেরত পাবেন।
আপনি যে টাকা বিনিয়োগ করেছেন সুদসহ সে টাকা পেনশন হিসাবে লাভ করবেন। এছাড়াও ইচ্ছে করলে যেকোনো সময়ে এই স্কিম থেকে আপনি টাকা তুলে নেওয়া যাবে যাবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 West Bengal Teacher Recruitment 2022
🔥 West Bengal Health Recruitment 2022
🔥 WB Primary TET: ‘নিয়োগ দেওয়া যায় না’- আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের যা জানালেন পর্ষদ সভাপতি!