(১/১০) মঙ্গলবার সিবিআই (CBI) এর দুর্নীতি দমন শাখার ডেপুটি সুপার সঞ্জয় কুমার শ্যামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কে একটি নোটিশ দিয়েছে।
(২/১০) টেট পরীক্ষা নিয়ে নয়া খবর। ২০১৪ সালে টেট পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছিলেন তাদের সম্পর্কে সমস্ত রকম তথ্য খতিয়ে দেখলেন সিবিআই। এই তদন্তের পর মঙ্গলবার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সঞ্জয় কুমার সামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কে একটি নোটিশ পাঠিয়েছে।
(৩/১০) এই নোটিশে বলা হয়েছে ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা চাকরি পেয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য গোয়েন্দা বিভাগকে জানাতে হবে যেমন তাঁদের সিরিয়াল নম্বর-সহ নাম, জন্মের শংসাপত্র, পিতার নাম, বর্তমান ঠিকানা, বর্তমানে তারা কোন স্কুলে চাকরি করছেন এবং তাঁদের মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্য দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানাতে হবে।
🔥 আরও পড়ুন:
WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
Govt Scheme 2023: ৫ লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে, এই ভাবে আবেদন করে ফেলুন এখনই!
(৪/১০) প্রদত্ত নোটিসে আরো বলা হয়েছে ২০২২ সালের ৮ জুন কলকাতা হাই কোর্টের একটি নির্দেশ জারি করেছিল সেই ভিত্তিতে তদন্ত করেছে সিবিআই। এ সঙ্গে সঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে যে নির্দেশ জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তির একটি প্রতিলিপিও সিবিআইকে দিতে হবে।
(৫/১০) নিচে সেই চিঠিটি দেখানো হলো যেটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কে সিবিআই পাঠিয়েছিল।
(৬/১০) নির্দেশ দেওয়া সমস্ত তথ্যগুলি জোগাড় করে সিবিআইয়ের কলকাতার নিজাম প্যালেসের অফিসের ১৪ তলায় জমা করতে বলা হয়েছে। সিবিআই য়ের জারি করা এই বিজ্ঞপ্তি পেয়ে পর্ষদ নতুনভাবে উদ্যোগ নেয় মঙ্গলবারই সেখান থেকে জেলা প্রাথমিক স্কুল শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যানদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
(৭/১০) পর্ষদ ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার এর তরফ থেকে জেলা প্রাথমিক কাউন্সিলের চেয়ারম্যানদের তথ্য জানাতে এই নির্দেশিকাটি জারি করা হয়। সঙ্গে দ্রুততার সঙ্গে সমস্ত তথ্য গুলি জোগাড় করার জন্য বলা হয়।
(৮/১০) সিবিআইয়ের এই তথ্য তল্লাশি নির্দেশিকাকে কেন্দ্র করে বিরোধী শিক্ষক সংস্থাগুলি অভিযোগ দায়ের করেছে যে নিয়োগের ক্ষেত্রে অনেক রকম দুর্নীতির প্রয়োগ করা হয়েছে। এই সম্পর্কে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মন্ডল বলেন, ‘‘সিবিআইয়ের এমন পদক্ষেপ করা দেখে বোঝা যাচ্ছে, টেট বা স্কুল সার্ভিস কমিশনের মারফত যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিল, তার সবেতেই দুর্নীতি রয়েছে। আর শুধু ২০১৪ সালের টেট নয়, ২০১৭ সালের টেট পরীক্ষার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে আমরা জেনেছি। এমনকি, এই সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালে যে টেট হয়েছিল, তাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাই আমরা চাই এই সমস্ত নিয়োগ নিয়ে তদন্ত করে দুর্নীতির পর্দাফাঁস হোক।’’
(৯/১০) তার এই কথার পরিপ্রেক্ষিতে জবাব হিসেবে পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র বলেছেন, ‘‘সিবিআই তদন্তের স্বার্থে যখন তথ্য তলব করেছে, তখন পর্ষদ নিশ্চয়ই সেই তথ্য দেবে। আমরা তেমনই মনে করি।’’ তবে পাশাপাশিই তৃণমূলের এই শিক্ষক-নেতা বলেছেন, ‘‘সিবিআইয়ের থেকে আমরা নিরপেক্ষ তদন্ত আশা করব।’’
(১০/১০) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন
👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!
👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন
👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!