WB Primary TET 2022, WB TET Exam 2022, WBPPE TET 2022, West Bengal TET 2022, প্রাইমারী টেট ২০২২
বিষয় তালিকা
- 1 WB Primary TET পরীক্ষায় ১৫০ নম্বরের কৃতিত্ব হিসেবে পাবেন মাত্র ১০% বাকি ৯০% নম্বরের হিসেব দেখুন।
- 2 ১) মাধ্যমিক পরীক্ষার ফলাফল-
- 3 ২) উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল-
- 4 ৩) NCTE এর নিয়মানুযায়ী ট্রেনিং এর জন্য 15 নম্বর-
- 5 ৪) TET পরীক্ষার ফলাফল-
- 6 ৫) অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম–
- 7 ৬) ব্যক্তিত্ব পরীক্ষা এবং যোগ্যতা পরীক্ষা-
- 8 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
WB Primary TET পরীক্ষায় ১৫০ নম্বরের কৃতিত্ব হিসেবে পাবেন মাত্র ১০% বাকি ৯০% নম্বরের হিসেব দেখুন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদি আপনি WB Primary TET 2022 (টেট) পরীক্ষায় ১৫০ নম্বরের মধ্যে ১০০% নম্বর পান অর্থাৎ ১৫০-এ ১৫০ পান তাহলেও কিন্তু আপনার চাকরী পাবার বিষয়টি নিশ্চিত নয়। প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর কাজ খুব একটা সহজ নয়। মানুষের মনের বিকাশ এই প্রাথমিক বিভাগ থেকেই শুরু হয়। এই ক্ষেত্রে চাকরি পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।
এই WB Primary TET 2022 পরীক্ষাটি কেবলমাত্র একটি অংশ। এখানে আপনাকে শুধুমাত্র ৬০% নম্বর পেয়ে প্রমাণ করতে হবে যে আপনি এই চাকরির জন্য যোগ্য। ৫০ নম্বর, এই ৫০ নম্বরকে মোট 7টি ধাপে ভাগ করা হয়েছে। তাহলে চলুন কোন ধাপের নম্বর কতটা বরাদ্দ হয়েছে জেনে নেওয়া যাক।
এ ক্ষেত্রে অর্থাৎ WB Primary TET 2022 ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো- মাধ্যমিক পরীক্ষায় ৫ নম্বর, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১০ নম্বর, NCTE-এর নিয়মে ট্রেনিং-এর জন্য ১৫ নম্বর, TET পরীক্ষায় ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য ৫ নম্বর, ইন্টারভিউতে ৫ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ৫ নম্বর বরাদ্দ হয়েছে।
১) মাধ্যমিক পরীক্ষার ফলাফল-
মাধ্যমিক পরীক্ষা যদি আপনি অতিরিক্ত নম্বর ছাড়া ৮০০ তে ৭২০ পেয়ে থাকেন অর্থাৎ ৭২০/৮০০ স্কোর করে থাকেন, তাহলে আপনি ৯০% স্কোর করেছেন। তাই আপনাকে দেওয়া হবে তাকে ৫ নম্বরের ৯০%। অর্থাৎ প্রথম সেগমেন্টে আপনার স্কোর ৫-এর মধ্যে হবে ৪.৫। এছাড়াও যদি কোনো প্রার্থী অতিরিক্ত নম্বর ব্যতীত মাধ্যমিকে ৮০০ তে ৪০০ নম্বর পেয়ে থাকেন অর্থাৎ ৪০০/৮০০ স্কোর করে থাকেন, তাহলে আপনি স্কোর করেছেন ৫০%। তাই আপনাকে ৫০% নম্বর দেওয়া হবে, অর্থাৎ ৫-এর মধ্যে আপনার স্কোর ২.৫ হবে।
২) উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল-
প্রাথমিকে চাকরির ক্ষেত্রে WB Primary TET 2022-এ মাধ্যমিক পরীক্ষার মতো সমানভাবে নম্বর দেওয়া হবে। এছাড়াও যদি কোনো প্রার্থী উচ্চমাধ্যমিকে ৬০% স্কোর করে, তাহলে ৫-এর ভিত্তিতে সে হবে সেরা। অর্থাৎ তার স্কোর হবে ১০-এর মধ্যে ৬।
৩) NCTE এর নিয়মানুযায়ী ট্রেনিং এর জন্য 15 নম্বর-
প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি পাবেন ১৫ নম্বর। এই সেগমেন্ট থেকে যদি প্যারাটিচার্স ১ বছর অথবা ২ বছরের মৌলিক প্রশিক্ষণ কোর্স শেষ না করে থাকে তাহলে তারা একটি বোনাস নম্বর পাওয়া থেকে বঞ্চিত হবেন।
৪) TET পরীক্ষার ফলাফল-
এই TET পরীক্ষায় পূর্ণনম্বর হবে ১৫০। এই পরীক্ষায় পাশ করার জন্য ৬০% অথবা ৯০ নম্বর পেতেই হবে। TET পরীক্ষায় আপনি যদি ১২০/১৫০ নম্বর পেয়ে থাকেন তাহলে আপনি পেয়েছেন ৮০% নম্বর এবং আপনাকে ৫ নম্বরের ৮০% অর্থাৎ ৫-এর মধ্যে দেওয়া হবে ৪ নম্বর।
৫) অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম–
যদি আপনার WB Primary TET 2022 কর্তৃক প্রাথমিক স্তরে চাকরির ক্ষেত্রে NCC “C” সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন ৫ মার্কসের মধ্যে ৫ নম্বর। NCC “B” এবং “A” সার্টিফিকেটের জন্য আপনি পেয়ে যাবেন যথাক্রমে ৩ এবং ১ নম্বর। এছাড়াও যদি আপনার রাজ্য বা জাতীয় স্তরের ক্রীড়া শংসাপত্র বা সাংস্কৃতিক সার্টিফিকেট থেকে থাকে তাহলেও আপনি এই বিভাগে গ্রাহ্য হবেন।
পর্বত আরোহণ, প্যারা গ্লাইডিং, রোয়িং, পাইলট প্রশিক্ষণের মতো আপনার যদি কোনো কার্যকলাপ থেকে থাকে তাহলে আপনি এই বিভাগেই পড়বেন। কিন্তু যদি কোনো চাকরি প্রার্থীর কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে তাকে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ হিসাবে মান্য করা হবে। অর্থাৎ, এক্ষেত্রে কোন নম্বর দেওয়া হবে না।
৬) ব্যক্তিত্ব পরীক্ষা এবং যোগ্যতা পরীক্ষা-
WB Primary TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনি একটি TET যোগ্য শংসাপত্র পাবেন WB। এরপরই আপনকে পরের ৩ বছরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। WB Primary TET 2022 পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক পরীক্ষার সাজেশন প্রকাশ করা হচ্ছে রোজই। প্রাথমিকে প্রায় ১২ বছরের অভিজ্ঞতার ছোঁয়া এখানে থাকছে। আরও জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 WB SSC: ‘যোগ্যরা চাকরি পাবেন’- শিক্ষক নিয়োগ নিয়ে মন্তব্য SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের
🔥 আপনার 5G SIM আপগ্রেড করছেন? এই ভুল করলে আপনি সেকেন্ডেই নিঃস্ব হয়ে যাবেন!