(১/১৫) সরকারি কর্মীদের জন্য ফের সুখবর জানালো রাজ্য সরকার (Government of West Bengal)। এদিন রাজ্যের কর্মীদের DA বৃদ্ধির আন্দোলনের প্রেক্ষিতে নতুন ঘোষণা দিলেন সরকার (Salary Hike Adhoc Bonus Increased)। তবে কি এই ঘোষণা? এর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
(২/১৫) সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি (DA Hike) করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে যখন এই ডিএ (DA) বৃদ্ধি নিয়ে সবাই আন্দোলনে মশগুল সেই সময় তিনি এই ঘোষণা দেন। মুখ্যমন্ত্রীর এ ঘোষণায় যে তারা আনন্দে আত্মহারা হয়েছে তা তাদের কার্যত কান্ডকারখানা দেখে বোঝা যায় এদের একাংশ সোশ্যাল মিডিয়ায় আনন্দের সেই ভিডিও পোস্ট করেছে।
কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
(৩/১৫) এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাস বাড়ানো হবে। যেখানে সরকারি কর্মীরা তাদের ৪ হাজার ৮০০ টাকা অ্যাড হক বোনাস (Adhoc Bonus Increased) পেতেন, সেখানে বোনাসের পরিমাণ বাড়িয়ে ৫৩০০ টাকা করা হয়েছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ছুটি হবে তাড়াতাড়ি! ছুটি নিয়ে এই বিরাট ঘোষণা মমতা সরকারের
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ১লা এপ্রিল থেকে বদলে যাবে এই ১০ আর্থিক নিয়ম! টান পড়বে পকেটে, জেনে নিন সময় থাকতে
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 DA দাবির মাঝেই বিরাট সুখবর! বড় এই ঘোষণা করল নবান্ন! সরকারি কর্মীদের মধ্যে খুশির জোয়ার
(৪/১৫) সরকারি কর্মীদের যে শুধু অ্যাড হক বোনাস বাড়ানো হয়েছে সেটাই নয় এর সঙ্গে সঙ্গে তাদের জন্য ফেস্টিভ্যাল অ্যাডভান্সও বাড়ানো হয়েছে। এর পূর্বে ফেস্টিভ্যাল অ্যাডভান্স(Increased Festival Advance) ছিল ১৪,০০০ টাকা কিন্তু এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ১৬ হাজার টাকা। অর্থাৎ এক ধাপে এটি দুই হাজার টাকা বাড়ানো হয়েছে।
(৫/১৫) একই সঙ্গে বেড়েছে কর্মীদের এসগ্রাশিয়ার অংক। আগে এটি ছিল ২৭০০ টাকা, সেটাই এবার ২৯০০ টাকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন প্রশ্ন উঠছে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা এই নিয়ে কি বলবে। কারণ তারা দাবি এনেছিল যে কেন্দ্রের অনুসারে ডিএ(Salary Hike Adhoc Bonus Increased) বৃদ্ধি করতে হবে।
(৬/১৫) কিছু সরকারি কর্মচারী সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে রাজ্য সরকারকে বারবার বিভিন্ন ধরনের কর্মসূচি বৃদ্ধির জন্য হুঁশিয়ারি দিচ্ছিল। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কেন্দ্রীয় সরকারের চাকরির সঙ্গে রাজ্যের চাকরির অনেক তফাৎ রয়েছে। এক্ষেত্রে বেতন ক্রম আলাদা একটি আসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্যটি রাজ্য সরকার বহন করে।
(৭/১৫) ফলে রাজ্যের চাকরি করে সেখানে কেন্দ্রীয় হারের ডিএ পাওয়ার আশা করা বা সেটা পূরণ করা সরকারের পক্ষ থেকে এটা একেবারে সম্ভব নয়। আন্দোলনে ডিএ বৃদ্ধির কথা উঠলে বলা হয় তিনি বলেন ডিএ দিতে হলে সেটা ভালোভাবেই দেওয়া হবে। এক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন প্রবঞ্চনার কথা তিনি তুলে ধরেন।
(৮/১৫) রাজ্যে একাধিক প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদি সরকার। এ নিয়ে রাজ্য সরকার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না।
(৯/১৫) কেন্দ্রের পক্ষ থেকে আটকে রয়েছে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা (Salary Hike Adhoc Bonus Increased) এ সমস্ত সমস্যা গুলি DA বৃদ্ধি নিয়ে আন্দোলনরত কর্মীদের উদ্দেশ্যে তুলে ধরেন তিনি। তবে শেষ পর্যন্ত তাদের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা দেন।
(১০/১৫) এই ঘোষণা অনুযায়ী মার্চ মাস থেকেই সরকারি কর্মচারীরা মোট ৬ শতাংশ DA পাচ্ছেন। কিন্তু তাতেও খুশি হতে পারেননি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। রাজ্যের তরফ থেকে সরকারি কর্মচারীরা কি কি সুযোগ সুবিধা (Salary Hike Adhoc Bonus Increased) পান, সেই বিষয়টিও সরকারের তরফে একাধিকবার তুলে ধরা হয়েছে। রাজ্য সরকার এ বিষয়ে বলেন বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষক শিক্ষিকাদের মাসের ১ তারিখেই নিয়মিত বেতন দেওয়া হচ্ছে।
(১১/১৫) রাজ্য সরকারের তরফ থেকে কর্মীদের জন্য একাধিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় এমনকি বিভিন্ন ছুটির সময় গুলোতেও তাদের একাধিকবার ছুটির অনুমতি প্রদান করা হয়। এক্ষেত্রে সরকারের সমস্ত দপ্তরের আধিকারিক, কর্মীরা সব ধর্ম সম্প্রদায়ের উৎসবে নিয়মিত ছুটি পান।
(১২/১৫) আর্থিকভাবে সম্ভব হলে রাজ্য সরকার নিজে থেকেই সরকারি কর্মীদের সুবিধার্থে অনেক কিছু ভেবে তাদের সুযোগ সুবিধা (Salary Hike Adhoc Bonus Increased) প্রদান করেন। রাজ্যে একাধিক প্রকল্প চালু রয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন, পেনশন নিয়মিত দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যে বহু আর্থিক সমস্যা সত্বেও বকেয়া DA মামলার বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। যার শুনানি এখনও পর্যন্ত হয়নি।
(১৩/১৫) প্রসঙ্গ সূত্রে খবর একাধিক যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে সরকারকে বারংবার সমস্যার মধ্যে ফেলা হচ্ছে। এই নিয়ে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে একটি আলোচনাও হয়েছে।
(১৪/১৫) তাদের আন্দোলনের দাবি মেনেই সরকারি কর্মচারীদের বোনাস (Salary Hike Adhoc Bonus Increased) উৎসব অ্যাডভান্স (Festival Advance) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্য সরকারের এই ঘোষণা থেকে আশা করা যায় সরকারি কর্মচারীরা এরপরে কিছুটা হলেও আর্থিক সুবিধা পাবে।
(১৫/১৫) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Bandhan Bank Recruitment 2023
👉 বেকার বসে না থেকে এই ৩ ব্যবসা শুরু করতে পারেন, মোটা টাকা আয় হবে মাস গেলে!
👉 Salary Hike: দেশে চাকরিজীবীদের এবার কতটা বেতন বাড়বে? কী বলছে সমীক্ষা? জেনে নিন