Primary TET: ২০১৪ সালের শূন্যপদে চাকরি ওই বছরের টেট উত্তীর্ণদেরই নির্দেশ হাইকোর্টের!

১/৭: কলকাতা হাইকোর্ট বড় রায় দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে। ২০১৪ সালের বকেয়া শূন্যপদগুলিতে কেবলমাত্র ২০১৪ সালের টেট (Primary TET) পাশ পরীক্ষার্থীদের তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। অন্যান্য প্রার্থীদের ওই শূন্যপদগুলিতে নিয়োগের কোনো অধিকার নেই। গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তার সাথে সাযুজ্য রেখে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে।

২/৭: এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

৩/৭: কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের করা আবেদন খারিজ করে এই নির্দেশ দিয়েছে। কিন্তু সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ তার কিছু অংশ সংশোধন করেছে। ২০১৪ সালের ২৫২ জন টেট পাশ প্রার্থীকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। সরাসরি নয়, নিয়োগ করতে হবে যোগ্যতার ভিত্তিতে, সেই নির্দেশ খারিজ করে ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে।

আরও পড়ুন: 👇👇👇

🔥 WB Primary TET শংসাপত্র ও সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা নিয়ে বড় মন্তব্য পর্ষদ সভাপতি গৌতম পালের

🔥 WB Primary TET: শিক্ষক নিয়োগ নিয়ে বড়ো এই রায় দিল কলকাতা হাইকোর্ট!

৪/৭: ২০১৪ সালের টেট পরীক্ষা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় এখনও ডিভিশন বেঞ্চে অব্যাহত। ফলে সৃষ্টি হয়েছে অদ্ভুত এক পরিস্থিতির। পর্ষদ প্রদত্ত শূন্যপদের তালিকা অনুযায়ী ১১ হাজার ৭৬০টি শূন্যপদের মধ্যে ২০১৪ সালের পদ হলো ৩,৯২৯টি। এর জন্য ২০১৪ সালের টেট পাশ করা প্রশিক্ষিত প্রার্থীদের মধ্যে হবে লড়াই।

৫/৭: প্রাথমিক শিক্ষা পর্ষদ গত শুক্রবার ২০১৪ সালে টেট উত্তীর্ণ ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জন প্রার্থীর নাম এবং নম্বর প্রকাশ করেছে। এছাড়াও আদালতের নির্দেশানুযায়ী সংরক্ষিত শ্রেণীর ৭,৬৬৫ জনের মধ্যে যাঁরা ৮২ নম্বর পেয়ে টেট উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সর্বমোট সংখ্যাটি হলো প্রায় ১ লক্ষ ৩২ হাজার।

today breaking news The High Court directed that only those who have passed the TET of that year will be employed in the vacancies of 2014

৬/৭: এঁদের মধ্যে প্রায় ৫৬ হাজার প্রার্থীর নিয়োগ হয়েছে দু’দফায়। অবশিষ্ট রয়েছে প্রায় ৭০ হাজার। ফলত ২০১৭ সালের টেট পাশ করা প্রায় ১০ হাজার প্রার্থীর জন্য কমে গেল শূন্যপদ। সেই সমস্ত প্রার্থীদের লড়াই করতে হবে সাত হাজারের কিছু বেশি শূন্যপদের জন্য।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥 Bank Note Press Recruitment 2022

🔥 Aadhaar Card Rules

🔥 WB Primary TET শংসাপত্র ও সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা নিয়ে বড় মন্তব্য পর্ষদ সভাপতি গৌতম পালের

🔥 WB Primary TET: শিক্ষক নিয়োগ নিয়ে বড়ো এই রায় দিল কলকাতা হাইকোর্ট!

Leave a Comment