WB Govt Holiday List 2023: এই সব দিনে মিলবে প্রচুর অতিরিক্ত ছুটি! আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার।

west bengal holiday list 2023, west bengal holiday list 2023, wb holiday list 2023, WB Govt Holiday List 2023

গত ২১ অক্টোবর অর্থাৎ শুক্রবার রাজ্য সরকারের অর্থ দপ্তর প্রকাশ করেছে আগামী বছরের ছুটির তালিকা (WB Govt Holiday List 2023) সরকারি কর্মচারীরা আগামী বছর অতিরিক্ত কিছু ছুটি পাবেন, সে বিষয়েও বিস্তারিতভাবে জানানো হয়েছে।

১/৬: এনআই অ্যাক্ট অনুযায়ী আগামী বছর সর্বমোট ২৫টি ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। এরপর দ্বিতীয় একটি ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেখানে পূর্বের ছুটির সাথে সরকারি কর্মীদের অতিরিক্ত ২২টি ছুটি ঘোষণা করেছেন রাজ্য সরকার। এছাড়াও বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা আরো ২টি বিভাগীয় ছুটি পাবেন বলেও জানানো হয়েছে।

২/৬: দেখে নেওয়া যাক ২০২৩ সালের কবে কবে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ১২ জানুয়ারি স্বামীজির জন্মজয়ন্তী পালিত হবে তাই সেই দিন দিয়ে ছুটি, এরপর ২৩ জানুয়ারি দেশনায়ক নেতাজীর জন্মদিন এবং ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের দিনই আবার সরস্বতী পূজো পড়ছে, তাই বসন্ত পঞ্চমীর ছুটি হিসাবে ২৫ জানুয়ারিও ছুটি ঘোষণা করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে।

৩/৬: এবার দেখে নেওয়া যাক মার্চএপ্রিল মাসের ছুটির তালিকা। এবার দোলযাত্রা ৭ই মার্চ পড়েছে। সেইদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। শিবরাত্রি দোলযাত্রার ঠিক পরের দিন তাই সেইদিনও ছুটি থাকবে। এপ্রিল মাসের ছুটির দিনসংখ্যা ৫ দিন৭ই এপ্রিল গুড ফ্রাইডের জন্য, ১৪ এপ্রিল রয়েছে আম্বেদকর জয়ন্তী, ১৫ এপ্রিল বাঙালির নববর্ষের দিন, ২২ এপ্রিল ইদ-উল-ফিতর২১ এপ্রিল অর্থাৎ ইদের আগের দিনও ছুটি থাকবে।

৪/৬: এবার আসা যাক মে, জুন এবং জুলাই মাসের ছুটির তালিকায়। মে মাসে বুদ্ধ পূর্ণিমা এবং শ্রমিক দিবসের জন্য ১ মে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ৫ই মে এবং ৯ই মে তারিখ থাকবে ছুটি। জুন, জুলাই ও আগস্ট মাসে ছুটির সংখ্যা তুলনামূলক কম। ২৯ জুন বকরি ঈদ, ২৯ জুলাই মহরম এবং ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি থাকবে।

৫/৬: চলে আসি অক্টোবরের ছুটির তালিকায়। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী ওই দিন ছুটি থাকবে। এরপর ১৪ ই অক্টোবর মহালয়া উপলক্ষে ছুটি। তারপরের ছুটির তালিকা অনেকটা লম্বা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বলে কথা। সেই উপলক্ষে ১৮ ই অক্টোবর চতুর্থীর দিন থেকে শুরু করে বিজয়ার পর ২৭ তারিখ পর্যন্ত সরকারি দপ্তর ছুটি থাকবে। এরপর ২৮ তারিখ লক্ষ্মীপূজোর জন্যও থাকবে ছুটি।

today breaking news The West Bengal government has released the list of holidays for next year 2023

৬/৬: এবার আসি নভেম্বর এবং ডিসেম্বর মাসের ছুটির তালিকায়। আগামী বছর ১২ নভেম্বর রবিবার কালীপুজোর ছুটি। তাই কালীপুজো উপলক্ষে অতিরিক্ত ২ দিন ছুটি মিলবে। অতিরিক্ত ১৩ এবং ১৪ নভেম্বর তারিখ ছুটি। ১৫ নভেম্বর ছুটি বিরসা মুন্ডার জন্মদিন হিসাবে। ১৬ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষে থাকবে ছুটি। ছটপুজোও রবিবার পড়ায় ২০ নভেম্বর অতিরিক্ত ছুটি দেওয়া হবে। ২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিবসে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ২৫ ডিসেম্বর থাকবে বড়দিনের ছুটি।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Rojgar Mela 2022: ৭৫,০০০ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আরও ১০ লাখের চাকরির ঘোষণা !

🔥 UIDAI Recruitment 2022

🔥 Purba Bardhaman Recruitment 2022

🔥 Duare Ration: দুয়ারে রেশন মামলা এবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

🔥 বাকি সব পুজোর ছুটি বাতিল করলো রাজ্য সরকার! জরুরী ভিত্তিতে খোলা রাখতে হবে স্কুল কলেজ, সরকারি অফিস!

🔥 6th Pay Commission Salary Disbursement

Leave a Comment