বিষয় তালিকা
এই নিয়ে প্রাথমিক টেট পরীক্ষার তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ।
প্রাথমিক টেট ২০২২ (WB Primary TET 2022) পরীক্ষার মূল বিজ্ঞপ্তির কিছু সমস্যার কারনে এই নিয়ে তৃতীয়বারের জন্য পর্ষদ নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফলত: নিয়মাবলীর কিছু রদবদল করা হয়েছে। তৃতীয়বারের জন্য পরীক্ষার নিয়ম বদল হওয়ায় এটি এক নজিরবিহীন ঘটনায় পরিণত হয়েছে। কোনো চাকরির পরীক্ষাতেই পূর্বে এরকম ঘটনা দেখা যায়নি। এরকম প্রতিনিয়ত বিজ্ঞপ্তি পরিবর্তনকে পরীক্ষার্থীরা কিভাবে দেখছেন?
এমন ঘটনার জেরে অস্বস্থিতে পড়েছে সকল আবেদনকারী। এই অশান্তির মধ্যে তারা অসহায় হয়ে পড়ছেন কারন তারা বুঝতে পারছেন না যে আবেদন করলে, করবেন কবে? আবার যদি নিয়মে কোনো পরিবর্তন হয়? ঠিক সেই কারনে তারা শেষ বিজ্ঞপ্তির অপেক্ষা করছেন যাতে সব ঠিক হলে তারা অনলাইনে আবেদন করতে পারেন।
প্রথম বিজ্ঞপ্তি ২৯.০৯.২০২২ তারিখ পর্ষদ ওয়েবসাইটে প্রকাশ হয়েছিল যার মেমো নম্বর ছিল- 1572/WBBPE/2022।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল গ্র্যাজুয়েশনে ৫০% নম্বরসহ পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।
প্রার্থীর B.Ed-এর সার্টিফিকেট থাকতে হবে। তবে SC, ST, OBC (A & B), EC, Ex-Servicemen, PH এবং DH শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিকে ৫% ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু গ্র্যাজুয়েশনের নম্বরের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার কথা বলা হয়নি। সেক্ষেত্রে উপরোক্ত আবেদনকারীদের ৫% ছাড়ের কথাও এখানে বলা হয়নি।
কিন্তু আগের ঘটনার বদলে গত ১২.১০.২০২২ তারিখে মেমো নম্বর- 1618/WBBPE/2022 দিয়ে নতুন বিজ্ঞাপন দেওয়া হয় এবং বলা হয় NCTE স্বীকৃত D.El.Ed অথবা B.El.Ed কোর্সে কোনো পরীক্ষার্থী যদি নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে তিনিও এই প্রাথমিক টেট পরীক্ষায় বসতে পারবেন।
তবু পুনরায় ১৩.১০.২০২২তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যার মেমো নম্বর হলো- 1629/WBBPE/2022 যেখানে বলা হয় SC, ST, OBC (A & B), EC, Ex-Servicemen, PH এবং DH শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিকে ৫% ছাড়সহ গ্র্যাজুয়েশনেও ৪৫% নম্বর অর্থাৎ গ্র্যাজুয়েশনেও ৫% নম্বরের ছাড় দেওয়া হবে।
এতরকম বিজ্ঞপ্তির পরেও ১৭.১০.২০২২ – তারিখে যার মেমো নম্বর – 1649/WBBPE/2022 একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন এই সংশোধনী বিজ্ঞপ্তিতে কি পরিবর্তন হলো? কারা কি সুবিধা পেতে চলেছেন?
এই নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “অনার্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে বিএড প্রশিক্ষণের যোগ্যতা থাকা স্নাতকগুলিতে সামগ্রিকভাবে 50% নম্বর (অনার্স পেপার + পাসের পেপারে প্রাপ্ত নম্বর) প্রার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে TET-2022-এর জন্য আবেদন করার যোগ্য।“
এতপ্রকার বিজ্ঞপ্তির মাঝে সঠিক এবং রিসেন্ট খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 WB Primary Tet 2022: আপনার প্রাইমারি টেট-এর ফর্ম এই সব কারণে বাতিল হতে পারে! (বিস্তারিত দেখুন!)
🔥 WB Primary TET 2022 পরীক্ষায় ১৫০/১৫০ পেলেও পাবেন না চাকরি, কিন্তু কেন? জানুন বিস্তারিত!
🔥 Indian Railway Recruitment 2022
🔥 WB SSC: ‘যোগ্যরা চাকরি পাবেন’- শিক্ষক নিয়োগ নিয়ে মন্তব্য SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের