১/৯: ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর-ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামস’ নামক একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, ইউজিসি (UGC) কর্তৃক এমনটাই জানানো হয়েছে। এই খসড়া প্রস্তাব জাতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।
২/৯: প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কোনো পড়ুয়া যদি ৩ বছরে স্নাতক (Under Graduate) হতে চায় তাহলে সেই পড়ুয়াকে ১২০ ক্রেডিট পয়েন্ট (Credit Point) লাভ করতে হবে।
৩/৯: অপরদিকে, কোনো পড়িয়া যদি সাম্মানিক স্নাতক বা অনার্স ডিগ্রি পেতে চায় তাহলে তাকে ৪ বছরে ১৬০ ক্রেডিট পয়েন্ট লাভ করতে হবে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 LIC Big Update: বদলে যাচ্ছে LIC-র নিয়ম! কী প্রভাব পরবে আপনার বিমায়? অবশ্যই জেনে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 how to apply pan card online
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhar card: এবার আধারের ঠিকানা বদলানো যাবে অনলাইনেই! লাগবে পরিবারের প্রধানের সম্মতি, নয়া বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
৪/৯: এই খসড়ায় আরও বলা হয়েছে যে, কোনো পড়ুয়া যদি ৪ বছরের স্নাতকস্তরের কোনো বিষয়ে গবেষণা করতে ইচ্ছুক হন, তাহলে সেই পড়ুয়াকে সেই বিষয়ের নির্দিষ্ট প্রজেক্ট বেছে নিতে হবে। সেই পড়ুয়া অনার্স ডিগ্রি পাওয়ার সময় সংশ্লিষ্ট বিষয়টিতে গবেষণা করার পাশাপাশি স্পেশালাইজেশন করবেন।
৫/৯: যে সমস্ত পড়ুয়ারা পূর্বের কারিকুলামে কলেজে নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত পড়ুয়ারা বর্তমান চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস) অনুযায়ী ৩ বছরে অনার্স ডিগ্রি পাবেন। কিন্তু সেই সমস্ত পড়ুয়াও নতুন কারিকুলামের ৪ বছরের স্নাতক প্রোগ্রামের যোগ্য। তাঁরা যদি চান তাহলে বিশ্ববিদ্যালয় তাদের এই নতুন প্রোগ্রামে সুযোগ দেওয়ার জন্য ব্রিজ কোর্স প্রদান করবে, এমনটাই জানিয়েছে ইউজিসি।
৬/৯: এবার থেকে একাধিক প্রস্থান এবং প্রবেশের বিকল্পসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি প্রদান করবে জাতীয় শিক্ষা নীতির অধীনে থাকা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি।
৭/৯: অপরদিকে, পূর্বেই ইউজিসি জানিয়ে দিয়েছিল যে, পিএইচডির জন্য ৪ বছরের স্নাতকরা আবেদন করতে পারবেন। তবে এর জন্য পড়ুয়াদের ন্যূনতম সিজিপিএ হতে হবে ৭.৫।
৮/৯: পড়ুয়ারা ৪ বছরের ডিগ্রি প্রোগ্রাম শেষ করার পর গবেষণাসহ একটি স্নাতক ডিগ্রি পাবেন। ইউজিসি (পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) রেগুলেশন অনুযায়ী, ২০১৬-এর সংশোধনের সর্বশেষ খসড়াতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য প্রার্থীদের জন্য ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET)/ জুনিয়র রিসার্চ ফেলোশিপের (NET-JRF) জন্য যে আসন রয়েছে তার ৬০% সংরক্ষিত রাখারও প্রস্তাব করা হয়েছে।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 আপনার কাছে কি ছেঁড়া নোট আছে? তাহলে জেনে নিন এই নির্দেশিকা, নাহলে সমস্যায় পড়বেন!
👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!
👉 নতুন বছরের শুরুতেই সুখবর! এবার আয়ের ওপর ধার্য হবে মাত্র ৫% Tax, অর্থমন্ত্রী কি নির্দেশ দিলেন? দেখুন
👉 Swastha Sathi Prakalpa: স্বাস্থ্যসাথীতে কোন ক্ষেত্রে কত টাকা পাবে বেসরকারি হাসপাতাল? জানাল রাজ্য