১/৬: কলকাতা হাইকোর্ট (Kolkata High court) প্রাথমিক টেট (Primary TET) নিয়ে আবারও বড়ো নির্দেশ দিল। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশানুযায়ী, WB Primary TET 2022 পরীক্ষায় B.Ed স্পেশালরাও (Spl B.ED) বসতে পারবেন। বিএড স্পেশাল যে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছেন, তাদেরকে পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।
২/৬: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
৩/৬: যদি বিএড প্রার্থীরা প্রাথমিক টেট পরীক্ষায় অংশ নিতে পারেন, তাহলে বি.এড স্পেশালরা পারবে না কেন? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীদের অভিযোগ, এমন অনেক রাজ্য আছে যেখানে বিএড এবং বিএড স্পেশালদের একই গণ্য করা হয়। কিন্তু সেটা এই রাজ্যে হয় না বলে। এই নিয়ে মামলায় গত শুক্রবার হাইকোর্ট বিএড স্পেশাল চাকরিপ্রার্থীদের প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিল।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 WB Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য জারি হবে এই সব নিষেধাজ্ঞা! কি কি নিষেধাজ্ঞা?
🔥 WB Primary TET 2022 নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! কি কি সিদ্ধান্ত নেওয়া হলো?
🔥 WB Primary TET 2022: প্রাইমারী টেট নিয়ে বড় ঘোষণা পর্ষদ সভাপতির! কি ঘোষণা করলেন?
৪/৬: বিএড স্পেশাল যে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছেন, তাদেরকে পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, কলকাতা হাইকোর্টের তরফে অন্তর্বর্তী নির্দেশে এমনটাই বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৬ ডিসেম্বর।
৫/৬: বিএড স্পেশালদের জন্য টেট পরীক্ষায় কোনো অপশন দেওয়া হচ্ছিল না। এমনকি যাঁরা পরীক্ষার জন্য আবেদন করেছেন তাঁদেরকে আবেদন করতে হয়েছে বিএড হিসেবেই। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল যে, টেট পরীক্ষায় বিএড স্পেশালরা বসতে পারবেন না। এই নিয়েই আদালতে মামলা করা হয়েছিল।
৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Bandhan Bank Manager Recruitment 2022
🔥 Calcutta University Recruitment 2022
🔥 Aadhaar Card: আপনার আধার কার্ড থাকলে এটি আপনাকে অবশ্যই করতে হবে, নইলে বিপদ!
🔥 NIT Durgapur Recruitment 2022