Breaking News! এবার ৩০,০০০ শিক্ষকের চাকরি বাতিল হতে পারে কারচুপির অভিযোগে! হাইকোর্ট কি নির্দেশ দিলো! জানুন

১/১০: ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার (WB Primary TET) ওপর ভিত্তি করে যারা নিযুক্ত হয়েছেন তাঁদের মধ্যে অনেকেই লিখিত পরীক্ষায় শূন্য পেয়েছেন। কিন্তু মৌখিক পরীক্ষায় এবার তাঁরাই সম্পূর্ণ নম্বর পেয়েছেন। এর জন্যই তাঁরা নিয়োগপত্র পেয়েছেন বলে দাবি মামলাকারীদের।

২/১০: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

৩/১০: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এর আগে লিখিত পরীক্ষায় উঠে এসেছিল কারচুপির অভিযোগ। লিখিত পরীক্ষার পর এবার কারচুপির অভিযোগ উঠেছে মৌখিক পরীক্ষাতেও।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary TET Result নিয়ে অবশেষে এলো গুরুত্বপূর্ণ আপডেট! রেজাল্ট কি ভাবে দেখবেন? জেনে নিন @wbbpeonline

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Primary TET Notification: টেট দেওয়া প্রার্থীদের বড় নির্দেশ দিলো পর্ষদ! কী বলা হল বিজ্ঞপ্তিতে? জানুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Breaking News!: Primary TET-এর রেজাল্ট ও উত্তরপত্র দেওয়া হতে পারে এই সময়ের মধ্যে!

৪/১০: ১৩৯ জন চাকরিপ্রার্থী আদালতে গত মঙ্গলবার দাবি করেন যে, এমন অনেক প্রার্থী আছেন যাঁরা লিখিত পরীক্ষায় শূন্য পেয়েছেন কিন্তু মৌখিক পরীক্ষায় পুরো নম্বর পেয়ে চাকরি পেয়েছেন। তাঁদের দাবি, এর পিছনেও কারচুপি রয়েছে। Calcutta High Court-এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) এই আবেদনের ভিত্তিতে মামলাকারীদের মৌখিক পরীক্ষা এবং অ্যাপটিটিউট টেস্টের নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।

৫/১০: ২০১৪ সালের প্রাথমিক টেট (WB Primary TET)পরীক্ষার ওপর ভিত্তি করে যারা নিযুক্ত হয়েছেন তাঁদের মধ্যে অনেকেই লিখিত পরীক্ষায় শূন্য পেয়েছেন। কিন্তু মৌখিক পরীক্ষায় এবার তাঁরাই সম্পূর্ণ নম্বর পেয়েছেন। এর জন্যই তাঁরা নিয়োগপত্র পেয়েছেন বলে দাবি মামলাকারীদের।

৬/১০: অপরদিকে, লিখিত পরীক্ষায় তাদের মোট নম্বরের থেকে অধিক নম্বর পেয়েও নিয়োগ পাননি মামলাকারীরা। মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেন যে, এই সমস্ত যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিয়োগ করা হয়েছে ৩০ হাজার জনকে

৭/১০: আদালতের কাছে মামলাকারীরা প্রশ্ন করেন যে, লিখিত পরীক্ষায় শূন্য পাওয়া ব্যক্তি কিভবে মৌখিক পরীক্ষায় পুরো নম্বর পেলেন? তাঁদের এই আবেদন শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেকটি মামলাকারীর মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশের নির্দেশ দেন। এর মামলার পরবর্তী শুনানি হবে ১০ জানুয়ারি

৮/১০: এতদিন OMR শিটের নম্বর বদল শিক্ষক নিয়োগ দুর্নীতির শিরোনামে ছিল। চাকরিপ্রার্থীরা এবার মৌখিক পরীক্ষার নম্বরের ক্ষেত্রেও কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন।

today breaking news This time 30000 teachers' jobs may be canceled due to fraud

৯/১০: সূত্র মারফত খবর পাওয়া গেছে যে, যদি তাঁদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে আদালত সমস্ত প্রার্থীর মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার নির্দেশ দিতে পারে প্রাথমিক শিক্ষা সংসদকে।

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Card: এই ৬টি বিষয় মাথায় রাখুন আধার কার্ড ব্যবহারের সময়! নইলে বিপদ!

👉 Pradhan Mantri Awas Yojana

👉 KVS Recruitment 2022

👉 BSF Recruitment 2022

Leave a Comment