ইতিমধ্যেই প্রাইমারি টেট (Primary Teachers Tet) পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ করা শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক। গত ১৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। চলতি বছরে রাজ্য সর্বসাকুল্যে ১১ হাজার শূন্যপদের শিক্ষক নিয়োগ করবে। সুতরাং এটা বলা বাহুল্য লক্ষাধিক আবেদন পড়বে এই পরীক্ষাতে কিন্তু আবেদনের সময় যেকোনোরকমের অসাবধানতার কারনে বাতিল করা হতে পারে আপনার আবেদনপত্র।
today breaking news WB Primary TET 2022 application form may be rejected due to all these reasons
বিষয় তালিকা
আবেদনের ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ?
আবেদনকারিদের জানানো হয়েছে যে, তারা এই পরীক্ষার আবেদনের জন্য আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbbpeonline.com/-এ গিয়ে নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে এক OTP-এর দ্বারা আপনার আবেদনপত্রের পেজটি খুলে যাবে। এরপর আপনি আবেদন করতে পারবেন।
তাছাড়া ওয়েবসাইটে গিয়ে উপরে ডানদিকে ‘Details are mandatory’ নামক একটি অপশন থাকবে যাতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে। সাবমিট করার সময়ে খেয়াল করে সব সঠিক তথ্য প্রদান করতে হবে নয়তো আপনার আবেদনটি খারিজ হতে পারে।
কীভাবে বুঝবেন যে এই কলামগুলো গুরুত্বপূর্ণ?
এক্ষেত্রে আবেদন করার সময় খেয়াল রাখতে হবে, যেসব স্থানে স্টার মার্কস দেওয়া আছে সেগুলো পূরণ করা বাধ্যতামূলক।
যে পেজে আপনি আবেদন করবেন অর্থাৎ আবেদনপত্রের পেজে পোস্টাল অ্যাড্রেসের স্থানে হাউস নাম এবং ব্লকের কাছে স্টার মার্কস দেওয়া নেই। অর্থাৎ সেটি পূরণ না করলেও হবে। কিন্তু বাকি স্টার মার্কসযুক্ত কলামগুলো অবশ্যই পূরণ করতেই হবে।
তাছাড়া ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া আছে যে শূন্যস্থান গুলি অবশ্যই ফিলআপ করতে হবে। এখানে একটি বিষয় বলা যাক, যে সকল ডকুমেন্ট আপলোড করতে হবে সেটির সাইজ ও দেখে নিতে হবে। প্রদত্ত সাইজ এর বেশি হলে সেই ডকুমেন্টটি খারিজ হতে পারে, সেদিকেও আপনাকে অবশ্যই নজর রাখতে হবে।
এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন আগামী ১১ ডিসেম্বর TET পরীক্ষা আয়োজিত হবে। ১১ ডিসেম্বর টেট পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে। লক্ষ্মীপুজোর সমাপ্তির পর রেজিস্ট্রেশনের মাধ্যমে পর্ষদ পোর্টালে আবেদন করা যাবে। উক্ত পোর্টাল থেকেই পরীক্ষার অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা হবে। সেই মতোই আবেদনপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 WB Primary TET 2022 পরীক্ষায় ১৫০/১৫০ পেলেও পাবেন না চাকরি, কিন্তু কেন? জানুন বিস্তারিত!
🔥 Indian Railway Recruitment 2022
🔥 WB SSC: ‘যোগ্যরা চাকরি পাবেন’- শিক্ষক নিয়োগ নিয়ে মন্তব্য SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের