Breaking News!: Primary TET-এর রেজাল্ট ও উত্তরপত্র দেওয়া হতে পারে এই সময়ের মধ্যে!

১/৯: গত রবিবার অর্থাৎ ১১ ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর পাওয়া গেছে যে, এই পরীক্ষা দিয়েছেন প্রায় ৮৯%-এরও অধিক পরীক্ষার্থী। এই টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী।

২/৯: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

৩/৯: আগামী শুক্রবার টেটের উত্তরপত্র আপলোড নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠক করতে চলেছে। সেই বৈঠকেই উত্তরপত্রের দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৫০,০০০ টাকা প্রতি মাসে ঘরে বসেই পাবেন! এখনই আবেদন করুন এই প্রকল্পে (Apply Now!)

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Primary TET-এ সবাই full নম্বর পাবেন এই প্রশ্নের উত্তর করে থাকলে! কোন প্রশ্ন এবং কেন? জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Primary TET Result: টেট-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে? রেজাল্ট নিয়ে বড় বার্তা পর্ষদ সভাপতির!

৪/৯: জানা গেছে যে, আগামী শুক্রবার পর্ষদের কর্মকর্তারা টেটের উত্তরপত্র আপলোড নিয়ে বৈঠক করতে পারেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী সপ্তাহের শুরুতেই ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করতে চায়।

৫/৯: পর্ষদ সূত্রে খবর পাওয়া গেছে যে, উত্তরপত্র আপলোড হওয়ার পর সেই উত্তরপত্র নিয়ে পর্ষদ পরীক্ষার্থীদের মতামত নেবে। পরীক্ষার্থীদের মতামত নেওয়ার পরই পর্ষদ কয়েকদিন সময় নিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চায়। তবে পর্ষদের আধিকারিকরা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই ফলপ্রকাশ করা সম্ভব কি না তা নিয়েও আলোচনা করছে।

৬/৯: প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে পর্ষদ এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল। কলকাতা হাইকোর্ট এবারের টেট পরীক্ষা নিয়ে পর্ষদের পদক্ষেপ ঘিরে সন্তোষ প্রকাশ করেছে। এমনকি পরীক্ষার্থীরাও পরীক্ষার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়াও তাঁদের মতে, টেট পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ডও হয়েছে।

৭/৯: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল পরীক্ষা শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলন করে বলেন যে, টেট পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ হবে। পর্ষদ সভাপতি টেটের ফলপ্রকাশ সংক্রান্ত বিষয়ে বার্তা দিয়ে বলেন যে, “পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব৷” 

today breaking news WB Primary TET result and answer sheet can be given during this period!

৮/৯: গৌতম পাল পরীক্ষা শেষ হওয়ার পর সাংবাদিকদের জানান যে, “পরীক্ষা খুব ভালো ভাবে সম্পন্ন হয়েছে। ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিয়েছেন৷  ১০ হাজার ৬০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীও পরীক্ষায় বসেন এবার। আমার জীবনে আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে দেখলাম৷”

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

👉 Airport Recruitment 2022

👉 ৫০,০০০ টাকা প্রতি মাসে ঘরে বসেই পাবেন! এখনই আবেদন করুন এই প্রকল্পে (Apply Now!)

👉 সরাসরি গেস্ট টিচার নিয়োগ চলছে রাজ্যের কলেজে একাধিক বিষয়ে, Apply Now!

👉  how to apply pan card online

Leave a Comment