WB TET, WB Primary TET, West Bengal Primary TET, Rules
ইতিমধ্যেই চরমতম অবস্থার মুখোমুখি হয়েছে প্রাইমারি টেটসহ SSC এবং Group-D। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমলা, অভিযোগের তালিকায় আছেন প্রত্যেকেই। অপর প্রান্তে রাজ্যের নতুন পর্ষদ সভাপতি নিজ প্রতিশ্রুতির দায়ে টেট সহ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং বাধাহীনভাবে চালিয়ে যেতে তৎপর হয়েছে। বিস্তারিত জানতে নিম্নের প্রতিবেদনটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
২০১৭ সালে পশ্চিমবঙ্গে শেষবারের মত প্রাইমারি টেট আয়োজিত হয়। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বহুরকম দুর্নীতি দ্বারা আবিষ্ট হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী নতুন পর্ষদ সভাপতিসহ আরও ১১ জন সদস্যের কমিটি চেষ্টা চালাচ্ছেন আগামী ১৪ই অক্টোবর পুনরায় ফর্ম ফিলআপ শুরু করার। ফলত বোঝাই যাচ্ছে আবেদনকারীদের ঢেউ উপচে পড়বে এই পরীক্ষায় এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর ২০২২ তারিখ।
বিষয় তালিকা
- 1 WB Primary TET 2022: আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার কি?
- 2 WB Primary TET 2022-এ নেগেটিভ মার্কিং কেমন থাকবে?
- 3 WB প্রাইমারি টেট 2022-এর পরীক্ষায় কি ২০১৪, ২০১৭ সালের টেট পাশ করা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন?
- 4 WB Primary TET 2022 পরীক্ষার সম্ভাব্য সিলেবাস কেমন?
- 5 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
WB Primary TET 2022: আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার কি?
২০২২ সালের প্রাইমারি টেট পরীক্ষার জন্যে কেন্দ্রের CTET অথবা রাজ্যের TET উভয় ক্ষেত্রেই সরকারি ক্ষমতার মাধ্যমে নিয়োগ করা হয়না কারণ শূন্যপদের যদি কোনো আবেদনকারী একবার TET পাস করে অর্থাৎ একবার টেট সার্টিফিকেট পেয়ে যান তাহলে তার
ভ্যালিডিটি লাইফটাইম থাকে। যে সমস্ত পড়ুয়া ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রির অন্তিম বর্ষে পাঠরত, সেই সমস্ত শিক্ষার্থীও এই পরীক্ষার জন্য আবেদনযোগ্য। তবে এবারে মেমো নাম্বার- 1618/WBBPE/2022 তারিখ- ১২/১০/২০২২ দিয়ে জানানো হয়েছে যে উপরিউক্ত কোর্সে যদি নাম নথিভুক্ত করা থাকে তাহলে সে আবেদনযোগ্য এই পরীক্ষার জন্য। তবে এর জন্য আবেদনকারী প্রার্থীদের পরীক্ষায় ৫০%-এর উপর নম্বর থাকতে হবে।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র মহাশয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পর্ষদকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল মহাশয় বলেন, “২৯ তারিখে নোটিস দিয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই আবার সিদ্ধান্ত বদল করতে হল! জানি না টেট পরীক্ষা হওয়া পর্যন্ত আর কত বার এই ভাবে সিদ্ধান্ত পরিবর্তন হবে। বিকাশ ভবনের চিন্তাভাবনায় ঘাটতি দেখা যাচ্ছে।”
উক্ত পরীক্ষাটি মোট ১৫০ নম্বরের হবে যা ৫ টি বিষয়ে ভাগ করা হয়েছে। প্রতিটি বিষয়ে থাকবে ৩০ করে প্রশ্ন যার ৬০% পেলেই আবেদনকারীরা সফল পরীক্ষার্থী হিসাবে যোগ্যতা পাবেন অর্থাৎ ১৫০ মধ্যে ৯০ নম্বর ওঠাতে হবে। এখানে বিষয়ভিত্তিক পাশ করার কোনো ব্যাপার নেই। তবে আপনি যত বেশি নম্বর পাবেন তত ওপরে আপনার নাম থাকবে রা লিস্টে।
WB Primary TET 2022-এ নেগেটিভ মার্কিং কেমন থাকবে?
সকল আবেদনকারীদের জন্য সুখবর হলো এই বছর টেট পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ সঠিক উত্তর দিলে ১ নম্বর তো পাবেনই, কিন্তু ভুল উত্তর দিলে আপনি নম্বর কাটা যাবে না। সুতরাং আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করতে হবে।
WB প্রাইমারি টেট 2022-এর পরীক্ষায় কি ২০১৪, ২০১৭ সালের টেট পাশ করা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন?
পর্ষদ সভাপতি জানিয়েছেন যে, ২০১৪,২০১৭ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিশ্চিতভাবে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এতে কোন বাধা নেই।
WB Primary TET 2022 পরীক্ষার সম্ভাব্য সিলেবাস কেমন?
পর্ষদ এখনো সিলেবাস বিস্তারিত ভাবে প্রকাশ না করলেও বাংলা, ইংরেজি, গণিত, শিশু বিকাশ ও পেডাগজি এবং পরিবেশ – এই যে ৫ টি বিষয় উল্লেখ করেছে যা থেকে প্রশ্ন আসতে পারে৷
বাংলার ক্ষেত্রে থাকতে পারে ধ্বনি ও বর্ণ, সন্ধি, বচন, ক্রিয়ার কাল, পদ, পদ পরিবর্তন, লিঙ্গ, পুরুষ, বাক্য, উদ্দেশ্য বিধেয়, সম্মোচারিত ভিনার্থক শব্দ, বিপরীত শব্দ, বোধ পরীক্ষণ, ছেদ ও যদি,কারক বিভক্তি, সমাস ও পেডাগজি ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এগুলি ছাড়াও আনুষঙ্গিক বিষয় গুলি জেনে নিতে হবে ভালো করে।
TET পরীক্ষায় ইংলিশ এর ক্ষেত্রে গুরুতবপূর্ণ বিষয়গুলি Articles, Preposition, Noun, Pronoun, Verb, Adverb, Adjectives, Tense, Vocabulary, Comprehension, Pedagogy For English Language, Transformation of Sentences ইত্যাদি।
গণিতের ক্ষেত্রে যেগুলি প্রযোজ্য সংখ্যাতত্ত্ব, লসাগু-গসাগু, গড়, অনুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, শতাংশ, সময় ও কাজ, সময় ও দূরত্ব, লাভ-ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সরলীকরণ, বর্গমূল ও ঘণমূল, পরিমিতি, পেডাগজি ফর ম্যাথমেটিক্স ইত্যাদি।
শিশু বিকাশ ও পেডাগজী এর সিলেবাস অনুযায়ী শিশুবিকাশের মূল নীতি, বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে সম্পর্ক,বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকিকরণের প্রক্রিয়া, সামাজিক গঠন হিসেবে লিঙ্গ ও লিঙ্গ বৈষম্য, শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য শিখনের সমস্যা, বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূলক পরিপ্রেক্ষিত ও বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও চিন্তন, সৃজনশীল বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন, প্রেষণা ও শিখন, প্রজ্ঞা ও প্রক্ষোভ এবং শিক্ষণ ও শিখনের মূল প্রক্রিয়া৷
পরিবেশ বিষয়ে জরুরি বিষয়গুলি হলো পরিবেশের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, বাস্ততন্ত্র, উদ্ভিদজগৎ ও প্রাণিজগৎ, জীববৈচিত্র, পরিবেশ দূষণ, অরণ্য সংক্ষণ নীতি, বজ্র ব্যবস্থাপনা, পরিবেশগত সমস্যা, পুষ্টি খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ, জল, বাসভূমি, পরিবেশ আইন, পরিবেশ আন্দোলন এবং পেডাগজি ফর Environmental science.
যেহেতু পরীক্ষার প্রস্তুতির জন্য আর দু মাসেরও কম সময় রয়ছে তাই সকল আবেদনকারীদের শুভ কামনা জানিয়ে নিবন্ধটি শেষ করা হলো।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 CMOH Paschim Bardhaman Recruitment 2022
🔥 NITTTR Kolkata Recruitment 2022