একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে পর্ষদ সভাপতি গৌতম পালের বক্তব্য অনুযায়ী, “২ বার ইন্টারভিউ দিয়েছেন আন্দোলনকারীরা। অভিযোগ বিচারাধীন, অভিযোগ তো প্রমাণিত হয়নি। সবাই কি অবৈধভাবে চাকরি পেয়েছে, কোর্ট কি এটা বলছে?”
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (West Bengal Board Of Primary Education) গৌতম পাল টেট (TET) আন্দোলনের ৫১ ঘণ্টা পেরোনোর পর গত বুধবার মুখ একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে মুখ খুললেন। তিনি বলেছেন, “ইন্টারভিউ ছাড়া চাকরি দেওয়া সম্ভব নয়। পদ্ধতি মেনে আবেদন করতে হবে। যাঁরা বলছেন দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি কি প্রমাণিত হয়েছে? আমার আমলে স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে। সবকিছু খতিয়ে দেখে ইন্টারভিউয়ে ডাকা হবে।” ইন্টারভিউ দিয়ে তারপরই নিয়োগ করা হবে। পর্ষদ সভাপতি আবারও জানিয়ে দেন যে, চাকরি প্রার্থীদের ইন্টারভিউতে বসতেই হবে।
বিষয় তালিকা
মুখ খুললেন পর্ষদ সভাপতি
“২ বার ইন্টারভিউ দিয়েছেন আন্দোলনকারীরা। অভিযোগ বিচারাধীন, অভিযোগ তো প্রমাণিত হয়নি। সবাই কি অবৈধভাবে চাকরি পেয়েছে, কোর্ট কি এটা বলছে? অবৈধভাবে নিয়োগ প্রমাণিত হলে, কোর্ট-সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। প্রতিদিন আমরা কোর্টে যাচ্ছি, হলফনামা জমা দিচ্ছি। যদি ২০১৪-র টেট প্রার্থীরা মনে করেন বঞ্চিত হয়েছি, তাহলে কোর্টে যান। খালি ওএমআর শিট জমা পড়েছে, এমন কোনও অভিযোগ পাইনি। অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দিয়ে আন্দোলন চলছে। অভিযোগ করছে বেআইনি নিয়োগ হয়েছে, তাহলে কীভাবে বেআইনিভাবে আন্দোলনকারীদের নিয়োগ? ২ বার ইন্টারভিউয়ে গিয়েছিলেন, তখন কি এই প্রশ্ন তুলেছিলেন? বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেবে সরকার, পর্ষদের হাতে নেই।”– এমনটাই বলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
আমরণ অনশন আন্দোলনে চাকরিপ্রার্থীরা
গত ১৮ অক্টোবর থেকে সল্টলেক করুণাময়ীতে ২০১৪ সালের প্রাথমিক TET (টেট) উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা আমরণ অনশনে আন্দোলনরত। রাস্তায় তারা খোলা আকাশের নিচে সোম, মঙ্গল, বুধ পরপর তিনরাত কাটালেন।
প্রত্যেকদিনই কোনো না কোনো আন্দোলনকারী চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়ছেন। প্রায় কয়েকশো চাকরি প্রার্থী আমরণ অনশনে বসেছেন সল্টলেক করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে। যতদিন পর্যন্ত না তারা তাদের নিয়োগ পান ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Pradhan Mantri Vaya Vandana Yojana
🔥 West Bengal Teacher Recruitment 2022
🔥 West Bengal Health Recruitment 2022