কিছু দিন পরেই ধন্তেরাস, কালীপূজো ও ভাইফোঁটা ইত্যাদি পুজো, তার মধ্যেই এলো মন খারাপের খবর। যার দরুন পশ্চিমবঙ্গ সরকার জরুরি ভিত্তিতে সকল ছুটি বাতিল করেছে। প্রশাসনকে উৎসবের মধ্যেও সাধারন মানুষকে সুরক্ষা দিতে হবে। কোন কোন ক্ষেত্রের কর্মীদের ছুটি বাতিল, কোন কোন স্কুল খোলা থাকবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
গত কয়েকদিন ধরে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কালীপূজার সময়ে আছড়ে পড়ার আমরা পেয়েছিলাম। যার গতি অনুমান করা যাচ্ছে ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত। ফলস্বরুপ অতীতের ভয়াবহ ঘটনাগুলির স্মৃতি মানুষকে ভাবিয়ে তুলছে।
ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) নিয়ে ইতিমধ্যেই চারিদিকে শোরগোল পড়ে গেছে। উৎসবের সময় এই ঝড় উপকূলে আছড়ে পড়লে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে সেই নিয়েই চিন্তিত সাধারন মানুষ। নবান্নের তরফে তাই রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং জানানো হয়েছে যে, রাজ্য সরকার ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলা করার প্রস্তুতি নিতে শুরু করেছে।
যে সমস্ত সরকারি কর্মচারী জরুরি বিভাগে রয়েছেন তাদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং যারা ছুটিতে আছেন তাদের ২২ অক্টোবরের মধ্যে পুনরায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এই ঘূর্ণিঝড় নিয়ে সমস্ত আধিকারিকদের সাথে খুব তাড়াতাড়ি বৈঠকের করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছুটি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন ?
গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী জনবাজারে কালীপূজার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে তিনি বক্তব্য রাখেন যে, “আবহাওয়া দপ্তরের যে ফোরকাস্ট আছে তাতে আকাশের দিকে তাকাতে হচ্ছে। কালীপুজোয় প্রচুর বৃষ্টি হবে। সমস্ত কর্মীদের ছুটি বাতিল। অফিসারদের নিয়ে জরুরি বৈঠক করা হবে। যে সমস্ত স্কুলে রিলিফ সেন্টার হয়, সেগুলোকে প্রস্তুত রাখতে হবে।”
এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তৈরি। এই নিম্নচাপটি পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম দিকে সরছে। এর ফলে ২২ অক্টোবর এটি একটি নিম্নচাপে পরিণত হবে। এরপর শক্তি বাড়িয়ে ২৩ অক্টোবর এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের আকার নিতে চলেছে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী ২৪ অক্টোবর এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পরিণত হতে চলেছে। ফলত কালীপুজোর সময় দুর্যোগের আশঙ্কাও রয়েছে। বাংলা-বাংলাদেশের উপকূল সিত্রাংয়ের অভিমুখ হতে পারে, এমনটাই জানা গেছে আবহাওয়া অফিস সূত্রে। এই নিম্নচাপটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে সরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আকার নেবে এবং বাংলা- বাংলাদেশের উপকূলে হিট করতে চলেছে।
এমনটা আশঙ্কা করা হচ্ছে যে, এই সিত্রাংয়ের গতি আমফানের থেকেও তীব্র হতে পারে। এরূপ হলে Cyclone Sitrang যদি আগামী ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে তীব্র বেগে আছড়ে পড়ে তাহলে উপকূলবর্তী মানুষ আবার নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হবার আশঙ্কায় ইতিমধ্যেই ঘুম উড়েছে বঙ্গবাসীর তথা উপকূলবাসী।
কালীপুজোর পরেরদিন যদি পশ্চিমবঙ্গ- বাংলাদেশের উপকূলে সিত্রাং প্রবল বেগে হিট করে তাহলে তার প্রভাব পড়তে পারে বাংলার উপরে। এমতাবস্থায় সংলগ্ন এলাকার সাধারণ মানুষদের কোথায় সরানো হবে নবান্ন তার সমস্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। অর্থাৎ নবান্ন সাইক্লোন সিত্রাংয়ের মোকাবিলায় জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। এই দুর্যোগের পূর্বাভাস উৎসবের আমেজকে ফিকে করলেও প্রশাসনিক দিক থেকে আঁটোসাঁটো প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 West Bengal Primary TET: অগ্রাধিকারের প্রশ্নই নেই, চাকরি হবে মেধার ভিত্তিতে: পর্ষদ
🔥 WB Primary TET 2022: এর ভিত্তিতে প্রাইমারীতে নিয়োগ করা হবে, বড় ঘোষণা পর্ষদ সভাপতি গৌতম পালের!
🔥 Bandhan Bank Recruitment 2022
🔥 অবশেষে কালিপুজোর আগে বাড়ল DA, এই রাজ্যের কর্মচারীরা পাবেন বকেয়া এবং বোনাসও!