(১/৮) কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে শীঘ্রই নতুন একটি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের আটকে থাকা ডিএ (DA) বকেয়া টাকা দিতে পারে।
(২/৮) আশা প্রস্তুত সরকারের এরূপ ঘোষণা যদি সত্যি হয়ে যায় তবে এতে প্রচুর পরিমাণে লাভবান হবে সরকারি কর্মীরা ও পেনশনভোগীরা। যা এই মুদ্রাস্ফীতির সময়ে বিশাল বড় রকম ভাবে তাদের উপকারে আসবে বলে মনে করছেন সবাই।
(৩/৮) প্রসঙ্গত উল্লেখ্য এ ডিএ (DA) নিয়ে সরকারি কর্মীরা অনেকদিন ধরে আন্দোলন করে চলেছে তবে সরকার এ নিয়ে এখনো মুখ খোলেননি, তবে প্রসঙ্গ সূত্রে খবর পাওয়া গেছে সরকার শীঘ্রই এরকম ঘোষণা করবেন।
🔥আরও পড়ুন:
নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! টেট-উত্তীর্ণ শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব CBI-এর
🔥আরও পড়ুন:
WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন
🔥 আরও পড়ুন:
Govt Scheme 2023: ৫ লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে, এই ভাবে আবেদন করে ফেলুন এখনই!
(৪/৮) সরকারি কর্মীদের দীর্ঘ ১৮ মাস ধরে আটকে থাকা দিয়ে বকেয়ার টাকা একেবারে তাদের একাউন্টে দিতে চলেছেন কেন্দ্রীয় সরকার। এতে ৪৮ লাখ কর্মচারী এবং ৬৮ লাখেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। সরকার ৩৪,৪০২ কোটি টাকা কর্মীদের দেবেন।
(৫/৮) এ বিষয়ের বিষয়ের উল্লেখযোগ্য গত করোনা চলাকালীন সময় থেকে অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত সবার ডি এ বকেয়া বাকি রয়েছে। এরপরে থেকে সরকারি কর্মচারীরা এর জন্য অনবরত আন্দোলন করে চলেছে। তবে সরকার এর সঙ্গে কোন আশ্বাস বাণী না দিলেও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এমন কিছু ঘোষণা হতে চলেছে।
সরকারি কর্মীরা কত টাকা করে পাবে?
(৬/৮) ১৮ মাসের ডিএ বকেয়া কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে জমা হবে বলে মনে করা হচ্ছে। তাহলে এই আঠারো মাসের দিয়ে বকে য়া মোট কত টাকা হচ্ছে জেনে নেওয়া যাক।
(৭/৮) এই আঠারো মাসের বকেয়া ডিএ হচ্ছে ১,২৩,১০০ থেকে ২,১৫,৯০০ টাকা। এর সাথে লেভেল-১৪ (পে স্কেল) এর জন্য ডিএ বকেয়া ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকার মধ্যে হতে পারে বলে ভাবা হচ্ছে। এ টাকা আগামী হোলির মধ্যে সরকারি কর্মীদের একাউন্টে ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে।
(৮/৮) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন
👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!
👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন
👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!