১/৬: আজ অর্থাৎ শুক্রবার বিকেল সাড়ে ৪ টে থেকে শুরু হতে চলেছে মহার্ঘ ভাতা (DA) নিয়ে বৈঠক। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই বৈঠকের পৌরহিত্য করবেন। রাজ্য সরকার (Government of Wes Bengal) এর মধ্যেই একটি সুখবর দিল। তবে সেখানেও একটি শর্ত আরোপ করা হয়েছে।
২/৬: রাজ্য সরকার আজ শুক্রবার নবান্নে ডিএ (DA) আন্দোলনকারীদের সাথে বৈঠক করতে চলেছে। এই আবহেই রাজ্য সরকার জানিয়েছে যে, রাজ্য সরকারি কর্মচারীদের যেকোনো সংগঠনের প্রতিনিধিরাই এই বৈঠকে যোগদান করতে পারবেন। কিন্তু সেইক্ষেত্রে তাদেরকে একটি শর্ত মানতে হবে।
৩/৬: রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ডিএ (DA) আন্দোলনকারীদের বৈঠকের জন্য বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চকে বার্তা পাঠায়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৫ জন প্রতিনিধির নাম চূড়ান্ত করার জন্য বলা হয়। জানানো হয়েছে যে, আজ অর্থাৎ শুক্রবারের এই বৈঠক নবান্নের ১৩ তলায় হবে।
🔥 আরও পড়ুন:
👉 7th Pay Commission DA: কবে সরকারি কর্মীদের DA দেওয়া হবে? বড় আপডেট! মুখ খুলল রাজ্য!
🔥 আরও পড়ুন:
👉 Pan Aadhaar link: এই বিরাট পরিবর্তন আনা হলো প্যান-আধার কার্ড লিংক -এর নিয়মে! বিপদে পড়বার আগে জানুন
🔥 আরও পড়ুন:
৪/৬: রাজ্য সরকারের চিঠি পেয়ে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই ৫ জন প্রতিনিধির নাম চূড়ান্ত করে ফেলেছে। জানানো হয়েছে যে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ, বিশ্বজিৎ মিত্র, অনিরুদ্ধ ভট্টাচার্য, সৌমেন্দ্র নারায়ন বসু এবং সৌরেন ভট্টাচার্য আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন।
৫/৬: কিন্তু আজকের এই বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কি কি দাবি তোলা হবে সেই নিয়ে সরকারিভাবে সংগ্রামী যৌথ মঞ্চ কিছু জানায়নি। তবে আজকের এই বৈঠকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, কেন্দ্রীয় হারের ডিএ প্রদানের মতো দাবি তোলা হতে পারে বলেই সূত্রের খবর। রাজ্য ওই ডিএ কিভাবে মেটাতে পারবে, রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা তাও ব্যাখ্যা করতে পারে।
৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই
👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন
👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন
👉 WB College Admission: বদলে গেল কলেজে ভরতির পদ্ধতি! এই নিয়মে এবার ভর্তি হতে হবে