TSDPL Silver Jubilee Scholarship Apply Online, Official Website, Official Notice
১/৭: পড়ুয়াদের জন্য চালু হওয়া একটি গুরুত্বপূর্ন স্কলারশিপ হলো TSDPL Silver Jubilee Scholarship। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৪ মার্চ ২০২৩ থেকে। সাধারণত পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তায় থাকে ছাত্রছাত্রীরা। পরীক্ষায় ভালো রেজাল্টের পরেও চিন্তা থেকেই যায় উচ্চশিক্ষা নিয়ে। কৃতি শিক্ষার্থী হয়েও অনেকসময় অর্থের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন না অনেক পড়ুয়া। আজ আমরা তাদের জন্যই একটি দারুন খবর নিয়ে হাজির হয়েছি।
বিষয় তালিকা
TSDPL Silver Jubilee Scholarship-এ আবেদন প্রক্রিয়া-
২/৭: এখন থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ১ লক্ষ টাকা স্কলারশিপ পাওয়া যাবে। নিম্নে এই স্কলারশিপের নাম এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
স্কলারশিপের নাম-
৩/৭: যে স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার নাম হলো- টিএসডিপিএল সিলভার জুবিলী স্কলারশিপ (TSDPL Silver Jubilee Scholarship)।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Atal Bihari Vajpayee Scholarship 2023
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Swami Vivekananda Scholarship Payment Update
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Reliance Foundation Scholarship 2023
আবেদনের যোগ্যতা-
৪/৭: (১) এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীদের ৬০% নম্বরসহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হবে।
(২) ITI/ ডিপ্লোমা ,গ্র্যাজুয়েশন এবং পোষ্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে হবে।
(৩) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৫ লক্ষ টাকার কম।
বৃত্তির পরিমাণ-
নির্বাচিত পড়ুয়াদের TSDPL-এর পক্ষ থেকে বার্ষিক ১,০০,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
TSDPL Silver Jubilee Scholarship আবেদন প্রক্রিয়া-
৫/৭: (১) প্রথমে আপনাকে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে।
(২) তারপর আপনাকে বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে।
(৩) এরপর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।
(৪) যে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে তা পুনরায় যাচাই করে নিতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
৬/৭:
- আপনার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার আধার কার্ড/ ভোটার কার্ড
- আপনার পরিবারের আয়ের শংসাপত্র
- আপনার ভর্তির রশিদ
- আপনার পাসপোর্ট সাইজের ছবি
- আপনার অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র
Apply Now-
৭/৭:আবেদন করতে হলে এই লিঙ্কে https://www.buddy4study.com/register?url=%2Fpage%2Ftsdpl-silver-jubilee-scholarship-program&&cuid=page/tsdpl-silver-jubilee-scholarship-program-এ গিয়ে আবেদন করতে হবে।
এই ধরনের শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বছরে ১ লক্ষ টাকা পাবেন এতে আবেদন করলেই! এখনই আবেদন করুন (Apply Now!)
👉 ২০,০০০ টাকার স্কলারশিপ পড়ুয়াদের দিচ্ছে LIC! টাকা পেতে এভাবে করে ফেলুন আবেদন
👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন
👉 Kotak Kanya Scholarship 2023