UGC NET Exam 2022: ইউজিসি নেট ২০২২ পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

UGC NET 2022, UGC NET Exam 2022, UGC NET 2022 Apply Online, Date Extention, ইউজিসি নেট ২০২২

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (UGC) পরীক্ষা নেট ডিসেম্বর ২০২১ এবং নেট জুন ২০২২-এর সার্কলের জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বিস্তারিত জানতে আপনাকে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের  WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

UGC NET Exam 2022

নেট ডিসেম্বর ২০২১ এবং নেট জুন ২০২২-এর সার্কলের জন্য  আবেদনের সময়সীমা ২০২২-এর ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইউজিসি-র চেয়ারম্যান মমিদালা জদেশ কুমার। এর ফলে, নতুন আবেদনের পাশাপাশি, NTA-এর ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ লগ ইন করে আবেদনকারীরা তাঁদের আবেদনপত্রে পরিবর্তনও করতে পারবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ৩০ মে পর্যন্ত ফি-ও জমা দেওয়া যাবে।

আরও পড়ুন 👇

🔥 Kalyani AIIMS Recruitment 2022: ৪৩,৯০০ টাকা বেতনে কল্যাণী এইমস-এ ‘গ্রুপ-সি’ পদে কর্মী নিয়োগ 

🔥 Bandhan Bank Recruitment 2022: ১২০০ শূন্য পদে বন্ধন ব্যাঙ্কে নিয়োগ ২০২২

🔥 Staff Selection Commission Recruitment 2022: মাধ্যমিক পাশেই ২০০০-এর বেশি পদে রেলে চাকরির সুযোগ!

🔥  WBSSC Recruitment 2022: এসএসসি ২০২২ পরীক্ষার তারিখ, বাড়লো শিক্ষক পদে নিয়োগের সংখ্যা, জানালেন ব্রাত্য বসু!

🔥 WBSSC Exam 2022: ‘ওএমআর শিটে পরীক্ষা, ফিরছে ইন্টারভিউ’ WBSSC শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রোধে বদল আনতে চলেছে!

প্রসঙ্গত, আবেদনের শেষ সময়সীমা ছিল ২০ মে এবং ২১ মে পর্যন্ত আবেদনপত্র সংশোধন করার সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা বাড়াল ইউজিসি (UGC)।

ugc-net-exam-2022-online-application-dates-for-december-june-cycles-extended


প্রসঙ্গত উল্লেখ্য, নেট পরীক্ষা (UGC NET Exam 2022) দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টা। ইউজিসি সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে হবে। পরীক্ষার দিনক্ষণ জানানো হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন🔥 যুক্ত হন
UGC NET আবেদনেট অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখুন

আরও পড়ুন 👇

🔥 Indian Railway Recruitment 2022: পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে চাকরি! দশম শ্রেণি উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন

🔥 ২৮,৯০০ টাকা মাসিক বেতনে রাজ্যের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! : WB Music Teacher Recruitment 2022

Leave a Comment