Aadhaar Link: আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেইল লিঙ্ক নিয়ে এই বড় ঘোষণা করল UIDAI! বিপদে পড়ার আগে জেনে নিন

(১/১০) আধার লিংক (Aadhaar Link) নিয়ে আবারও বড়ো খবর।এই নিয়ে গত মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) একটি নতুন পরিষেবা নিয়ে এসেছে দেশবাসীর জন্য। এর মাধ্যমে তারা উপকৃত হতে পারবে।

(২/১০) UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে আপনি আপনার  আধারের সঙ্গে সংযুক্ত থাকা (Aadhaar Link) মোবাইল নম্বর এবং ইমেল আইডি যাচাই করতে পারবেন। সাধারণ মানুষের জন্য এটি একটি বিশাল সুবিধা।এর মাধ্যমে দেশের মানুষ তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করেছে কি না তার যাবতীয় বিবরণ UIDAI লক্ষ্য করে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(৩/১০) যদি এমন হয় যে কোনো মানুষ তার আধার কার্ড আপডেট করা হয়েছে কিনা এ বিষয়ে অনিশ্চিত, তবে এর মাধ্যমে সে আধার কার্ডের স্ট্যাটাস দেখে নিতে পারে। তাহলে সে নিশ্চিন্ত হতে পারবে।

🔥 আরও পড়ুন:

👉 Small Savings Scheme: ১৬ লাখ টাকার বেশি পাবেন মাত্র ৩৩৩ টাকা দিয়ে এই স্কিমে! এখনই জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 প্রচুর শূন্যপদে নিয়োগ করছে RBI, এই ভাবে আবেদন করে ফেলুন

🔥 আরও পড়ুন:

👉 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

(৪/১০) আধার নিয়ে দেশের অধিকাংশ মানুষের মনে অনেক ভয় ছিল যে তাঁদের Aadhaar OTP অন্য কারও মোবাইল নম্বরে যেতে পারে। ইউডিআই এর সম্পর্কে বিবৃতি জারি করে দেশের মানুষদের নিশ্চিন্ত করেছে এর মাধ্যমে তারা নিজেদের যাবতীয় তথ্য জেনে নিতে পারে। কয়েকটি ধাপে আপনি এই প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারেন।

(৫/১০) ইউডিআইএর মাধ্যমে  ‘Verify email/mobile Number’ এই ফিচারের মধ্যেই আপনি এই পরিষেবাটি দেখতে পাবেন। তবে এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা  হল একটি নতুন অ্যাপস এ যেতে হবে mAadhaar App-। এই অ্যাপটির কাজ হচ্ছে কোনো ব্যাক্তির আধার এর সঙ্গে যাবতীয় নথিগুলি আপডেট রয়েছে কি না সে সম্পর্কে জানান দেওয়া

(৬/১০) UIDAI আরও এর মাধ্যমে আরও নতুন কিছু পরিষেবার কথা বলেছে যার মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে। যদি কোন ব্যক্তি তার আধার কার্ডে আপডেট হয়েছে কিনা সে সম্পর্কে না জেনে থাকে তবে এই অ্যাপের মাধ্যমে সে নির্দিষ্ট সঠিক তথ্য পেয়ে যেতে পারে।

(৭/১০) শুধু তাই নয় এর মধ্যে দিয়েই নাগরিকদের মোবাইল নম্বর আপডেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানায় কেন্দ্রীয় সরকার (Government of India)।

(৮/১০) আবার যদি কোন ব্যক্তি আধার কার্ড আপডেট করা থাকে এবং সে ক্ষেত্রে সে নিজের ফোন নম্বর ভুলে গিয়ে থাকে তবে এর মধ্যে দিয়ে সে নিজের ফোন নম্বর সহ যাবতীয় তথ্য পেয়ে যেতে পারে।

UIDAI made this big announcement about mobile number and email link with Aadhaar

(৯/১০) খারাপ নম্বরটি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি ভেরিফাই হয়ে থেকে যায় । প্রদত্ত এই মেসেজটি আপনি ওয়েবসাইট ওপেন করলে স্ট্যাটাস চেক করার সময় স্ক্রিনে দেখতে পাবেন। Myaadhaar পোর্টাল বা mAadhaar মোবাইল অ্যাপ থেকে আপনি নিজেদের মোবাইল নম্বরের শেষ তিনটি ডিজিট দেখে নিতে পারবেন।

(১০/১০) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment