UIDAI Recruitment 2022 | UIDAI Jobs Recruitment 2022: কেন্দ্র সরকারের অধীনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-তে চাকরির সুযোগ! (Apply Now!)

UIDAI Recruitment 2022, UIDAI Recruitment 2022 Apply Online, UIDAI Job Apply Online, UIDAI Jobs Recruitment 2022, UIDAI Job Vacancy 2022, UIDAI Vacancy 2022, Unique Identification Authority of India Recruitment 2022, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২, ইউআইডিএআই নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন কর্মবিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

UIDAI Recruitment 2022 | UIDAI Jobs Recruitment 2022 (ইউআইডিএআই নিয়োগ ২০২২)

🔥 Organization Name (সংস্থার নাম)Unique Identification Authority Of India (UIDAI)
🔥 Post Details (পোস্টের নাম)সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৬টি
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://www.uidai.gov.in/

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ায় (UIDAI Vacancy 2022) একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

UIDAI Vacancy 2022 (UIDAI Job Vcancy 2022) | ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: পদের নাম 

🔥 Post Name (পদের নাম)🔥 Post vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Senior Accounts Officer১টি 
🔥 Assistant Accounts Officer ১টি 
🔥 Accountants ১টি 
🔥 Assistant Senior Officer ৩টি 

UIDAI Recruitment 2022: Age Limit | ইউআইডিএআই নিয়োগ ২০২২: বয়স সীমা 

এই পদের চাকরির জন্য আবেদনকারী সকলের বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

UIDAI Recruitment 2022: Selection Process | ইউআইডিএআই নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া 

এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

UIDAI Recruitment 2022: Required Documents | ইউআইডিএআই নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো –

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

How to Apply UIDAI Recruitment 2022 | ইউআইডিএআই নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া 

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট www.uidia.gov.in-এ গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে  হবে। 

যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

Director(HR),

Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 3rd Floor, Uttar Pradesh Samaj Kalyan Nirman Nigam Building, TC-46/ V, Vibhuti Khand, Gomti Nagar, Lucknow- 226010.

UIDAI Recruitment 2022: Education Qualification | ইউআইডিএআই নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা 

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কেন্দ্রীয় সরকারের অ্যানালগ পোস্টে কর্মরত অফিসার হতে হবে। এছাড়াও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট/ ফাইন্যান্স বিষয়ে MBA থাকতে হবে।

এছাড়া আর বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ Download-এর লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।

UIDAI Recruitment 2022

UIDAI Recruitment 2022: Last Date of Apply | ইউআইডিএআই নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ 

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে  ৩১.১০.২০২২অর্থাৎ ৩১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
UIDAI Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
UIDAI Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Purba Bardhaman Recruitment 2022

🔥 Bandhan Bank Recruitment 2022

🔥 West Bengal Teacher Recruitment 2022

🔥 West Bengal Health Recruitment 2022

🔥 Indian Railway Recruitment 2022

FAQ: UIDAI Recruitment 2022 (ইউআইডিএআই নিয়োগ ২০২২)

Q: UIDAI Vacancy 2022 (ইউআইডিএআই নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ৩১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: UIDAI Recruitment 2022 (ইউআইডিএআই নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? 

Ans: কেন্দ্রীয় সরকারের অ্যানালগ পোস্টে কর্মরত অফিসার হতে হবে। এছাড়াও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট/ ফাইন্যান্স বিষয়ে MBA থাকতে হবে। ( আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।) 

Q: UIDAI Recruitment 2022 (ইউআইডিএআই নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৫৬ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment