|| Upcoming Mobiles 2023, Upcoming Phones 2023, Upcoming Smart Phones 2023 ||
১/১৪: আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। আর তারপরই গোটা বিশ্ব পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেবে। স্মার্টফোন কোম্পানিগুলো এই নতুন বছর উপলক্ষে (Upcoming Mobiles 2023)অনেক মোবাইল ফোন বাজারে আনতে চলেছে।
বিষয় তালিকা
Upcoming Mobiles 2023
২/১৪: আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। আর তারপরই গোটা বিশ্ব পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেবে। স্মার্টফোন কোম্পানিগুলো এই নতুন বছর উপলক্ষে অনেক মোবাইল ফোন (Mobile Phone) বাজারে আনতে চলেছে।
৩/১৪: নতুন বছরে সেখানে বাজেট, মিডরেঞ্জ এবং প্রিমিয়াম সেগমেন্টে একাধিক মোবাইল ফোন লঞ্চ হবে। আপনি কি নতুন বছরে একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে নতুন বছরে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে এবং সেগুলিতে কী কী ফিচার্স পাবেন তা এখনই জেনে নিন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 USB Type-C চার্জার নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! মানতেই হবে এই নিয়ম! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Happy New Year 2023: নতুন বছরে উৎসবে আনন্দের আগে জেনে নিন নিয়ম! নইলে সমস্যায় পড়তে হবে!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jio Happy New Year 2023 Plans: নতুন বছরের জন্য এই ২ টি ধামাকা অফার আনল রিলায়েন্স জিও!
৪/১৪: প্রায় প্রত্যেকেই চায় যে তার স্মার্টফোনটিতে যেনো শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা, ভালো মেমোরি এবং অনন্য ডিজাইন থাকে। তাহলে নতুন বছরে কোন ফোনটি আপনার জন্য ভালো হতে পারে তা এবার জেনে নিন।
Samsung Galaxy S23 Series
৫/১৪: Samsung হলো দক্ষিণ কোরিয়ার কোম্পানি। এই কোম্পানিটি আগামী ফেব্রুয়ারিতে তাদের S23 সিরিজ উন্মোচন করতে পারে। কোম্পানি এর অধীনে ৩টি স্মার্টফোন বাজারে আনবে। প্রথমটি হলো Samsung Galaxy S23, দ্বিতীয়টি Samsung Galaxy S23 Plus এবং তৃতীয়টি হলো Samsung Galaxy s20 Ultra।
৬/১৪: Samsung-এর এই নতুন স্মার্টফোনগুলিতে থাকবে Android 13 ও Qualcomm-এর Snapdragon 8 জেনারেশন 2 অক্টাকোর প্রসেসর, 5000mah-এর শক্তিশালী ব্যাটারি এবং একটি 200–মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা।
OnePlus 11 5G
৭/১৪: আপনি যদি OnePlus ফোনের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর। নতুন বছরে OnePlus 11 5G লঞ্চ করতে চলেছে কোম্পানি। এই ফোনটি ভারতে আগামী ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হবে। আগামী ৪ জানুয়ারি এটি চিনে লঞ্চ করা হবে। এই মোবাইল ফোনে দেখা যাবে সার্কুলার ক্যামেরা এবং পাওয়া যাবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট।
৮/১৪: OnePlus 5G-এর দাম হতে পারে প্রায় ৭০,০০০ টাকা। তবে এই বিষয়ে সঠিক তথ্য লঞ্চের পরই জানা যাবে। OnePlus 11 5G লঞ্চ করা হতে পারে ২টি স্টোরেজ অপশনে। এর মধ্যে 12/256GB এবং 16/512GB রয়েছে।
Nothing phone 2
৯/১৪: চলতি বছর শিরোনামে থেকেছে নাথিং কোম্পানির Nothing phone 1। এই ফোনটিকে মানুষ খুব পছন্দ করেছে। নতুন বছরে কোম্পানি এখন Nothing phone 2 লঞ্চ করতে পারে। এই মোবাইল ফোনটির দাম হতে পারে প্রায় ৪০,০০০ টাকা। এই দিনে Qualcomm Snapdragon 8 Generation 1 প্রসেসর পাওয়া যাবে। Nothing Phone 2-এ দেখা যাবে একটি 50-মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।
Google 7a and 8
১০/১৪: ভালো ক্যামেরা কোয়ালিটি এবং অ্যান্ড্রয়েডের দারুণ অভিজ্ঞতার জন্য প্রত্যেকের কাছে গুগলের স্মার্টফোনগুলো পরিচিত। নতুন বছরে এই কোম্পানি Google Pixel 7A এবং 8 লঞ্চ করতে পারে। গুগল পিক্সেলের নতুন স্মার্টফোনে পাওয়া যাবে HDR প্লাস ফটোগ্রাফি সাপোর্ট।
আইফোন 15
১১/১৪: টেক সাইটগুলির রিপোর্ট বলছে যে, Apple iPhone 15 ও নতুন বছরে লঞ্চ করতে পারে। এই মোবাইল ফোনে টাইপ সি চার্জিং পাওয়া যাবে। এটি এই ফোনের একটি বিশেষত্ব।
১২/১৪: ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পরে, স্মার্টফোনে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া মোবাইল কোম্পানিগুলির জন্য বাধ্যতামূলক হয়েছে। তাই আইফোন 15 টাইপ সি চার্জিংয়ের পোর্ট থাকছে। এছাড়াও থাকছে অন্যান্য ফিচার্স।
১৩/১৪: কিন্তু কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করছেন যে, টাইপ-সি পোর্ট আসতে অনেকটা সময় লাগবে। নতুন বছরে এই স্মার্টফোনগুলি ছাড়াও Vivo x90 Pro, Xiaomi 13 Pro, IQOO 11pro এবং Jio স্মার্টফোনগুলিও লঞ্চ হতে পারে। নতুন বছরে বিভিন্ন সময়ে এই সব স্মার্টফোনগুলি লঞ্চ হবে।
১৪/১৪: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Primary TET: অবশেষে প্রাইমারী টেট নিয়ে এই বড় সিদ্ধান্ত নিলো পর্ষদ! কি সিদ্ধান্ত? জানুন
👉 Breaking News: শিক্ষক নিয়োগের জন্য নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো SSC ! এক ক্লিকে দেখে নিন
👉 Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে হবে এই ভাবে! এই গাইডলাইন দিল নবান্ন