১/৯: খুব শীঘ্রই আপনাকে আপনার আধার কার্ডের (Aadhaar card) তথ্য আপডেট করতে হবে।
২/৯: বর্তমানে ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar card) পরিচয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই মুহূর্তে ভারতের প্রত্যেকটি নাগরিকের কাছেই আধার কার্ড রয়েছে। এ আধার কার্ড ব্যবহার করে তারা নানা ধরনের কাজও করতে পারেন। পরিচয়পত্র থেকে শুরু করে ভারতীয় নাগরিকদের জীবনে আধার কার্ডের অন্যান্য গুরুত্ব রয়েছে।
৩/৯: তবে এই আধার কার্ড (Aadhaar card) নিয়ে অনেকের মনেই ভুল ধারণা রয়েছে। এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন যে, সারাজীবন আধার কার্ড আপডেট না করলেও কাজ চলে যাবে। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। নির্দিষ্ট সময়ে আধার কার্ড অবশ্যই আপডেট করতে হবে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Lottery Tips: লটারি জিতে কোটিপতি হওয়ার এই বৈজ্ঞানিক কৌশল জেনে নিন! জানতে পারলেই কেল্লাফতে!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PAN Aadhaar Link: আপনার বাবা-মারও কী প্যান আধার লিঙ্ক করা জরুরি? এক ক্লিকে জেনে নিন
৪/৯: ১০ বছর আগেই তৈরি হওয়া আধার কার্ডের তথ্য আপডেট এবার করে ফেলতে হবে। নচেৎ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যেকোনো সরকারি সুবিধা নাও পেতে পারেন। এই আধার কার্ড আপডেট করার কাজ নতুন দিল্লিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
৫/৯: বর্তমানে নতুন দিল্লির জনসংখ্যা প্রায় ৩.১৫ লক্ষ। তাই ১০ বছর আগেই যদি আপনার আধার কার্ড তৈরি হয়ে থাকে, তাহলে শীঘ্রই আপনার পরিচয় এবং ঠিকানা আপডেট করে ফেলতে হবে। সময়মতো যদি আপনি আপডেট না করেন তাহলে আপনি সমস্যার মুখে পড়তে পারেন।
৬/৯: আপনি যদি আধার কার্ডের তথ্য আপডেট করতে চান, তাহলে আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভদের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও এই কাজ আপনি বাড়িতে বসে সেরে ফেলতে পারবেন। তবে আধার কেন্দ্রে গিয়ে এই আপডেটের কাজ করাই সবথেকে সুরক্ষিত।
৭/৯: বর্তমানে এই তথ্য আপডেটের কাজ চলছে এমপি নগর জোন ওয়ান রোডে মাল্টিলেভেল পার্কিংয়ের সামনে UIDAI-এর আধার কেন্দ্রে। এই তথ্য আপডেট না করলে আপনি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা নাও পেতে পারেন।
৮/৯: কোম্পানির পক্ষ থেকে মানুষের সুবিধার্থে ১৫ ই মার্চ থেকে আধার আপডেটের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন পরিষেবা প্রদান করা হবে। এই আপডেটের কাজ করার জন্য অনলাইন মাধ্যমে ২৫ টাকা এবং অফলাইন মাধ্যমে ৫০ টাকা ফি হিসেবে নেওয়া হচ্ছে। যদি আপনার কাছে সময় না থাকে, তাহলে আপনি UIDAI-এর পোর্টালে গিয়েও ডকুমেন্ট আপডেট করতে পারেন।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Online Earning: বাড়ি বসেই ইনকাম করার এই ৫টি সহজ উপায় জেনে নিন, মিলবে চাকরির থেকেও বেশি মুনাফা
👉 ফ্রি-তে চলবে ইন্টারনেট! করতে হবে না রিচার্জও, এই App ডাউনলোড করে নিশ্চিন্তে OTT দেখুন
👉 বিরাট সুখবর! রেশন কার্ড থাকলেই পাবেন ১০০০ টাকা করে! জানুন বিস্তারিত
👉 মাসে মাসে ৩০০০ টাকা করে, মিলবে ৪৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জেনে নিন