UPSC Geo Scientist Exam 2022 | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: ২৮৫ টি শূন্য পদে কেন্দ্র সরকারের অধীনে চাকরির সুযোগ! (Apply Now!)

UPSC Geo Scientist Exam 2022, UPSC Geo Scientist Exam 2022 Official Notice, UPSC Geo Scientist Exam 2022 Official Website, UPSC Recruitment 2022, ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর! সম্প্রতি ইউনিয়ন সার্ভিস পাবলিক কমিশনের (UPSC Geo Scientist Exam 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

UPSC Geo Scientist Exam 2022 | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)ইউনিয়ন সার্ভিস পাবলিক কমিশন (UPSC)
🔥 Post Details (পোস্টের নাম)জিওলজিস্ট এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)২৮৫টি 
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)upsc.gov.in

ইউনিয়ন সার্ভিস পাবলিক কমিশন (UPSC Geo Scientist Exam 2022) দ্বারা কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

UPSC Geo Scientist Exam 2022: Vacancy Detail | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: পদের নাম

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Geologist২১৬টি 
🔥 Geophysicist২১টি 
🔥 Chemist১৯টি 
🔥 Scientist২৯টি 

UPSC Geo Scientist Exam 2022: Age Limit | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: বয়স সীমা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ০১.০১.২০২৩ অনুযায়ী ২১ থেকে ৩২ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।

UPSC Geo Scientist Exam 2022: Selection Process | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: নিয়োগ প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারী পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেন পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর প্রার্থীদের নিয়োগ করা হবে।

How to Apply for UPSC Geo Scientist Exam 2022: | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: আবেদন প্রক্রিয়া

এই চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in-এ গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

UPSC Geo Scientist Exam 2022: Required Documents | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

UPSC Geo Scientist Exam 2022: Application Fees | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: আবেদন মূল্য

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ২০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

UPSC Geo Scientist Exam 2022: Educational Qualification | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: শিক্ষাগত যোগ্যতা

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Geologistজিওলজিক্যাল সায়েন্স/ জিওলজি/ অ্যাপ্লাইড জিওলজি/ জিও-এক্সপ্লোরেশন/ মিনারেল-এক্সপ্লোরেশন/ ইঞ্জিনিয়ারিং জিওলজি অথবা মেরিন জিওলজি/ আর্থ সায়েন্স এবং রিসোর্স ম্যানেজমেন্ট/ পেট্রোলিয়াম জিওসায়েন্স/ জিওকেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রী 
🔥 Geophysicistঅ্যাপ্লাইড ফিজিক্স/ জিওফিজিক্স/ ইন্টিগ্রেটেড/ এক্সপ্লোরেশন জিওফিজিক্স/ অ্যাপ্লাইড জিওফিজিক্স/ মেরিন জিওফিজিক্স-এ M.Sc 
🔥 Chemistকেমিস্ট্রি/ অ্যাপ্লাইড কেমিস্ট্রি/ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে M.Sc
🔥 Scientistজিওলজি/ অ্যাপ্লাইড জিওলজি/ মেরিন জিওলজি/ হাইড্রোজিওলজিতে মাস্টার্স ডিগ্রী 

UPSC Geo Scientist Exam 2022: Last Date of Apply | ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২: আবেদনের শেষ তারিখ

UPSC Geo Scientist Exam 2022

এই চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ১১.১০.২০২২ অর্থাৎ ১১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
UPSC Geo Scientist Exam 2022 Apply Online আবেদন করুন
UPSC Geo Scientist Exam 2022 Official Notice ডাউনলোড করুন
UPSC Geo Scientist Exam 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Eastern Railway Recruitment 2022

🔥 ITAT Recruitment 2022

🔥 WB Librarian Group C Recruitment 2022

🔥 TEA Board of India Recruitment 2022

🔥 State Bank of India Recruitment 2022

🔥 ICDS Anganwadi Recruitment 2022

FAQ: UPSC Geo Scientist Exam 2022 (ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২)

Q: UPSC Geo Scientist Exam 2022 (ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: UPSC Geo Scientist Exam 2022 (ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: UPSC Geo Scientist Exam 2022 (ইউপিএসসি জিও সাইন্টিস্ট পরীক্ষা ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ২১ থেকে ৩২ বছরের মধ্যে। এছাড়াও আপনি SC/ST প্রার্থী হলে অতিরিক্ত ৫ বছর এবং আপনি OBC প্রার্থী হলে অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment