(১/৬) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর পক্ষ থেকে এক নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো। চাকরি প্রার্থীদের জন্য বড়ো সুখবর। ইউপিএসসি এর একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এতে মোট শূন্যপদ এর সংখ্যা ৬৯টি। এই নিয়ে কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
(২/৬) ইউপিএসসি (UPSC) এর একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে যেমন রিজিওনাল ডিরেক্টর,অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সহকারী ওর আকরিক ড্রেসিং অফিসার সহ আরো অনেক পদগুলোতে। মোট শূন্য পদ রয়েছে ৬৯টি। তার মধ্যে ১টি রিজিওনাল ডিরেক্টর, ১টি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সহকারী ওর (আকরিক) ড্রেসিং অফিসার ২২টি, অ্যাসিস্ট্যান্ট মিনারেল ইকনমিস্ট ৪টি, অ্যাসিস্ট্যান্ট মাইনিং ইঞ্জিনিয়ার ৩৪টি এবং ৭টি ইউথ অফিসারের শূন্যপদ বিভাগে কর্মী নিয়োগ হবে।
(৩/৬) আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে ইউপিএসসি-র ওয়েবসাইটে দেওয়া নিয়োগের মূল বিজ্ঞপ্তিটি ফলো করুন। আবেদন প্রক্রিয়া অনলাইন মাধ্যমে হবে এবং এক্ষেত্রে আবেদন মূল্য দিতে হবে মাত্র ২৫ টাকা। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও মহিলা আবেদনকারীর ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Bandhan Bank Recruitment 2023
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Calcutta University Recruitment 2023
কিভাবে করবেন আবেদন?
(৪/৬)আবেদনপত্র পূরণ করতে চাইলে প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। এরপরে সেখানে থাকা ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডভারটাইজমেন্টে’ গেলে সেখানকার বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পাবেন।
(৫/৬) বিজ্ঞপ্তি অনুসারে আবেদনে উল্লিখিত সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। পরে আবেদন মূল্য জমা করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে আপলোড হয়ে গেলে সেটা সাবমিট করতে হবে। এরপরে আপনার নিজের প্রয়োজনে আপনি আবেদন পত্রটি প্রিন্ট আউট করে রাখতে পারেন। আবেদন করার শেষ সময়সীমা হলো ১৩এপ্রিল।
(৬/৬) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর যেকোনো পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 National Water Development Agency Recruitment 2023
👉Post Office Group D Recruitment 2023
👉 Bangla Sahayata Kendra Recruitment 2023
👉 Bandhan Bank Recruitment 2023