ইন্টারনেট দিনে যতখুশি ব্যবহার করুন, হবে না শেষ! Jio-র এই ধামাকাদার অফার জেনে নিন

১/৫: রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকে নিজের দিকে টানতেই প্রথম থেকেই আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে রিলায়েন্স জিও। সেই সমস্ত প্ল্যান যেমন সস্তা হয়, ঠিক তেমনই থাকে দুর্দান্ত ইন্টারনেট অফার। তবে সমস্ত রিচার্জ প্ল্যানেই দৈনিক ইন্টারনেট ব্যবহারে নির্দিষ্ট সীমা থাকে। সেই ডেটার কোটা শেষ হয়ে গেলে আপনাকে পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়।

২/৫: তবে এবার জিও কোম্পানি এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা শুনলে আপনি অবাক হবেন। এই প্ল্যানটির নাম হলো- Jio Freedom Plan। আপনি মাত্র ২৯৬ টাকা রিচার্জ করলেই অনেক সুবিধা পেয়ে যাবেন। সবথেকে বড় ব্যাপার হলো, এই প্ল্যানে আপনি আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন জিও-এর এই ফ্রীডম প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

৩/৫: রিলায়েন্স জিও এর আগেও অনেক ফ্রিডম প্ল্যান অফার করেছিল। কিন্তু সেগুলিকে একে একে বন্ধ করে দেওয়া হয়। এই টেলিকম কোম্পানি তাদের ইউজারদের জন্য বর্তমানে ২৯৬ টাকার ফ্রিডম প্ল্যান অফার করছে। জিও-এর এই প্ল্যানের বৈধতা হলো ৩০ দিন। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিংসহ ২৫ জিবি হাই স্পিড ডেটা পাবেন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ২৩ দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট, কলিং দিচ্ছে Jio! এক পয়সাও লাগবে না

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Reliance Jio-র এই প্ল্যানে 900 GB ডেটা পাবেন! সারা বছর রিচার্জের টেনশন নেই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio Recharge Plans: Jio-র ৭৫ টাকার এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ২.৫ GB ডেটা! জেনে নিন এই প্ল্যান সম্পর্কে

Use the Internet as much as you like, will not end! Check out these exciting offers from Jio

৪/৫: আপনি যদি চান তাহলে এই ডেটা আপনি ১ সপ্তাহেও শেষ করতে পারেন আবার ৩০ দিন পর্যন্তও চালাতে পারেন। এই রিচার্জে দৈনিক ডেটা লিমিট থাকবে না। অপরদিকে সম্পূর্ণ বিনামূল্যে দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও আপনি পাবেন। এছাড়াও জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউডসহ সমস্ত জিও অ্যাপের অ্যাক্সেস আপনি পাবেন।

৫/৫: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pan Card Update: ১ লক্ষ টাকা পাবেন প্যান কার্ড থাকলেই! কারা কীভাবে পাবেন? জেনে নিন এক ক্লিকেই

👉 Savings option: ৩১ মার্চের আগে শেষ করুন এই কয়েকটি কাজ, না হলে ভারী জরিমানা গুনতে হবে!

👉 Pradhan Mantri Awas Yojana: প্রধান মন্ত্রী আবাস যোজনার টাকা কবে পাবেন? কেন্দ্র কি জানালো? দেখুন

👉 Aadhaar Update Online: বিনামূল্যে ৩ মাস আধার কার্ড আপডেটের ঘোষণা UIDAI এর! জানুন বিস্তারিত

👉 New Scholarship: দেশের প্রতিটি পড়ুয়াকে 36,000 টাকা করে স্কলারশিপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার! কারা আবেদন করতে পারবেন? জেনে নিন

Leave a Comment