আর কিছুদিন পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যে এর তারিখও প্রকাশ করা হয়েছে। এরপরে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের অনেক অর্থের প্রয়োজন হবে। এক্ষেত্রে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সাহায্য করবে সরকার।
উচ্চ শিক্ষার জন্য সাধারণত যারা দুঃস্থ পরিবার থেকে উঠে আসে এবং যাদের পড়াশোনার যাবতীয় খরচ চালানোর মত সমর্থ্য থাকে না, তাদের মোটা অংকের স্কলারশিপ দেওয়া হয়। যাতে এই অর্থ ব্যয় করে তারা পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে।
এর জন্য রাজ্য সরকার একাধিক স্কলারশিপ চালু করেছেন। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ (Nabanna Scholarship / Uttarkanya Scholarship)। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা।
🔥 আরও পড়ুন:
🔥 PAN Card: আপনার ব্যক্তিগত তথ্য প্যান কার্ডের ১০ নম্বরেই রয়েছে, কোন নম্বরের কি অর্থ জানেন?
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 এবার আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করুন এই ভাবে!
🔥 আরও পড়ুন:
👉 ১০০০ টাকা করে প্রতিমাসে সকলেই পাবেন এই প্রকল্পে আবেদন করলেই! এই ভাবে আবেদন করে ফেলুন
এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। দক্ষিণবঙ্গে এই স্কলারশিপটি ‘নবান্ন স্কলারশিপ’ নামে পরিচিত এবং উত্তরবঙ্গে ‘উত্তরকন্যা স্কলারশিপ’ নামে পরিচিত।
কারা পাবে এই স্কলারশিপ?
মূলত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ও স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করতে পারবে।তবে তাদের মধ্যে যে যোগ্যতা গুলো থাকতে হবে তা হল –
- এই স্কলারশিপে আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকে ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- আবার স্নাতক স্তরে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা ৫৩ শতাংশ থেকে ৫৫ শতাংশের মধ্যে নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই এই স্কলারশিপের আওতায় আবেদন করতে পারবেন।
- আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ১,২০,০০০ টাকার কম হতে হবে।
- এক্ষেত্রে যদি কোন শিক্ষার্থী অন্য কোন স্কলারশিপে আবেদন করে থাকে তাহলে এই স্কলারশিপে আবেদনের জন্য নির্বাচিত হবে না।
- এই স্কলারশিপ কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত যেকোনো বোর্ড, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।
আপনাদের সুবিধার্থে আবেদনের জন্য এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি নিচে দেওয়া হলো http://wbcmo.gov.in/
কত টাকা করে পাওয়া যাবে?
এই স্কলারশিপে আবেদনকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বার্ষিক ১০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। তবে এক্ষেত্রে কোর্স অনুযায়ী টাকার পরিমান ভিন্ন রকমের হয়।
নবান্ন স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপ এ আবেদন করার জন্য প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইট http://wbcmo.gov.in/ এ যেতে হবে এবং সেখান থেকে প্রথমে ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
এরপর নির্দেশমতো ফর্মটি প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করতে হবে। গাড়ির একটি পাসপোর্ট সাইজের ফটোও লাগবে।
আবেদনপত্র সঠিকভাবে জমা করা হলে উপযুক্ত ডকুমেন্ট সঙ্গে দিয়ে সঠিক জায়গায় জমা করে আসতে হহবে আপনাদের সুবিধার্থে আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক নীচে প্রদান করা হয়েছে।
আবেদনপত্র কোথায় জমা করবেন?
আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে উপযুক্ত ডকুমেন্ট সঙ্গে দিতে হবে কারণ এক্ষেত্রে কোন ভুল ত্রুটি থাকলে এর ফর্মটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে ফর্মটি ফিলাপ করার পর দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের ‘নবান্ন অফিসে’ গিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে এবং উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের ‘উত্তরকন্যা অফিসে’ গিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা নীচে দেওয়া হলো –
নবান্ন স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা (দক্ষিণবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য) :-
Nabanna,
14th Floor,
325, Sarat Chatterjee Road,
Shibpur,
Howrah – 711102
উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা :-
Uttarkanya,
P.O. – Satellite Township,
Fulbari,
Jalpaiguri – 734015
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! জেনে নিন এখনই
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার