মাধ্যমিক পাশেই রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ চলছে, কি ভাবে আবেদন করবেন? জেনে নিন

WB Asha Karmi Recruitment 2023, (আশা কর্মী নিয়োগ) WB Anganwadi Recruitment 2023, Official Notice Pdf Download

(১/৮) চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! আবারও রাজ্যে আশা কর্মী নিয়োগ হচ্ছে। মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন। আবেদন পত্র জমা করার শেষ তারিখ ২০ মার্চ

(২/৮) রাজ্যে সরকারের তরফে পঞ্চায়েত এলাকা গুলিতে চুক্তিভিত্তিতে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। এই সম্পর্কে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তবে এক্ষেত্রে কেবল মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে।

শূন্যপদ

(৩/৮) এতে মোট ২৩ টি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ৪ টি জয়পুর ব্লকে, ৭ টি ঝালদা ১ নং ব্লক, ৬ টি ঝালদা ২ নং ব্লকে এবং ৬ টি বাগমুন্ডি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

(৪/৮) শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করলেই আবেদন করা যাবে।

অন্যান্য যোগ্যতা

(৫/৮) আবেদনের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা হিসেবে বিবাহিত/বিধবা/আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে সেইসব মহিলাই এই পদে আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স

(৬/৮) আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি বা উপজাতি প্রার্থীরা ২২ থেকে ৪০ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

WB Asha Karmi Recruitment 2023 official notice apply

আবেদন পদ্ধতি

(৭/৮) চাকরি প্রার্থী সমস্ত আবেদনকারীকে কেবল অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড (Download) করে তা পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সহ তা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নেচে দেওয়া হয়েছে

 (৮/৮) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন 👉Download করুন

Leave a Comment