WB Asha Karmi Recruitment 2023 West Bengal, Apply, Official Notice Pdf Download (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩), Jobs in West Bengal, West Bengal Jobs
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি সাব ডিভিশনাল অফিস (Asha Karmi Recruitment 2023 West Bengal) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 WB Asha Karmi Recruitment 2023 West Bengal | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩
- 2 WB Asha Karmi Recruitment 2023 West Bengal : Vacancy Detail | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: পদের নাম
- 3 WB Asha Karmi Recruitment 2023 West Bengal : Block Wise Vacancy Detail | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: ব্লকভিত্তিক শূন্যপদের সংখ্যা
- 4 WB Asha Karmi Recruitment 2023 West Bengal : Age Limit | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: বয়স সীমা
- 5 WB Asha Karmi Recruitment 2023 West Bengal : Selection Process | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
- 6 How to Apply for WB Asha Karmi Recruitment 2023 West Bengal : | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
- 7 WB Asha Karmi Recruitment 2023 West Bengal: Required Documents | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
- 8 WB Asha Karmi Recruitment 2023 West Bengal: Application Fees | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: আবেদন মূল্য
- 9 WB Asha Karmi Recruitment 2023 West Bengal: Educational Qualification | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
- 10 WB Asha Karmi Recruitment 2023 West Bengal: Important Dates | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমুহ
- 11 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 12 FAQ: WB Asha Karmi Recruitment 2023 West Bengal (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩)
- 12.1 Q: WB Asha Karmi Recruitment 2023 West Bengal (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
- 12.2 Q: WB Asha Karmi Recruitment 2023 West Bengal (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
- 12.3 Q: WB Asha Karmi Recruitment 2023 West Bengal (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
WB Asha Karmi Recruitment 2023 West Bengal | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩
সাব ডিভিশনাল অফিসে (Asha Karmi Recruitment 2023 West Bengal) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
WB Asha Karmi Recruitment 2023 West Bengal : Vacancy Detail | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Accredited Social Health Activists | ২৩ টি |
🔥 Total | ২৩ টি |
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Bandhan Bank Recruitment 2023
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্কুলে শিক্ষকতার সুযোগ! এখনই আবেদন করুন!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মাধ্যমিক পাশেই রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ চলছে, কি ভাবে আবেদন করবেন? জেনে নিন
WB Asha Karmi Recruitment 2023 West Bengal : Block Wise Vacancy Detail | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: ব্লকভিত্তিক শূন্যপদের সংখ্যা
🔥 Block Name (ব্লকের নাম) | 🔥 Block Wise Vacancy Detail (ব্লকভিত্তিক শূন্যপদের সংখ্যা) |
🔥 Manbazar-I | ৭ টি |
🔥 Manbazar-II | ২ টি |
🔥 Bandwan | ২ টি |
🔥 Barabazar | ৭ টি |
🔥 PUNCHA | ৫ টি |
WB Asha Karmi Recruitment 2023 West Bengal : Age Limit | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ০১.০১.২০২৩ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
WB Asha Karmi Recruitment 2023 West Bengal : Selection Process | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
How to Apply for WB Asha Karmi Recruitment 2023 West Bengal : | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। আবেদনপত্রটি অবশ্যই নীল অথবা কালো কালির পেন দিয়ে লিখতে হবে।
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-
The Block Development Officer _ Development Block. At _ B.D.O Office, At _ P.O_P.S_Dist: Purulia (W.B) Pin- _
WB Asha Karmi Recruitment 2023 West Bengal: Required Documents | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার বিবাহিত/বিধবা/ডিভোর্সি হওয়ার প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
WB Asha Karmi Recruitment 2023 West Bengal: Application Fees | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: আবেদন মূল্য
এই চাকরির জন্য আপনাকে কোনো আবেদন মূল্য দিতে হবে না।
WB Asha Karmi Recruitment 2023 West Bengal: Educational Qualification | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে। আপনাকে বিবাহিত/বিধবা/ডিভোর্সি মহিলা হতে হবে। এছাড়াও আপনাকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
WB Asha Karmi Recruitment 2023 West Bengal: Important Dates | পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমুহ
- আবেদন শুরু তারিখ: ০৯.০৩.২০২৩ অর্থাৎ ০৯ মার্চ ২০২৩ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২০.০৩.২০২৩ অর্থাৎ ২০ মার্চ ২০২৩ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
WB Asha Karmi Recruitment 2023 Official Notice | ডাউনলোড করুন |
WB Asha Karmi Recruitment 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 RRB Rail Group D Recruitment 2023
👉 WB Volunteers Recruitment 2023
👉 ৩০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন নিন
👉 WB Health Recruitment 2023 Apply Online, Official Notice Pdf Download
👉 সরাসরি SBI-তে প্রচুর বেতনে নিয়োগ চলছে! দেরি না করে এখনই আবেদন করে ফেলুন!
FAQ: WB Asha Karmi Recruitment 2023 West Bengal (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩)
Q: WB Asha Karmi Recruitment 2023 West Bengal (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২০ মার্চ ২০২৩ তারিখ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Asha Karmi Recruitment 2023 West Bengal (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: মাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Asha Karmi Recruitment 2023 West Bengal (পশ্চিমবঙ্গ আশা কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)