রাজ্যের স্কুলে শিক্ষক ও ক্লার্ক পদে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত | WB Clerk Assistant Teacher Recruitment 2023

(/১২) চাকরিপ্রার্থীদের জন্য ফের বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার (Government of West Bengal)। রাজ্যে বিভিন্ন বিদ্যালয় অর্থাৎ স্কুলগুলিতে শিক্ষা কর্মী নিয়োগ করা হবে। 

(২/১২) অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে থাকা বাংলা মিডিয়াম মিশন গুলিতে যেমন মালদার রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ বিদ্যামন্দির ইত্যাদি বাংলা মিডিয়াম মিশন গুলিতে স্কুলের কর্মী ও শিক্ষক নিয়োগ করা হবে।

(৩/১২) অ্যাসিস্ট্যান্ট টিচার ও ক্লার্ক পদে প্রার্থী নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে হলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

🔥 আরও পড়ুন:

👉 SBI Recruitment 2023

🔥 আরও পড়ুন:

👉 Post office group C Recruitment 2023

🔥 আরও পড়ুন:

👉 রাজ্যে ১০৮০ জন প্রশিক্ষক নিয়োগ করা হবে, নিয়োগ হবে জেলায় জেলায়, জানুন বিস্তারিত

ক্লার্ক পদে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে:

(৪/১২) রাজ্যের যেকোনো স্কুল বোর্ড বা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে এর সঙ্গে কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা আবশ্যিক।

আবেদনের জন্য বয়সের সময়সীমা:

(৫/১২) এরপরে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে

অ্যাসিস্ট্যান্ট টিচার এর জন্য কি কি যোগ্যতা লাগবে:

(৬/১২) অ্যাসিস্ট্যান্ট শিক্ষক এর পদে আবেদনের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে এর সঙ্গে সঙ্গে বি এড থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা:

(/১২) অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

বেতন ক্রোম:

(৮/১২) রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বেতন ক্রম সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি। সেক্ষেত্রে ROPA অনুযায়ী বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করতে হবে:

(৯/১২) এই পদে অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া জমা নেওয়া হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে নিন। এবং এই অফলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট ডকুমেন্টস দ্বারা আবেদন পত্রটি পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদনের জন্য কি কি লাগবে

  1. প্রার্থীর নিজের প্রয়োজনীয় সকল প্রকার তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, কাস্ট, ঠিকানা, স্ট্যাটাস ইত্যাদি ফর্মে দিতে হবে।
  1. এপ্লিকেশন ফর্মে আপনার মোবাইল নম্বর ইমেইল নম্বর দিতে হবে তবে অবশ্যই আপনার নম্বরটি বৈধ এবং সক্রিয় হতে হবে।
  1. সম্প্রতি তোলা আপনার একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দেবেন এর সঙ্গে আপনার স্বাক্ষর লাগবে।
  1. ফর্মের নিচে দেওয়া লিংকে একটি পিডিএফ কপি থাকবে এবং সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড ও একনলেজমেন্ট কপি সব একসঙ্গেই থাকবে যেগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
  1. আবেদনপত্র সঠিকভাবে জমা করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এর সঙ্গে নিজের কিছু ডকুমেন্টস জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে তার সঙ্গে জুড়ে দেবেন
  1. আবেদনপত্র সঠিকভাবে পূরণ হয়ে গেলে এগুলি একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে

প্রয়োজনীয় ডকুমেন্ট

(১০/১২) আবেদনের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হল- 

  1. মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড
  1. ভোটার কার্ড এবং আধার কার্ড
  1. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  1. দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো
  1. এর সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট

আবেদনের শেষ সময়সীমা:

(১১/১২) আবেদনের শেষ সময়সীমা হল আগামী ২০ এপ্রিল। আপনাদের প্রয়োজনে নিচে নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে।

WB Clerk Assistant Teacher Recruitment 2023

(১২/১২) এর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পদ অনুযায়ী আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংক দেওয়া হয়েছে সেখানে আবেদন পত্র পাঠানোর ঠিকানা অফিশিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন:

👉 Post Office GDS Recruitment 2023

👉 Post Office Recruitment 2023

👉 WB Bandhan Bank Recruitment 2023

👉 Calcutta University Recruitment 2023

👉 National Water Development Agency Recruitment 2023

Leave a Comment